Verify BDRIS gov bd 2025 । অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করে ডাউনলোড করা যায়?
জন্ম নিবন্ধন অনুমোদন হলেই সেটির ইংরেজী ভার্সন বা বিবরণী প্রিন্ট করা যায়-অনলাইন কপি দিয়েই আপনি চাইলে সব ধরনের কাজ করতে পারবেন-e verify bdris gov bd
১ ক্লিকে জন্ম নিবন্ধন ভেরিফাই করা যায়? হ্যাঁ, everify.bdris.gov.bd ওয়েবসাইটে যেকোনো জন্ম নিবন্ধন এক ক্লিকে যাচাই করা যায়। এজন্য, জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লিখে ফরম পূরণ করতে হবে। এরপর, নিরাপত্তা ক্যাপচা টাইপ করে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে।
জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি:
- everify.bdris.gov.bd ওয়েবসাইটে যেতে হবে।
- জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লিখতে হবে।
- জন্ম তারিখ YYYY-MM-DD ফরমেটে লিখতে হবে।
- নিরাপত্তা ক্যাপচা টাইপ করতে হবে।
- যোগ বা বিয়োগ ফল লিখে Search এ ক্লিক করতে হবে।
- জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে, সেটি পুনরায় পেতে অনলাইনে জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণের আবেদন করতে হবে। এজন্য, bdris.gov.bd/br/reprint/add ওয়েবসাইটে যেতে হবে।
মাতার ইংরেজি জন্ম নিবন্ধন ছাড়া কি সন্তানের জন্য নিবন্ধন করা যায় না? না, মায়ের ইংরেজি জন্ম নিবন্ধন ছাড়াই সন্তানের জন্ম নিবন্ধন করা যায়। জন্ম নিবন্ধন করতে হলে, বাবা-মায়ের জন্ম নিবন্ধন সনদ জমা দিতে হয়।
- জন্ম নিবন্ধন করা হলো শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেওয়ার একমাত্র পথ।
- জন্ম নিবন্ধন করলে শিশুর একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত হয়।
- জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী জন্ম নিবন্ধন সকলের জন্য বাধ্যতামূলক।
- জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে, নির্দিষ্ট ফি দিতে হয়।
- জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণ করতে হলে, ১০০ টাকা ফি দিতে হয়।
- জন্ম নিবন্ধন যাচাই করতে, everify.bdris.gov.bd ওয়েবসাইটে যেতে হবে।
- জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, এবং ক্যাপচা সমাধান করে সার্চ বাটনে ক্লিক করলেই জন্ম নিবন্ধন যাচাই করা যায়।
bdris.gov.bd login online । Verify BDRIS gov bd
টিকা দিতেও কি জন্ম নিবন্ধন লাগে? হ্যাঁ, টিকা দেওয়ার সময় শিশুর জন্মনিবন্ধন সনদ দেখতে হয়। এছাড়া, টিকা কার্ডেও জন্মনিবন্ধন নম্বর লিখতে হয়। শিশুকে প্রথম দফা টিকা দেওয়ার সময়ই তার জন্মনিবন্ধন করিয়ে নেওয়া উচিত। জন্মনিবন্ধন সনদে শিশুর নাম ও জাতীয়তা নিশ্চিত থাকে। জন্মনিবন্ধন সনদে শিশুর জন্মের তথ্য থাকে। জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্মনিবন্ধন।জন্মনিবন্ধন হলো শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেওয়ার একমাত্র পথ। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে জন্মনিবন্ধন করা হয়।
Caption: https://everify.bdris.gov.bd
জন্ম নিবন্ধন করার প্রক্রিয়া কি?
- জন্ম নিবন্ধন করার জন্য, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় আবেদন করতে হবে।
- জন্মের ৪৫ দিনের মধ্যে আবেদন করলে বিনা ফিতে জন্ম নিবন্ধন করা যায়।
- জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হল: বাবা-মায়ের বিবাহের সনদপত্র বা নিকাহনামার কপি, বাংলাদেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, আবেদনকারীর দুই কপি ছবি, শিশুর জন্মের সময়ের ইপিআই (টিকার) কার্ড, পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড।
জন্ম নিবন্ধন না করে কি মৃত্যু নিবন্ধন করা যায় না?
হ্যাঁ, জন্ম নিবন্ধন না থাকলে মৃত্যু নিবন্ধন করা যায় না। মৃত্যু নিবন্ধন করতে হলে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন থাকতে হবে। মৃত্যু নিবন্ধন করার জন্য জন্ম নিবন্ধন থাকা প্রয়োজন কেন? মৃত্যু নিবন্ধন করলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয় করা যায়। মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন, পারিবারিক পেনশন প্রাপ্তি প্রভৃতি কাজের জন্য মৃত্যু নিবন্ধন প্রয়োজন। জন্ম নিবন্ধন না থাকলে, জন্ম নিবন্ধন সম্পাদনের পর মৃত্যু নিবন্ধন করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী জন্ম নিবন্ধন সকলের জন্য বাধ্যতামূলক। আইনের এ নির্দেশনা কেউ না মানলে তিনি আইন লঙ্ঘনকারী হিসাবে গণ্য হবেন এবং অনধিক ৫০০০ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত হতে পারেন।
জন্ম নিবন্ধন সংশোধন | জন্ম নিবন্ধন আবেদন | অনলাইন জন্ম নিবন্ধন যাচাই |
জন্ম নিবন্ধন আইন ২০২৪ | জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০২৩ গেজেট | জন্ম নিবন্ধন আইন ২০০৬ |
জন্ম সনদ নম্বর কোনটি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০২৪ | জন্ম সনদ নম্বর কোনটি | জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০২৪ |