স্বর্ণের বর্তমান দাম ২০২৪ । সোনার দাম আবারও প্রতি ভরিতে ৩,০২০.৯৮ টাকা বৃদ্ধি পেল! - Technical Alamin
স্বর্ণের দাম ২০২৫

স্বর্ণের বর্তমান দাম ২০২৪ । সোনার দাম আবারও প্রতি ভরিতে ৩,০২০.৯৮ টাকা বৃদ্ধি পেল!

ডলারের দামের সাথে স্বর্ণের দাম জড়িত – এখনও স্বর্ণের বিনিময়ের পন্যের মূল্য পরিশোধ করা হয় – স্বর্ণের বর্তমান দাম ২০২৪

Gold Price Today  – Gold price reduce or increase on demand of gold. Bangladesh is empowering with dollar correspondence, dollar reserve is being down that’s why gold price is being up and down day by day. ১ ভরি সোনার দাম কত ২০২৪। ১ কেজি সোনার দাম কত তা এখনই জেনে নিন।

বাংলাদেশ জুয়েলারী সমিতি তাদের স্বর্ণের রেট ২২ ক্যারেট প্রতি গ্রাম ৯,৮৯৮ টাকা ধার্য্য করেছে। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম হয়ে গেলে ১১.৬৬৪*১০,৮০৩ = ১,২৬,০০৬.১৯ টাকা অর্থাৎ পূর্ব মূল্য ১,২২,৯৮৫.২১ টাকা ফলে ৩,০২০.৯৮ টাকা বৃদ্ধি পেয়েছে। ইতোপূর্বে গত মাসেই আগেই প্রতি ভরিতে স্বর্ণের দাম ০২ বার বেড়েছে। এখন আবার দাম বৃদ্ধি করা হল।

আপনি স্বর্ণের আপডেট দাম জানতে এই ওয়েবসাইটে চোখ রাখুন অথবা বাংলাদেশ জুয়েলারী সমিতির ওয়েবসাইটে ঢুঁ মারুন প্রতিদিন। স্বর্ণের বর্তমান প্রাইজ বা সোনার চলতি দর জানতে www.bajus.org এই লিংকটি ভিজিট করুন। প্রতিগ্রাম স্বর্ণের মূল্য এখানে দেওয়া থাকে। প্রতিগ্রাম স্বর্ণমূল্যকে আপনি ১১.৬৬৪ দিয়ে গুন করলেই ভরি প্রতি দাম হিসাব পাবেন। ১ ভরি সোনার দাম কত ২০২৪ । ১ কেজি সোনার দাম কত তা এখনই জেনে নিন।

Gold or Silver price Today / স্বর্ণ বা সোনার বর্তমান দাম জানুন।

স্বর্ণের দাম ডলারের দাম ও আমদানি রপ্তানি ব্যয় হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে। তবে দেশে মূল্যস্ফিতি ও তেলের দামও স্বর্ণের দামকে প্রভাবিত করে গত ১৪ বছর স্বর্ণের দাম ৫.০ গুন বেড়েছে।

Caption: Gold price today / 22 Karat Gold price 1 gram = 10,803 Taka

22 KARAT Gold price to Traditional gold price is being down

22 KARAT Gold
CADMIUM (HALLMARKED GOLD)10,803 BDT/GRAM
21 KARAT Gold
CADMIUM (HALLMARKED GOLD)10,312 BDT/GRAM
18 KARAT Gold
CADMIUM (HALLMARKED GOLD)8,839 BDT/GRAM
TRADITIONAL Gold
 7,308 BDT/GRAM

হলমার্ক ছাড়া গোল্ডের ভরি কত করে?

Gold price নির্ভর করে স্বর্ণ বার বা অলংকার এর উপর হলমার্ক করা আছে কিনা। যদি কোন হলমার্ক না করা থাকে তাহলে সেটি ট্রেডিশনাল গোল্ড এক্ষেত্রে দাম অনেক কম হবে। বলতে পারেন প্রায় অর্ধেক মূল্য পাওয়া যায়। স্বর্ণের অলংকারের মধ্যেও হলমার্ক করা থাকে। যদি কোন হলমার্ক না থাকে তাহলে ভরি প্রতি ১১.৬৬৪*৭৩০৮ টাকা = ৮৫,২৪০ টাকায় উন্নীত হল। স্বর্ণের বর্তমান দাম ২০২৪ । স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার দুইশত টাকা কমল!

বর্তমান স্বর্ণের দাম 2023। সোনার দাম ভরিতে আরও কমল ১১৬৬ টাকা১ ভরি সোনার দাম কত? । স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বর্তমান মূল্য তালিকা ২০২৩স্বর্ণের দাম ২০২৩ । দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ভরিতে ১২৮৩.০৮ টাকা
স্বর্ণের বর্তমান দাম । বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৩আজকের স্বর্ণের দাম ২০২৩ বাংলাদেশ । গোল্ডের দাম ডলারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে২২ ক্যারেট সোনার দাম । স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে দেশের বাজারে ইতিহাস গড়লো

2 thoughts on “স্বর্ণের বর্তমান দাম ২০২৪ । সোনার দাম আবারও প্রতি ভরিতে ৩,০২০.৯৮ টাকা বৃদ্ধি পেল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *