Student Account for Low Charge । সোনালী ব্যাংক স্টুডেন্ট সেভিংস একাউন্ট ২০২৩
সোনালী ব্যাংক লিমিটেড এ চালু হয়েছে “স্টুডেন্ট সেভিংস একাউন্ট”! ছাত্র-ছাত্রীদের জন্য সঞ্চয়ী হিসাব চালু করায় ছাত্র -ছাত্রীরা আরও বেশি সঞ্চয়ী হয়ে উঠবে। সঞ্চয়ী হয়ে উঠার জন্য রাষ্ট্রয়াত্ত ব্যাংক এটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
সাধারণ সঞ্চয়ী হিসাবের মত এ হিসাবে একাউন্টস মেইনটেইন্স ফি প্রদান করতে হবে না। সঞ্চয়ী হিসাবে ন্যূনতম ১০০০ টাকা জমা রেখে অবশিষ্ট টাকা উঠাতে হয়, অন্যদিকে স্টুডেন্ট একাউন্টে ২০০ টাকা রেখেই অবশিষ্ট অর্থ উত্তোলন করা যাবে।
সোনালী ব্যাংক সেভিংস হিসাবের সুবিধা সমূহঃ
১. বাৎসরিক কোন মেইনটেইনেন্স ফি নেই।
২. মাত্র ২০০ টাকা রেখে বাকি সব টাকা তোলা যায়।
৩. এটিএম কার্ড (ভিসা) পাবেন, বাৎসরিক ফি মাত্র ২৩০ টাকা।
৪. এসএমএস ব্যাংকিং সুবিধা যার বাৎসরিক ফি মাত্র ১১৬ টাকা।
৫. ই-ওয়ালেট ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে ব্যালান্স চেক, স্টেটমেন্ট দেখা, ফান্ড ট্রান্সফার, বিইএফটিএন সুবিধাসহ আরো অনেক সুবিধা পাবেন, বিনামূল্যে!
৬. বিকাশের সাথে লিংক একাউন্ট স্থাপনের সুযোগ। (বিকাশ থেকে একাউন্টে হাজারে ১০ টাকায় এবং একাউন্ট থেকে বিকাশে বিনামূল্যে টাকা ট্রান্সফার করা যাবে)।
১৮ থেকে ২৩ বছর বয়সী যেকোনো ছাত্র “স্টুডেন্ট একাউন্ট” খুলতে পারবেন।
বাংলাদেশের প্রায় সকল প্রত্যন্ত অঞ্চল থেকে নিরাপদে আর্থিক লেনদেন করতে আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী সোনালী ব্যাংক লিমিটেড এর শাখায়।”সোনালী ব্যাংক, আপনার ব্যাংক”
থ্যাংক ইউ ভাই খুব ভালো লাগলো
Account a ki proti mase taka joma kora jabe?
অবশ্যই।
Pingback: Sonali Bank Student Savings Account । স্টুডেন্ট সেভিংস একাউন্টে খরচ কম ও মুনাফা বেশি - Technical Alamin