আন্তর্জাতিক বাজারে স্বর্ণ বা সোনার দাম প্রতিদিনই হ্রাস বৃদ্ধি হয় কিন্তু আমাদের দেশে প্রতিদিন হ্রাস বৃদ্ধি হয় না। আমাদের দেশে স্বর্ণে দাম নির্ধারণ করে বাজুজ। রিজার্ভ ঘাটতি থাকলেও স্বর্ণের বিনিময়ে আমদানি সম্পন্ন হয় –স্বর্ণের দাম হ্রাস ২০২৪
আবারও স্বর্ণে দাম বৃদ্ধি– আপনি স্বর্ণের আপডেট দাম জানতে এই ওয়েবসাইটে চোখ রাখুন অথবা বাংলাদেশ জুয়েলারী সমিতির ওয়েবসাইটে ঢুঁ মারুন প্রতিদিন। স্বর্ণের বর্তমান প্রাইজ বা সোনার চলতি দর জানতে www.bajus.org এই লিংকটি ভিজিট করুন। প্রতিগ্রাম স্বর্ণের মূল্য এখানে দেওয়া থাকে। প্রতিগ্রাম স্বর্ণমূল্যকে আপনি ১১.৬৬৪ দিয়ে গুন করলেই ভরি প্রতি দাম হিসাব পাবেন। ১ ভরি সোনার দাম কত ২০২৩ । ১ কেজি সোনার দাম কত তা এখনই জেনে নিন।
বাংলাদেশ জুয়েলারী সমিতি তাদের স্বর্ণের রেট ২২ ক্যারেট প্রতি গ্রাম ১০,৮৩০ টাকা ধার্য্য করেছে। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম হয়ে গেলে ১১.৬৬৪*৯৬৮২ = ১,২৬,৩২১.১২ টাকা অর্থাৎ পূর্ব মূল্য ১,২৭,৯৪২.৪১ টাকা ফলে ১,৬২১.২৬ টাকা মূল্য কমেছে। ইতোপূর্বে গত তিন মাস আগেই প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছিল ১৭৪৯.৬০ টাকার মতো আবার বৃদ্ধি করা হয়েছিল। এখন আবারও দাম কমানো হল। স্বর্ণের বর্তমান দাম । বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৪
Gold price নির্ভর করে স্বর্ণ বার বা অলংকার এর উপর হলমার্ক করা আছে কিনা। যদি কোন হলমার্ক না করা থাকে তাহলে সেটি ট্রেডিশনাল গোল্ড এক্ষেত্রে দাম অনেক কম হবে। বলতে পারেন প্রায় অর্ধেক মূল্য পাওয়া যায়। স্বর্ণের অলংকারের মধ্যেও হলমার্ক করা থাকে। যদি কোন হলমার্ক না থাকে তাহলে ভরি প্রতি ১১.৬৬৪*৭৩২৬ টাকা = ৮৫,৪৫০ টাকা। অর্থাৎ ভরিতে প্রাপ্য ১৬০০ টাকার মত কমলো। স্বর্ণের বর্তমান দাম ২০২৪ । স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার দুইশত টাকা কমল!
22 KARAT Gold price to Traditional gold price is being down
প্রতি সপ্তাহেই স্বর্ণের দাম হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে । তাই স্বর্ণে বিনিয়োগে সতর্ক থাকুন।
Caption: Bangladesh Jewellers Association /www.bajus.org/gold-price
আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে । বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম
22 KARAT Gold | CADMIUM (HALLMARKED GOLD) | 10,830 BDT/GRAM |
---|---|---|
21 KARAT Gold | CADMIUM (HALLMARKED GOLD) | 10,338 BDT/GRAM |
18 KARAT Gold | CADMIUM (HALLMARKED GOLD) | 8,861 BDT/GRAM |
TRADITIONAL Gold | 7,326 BDT/GRAM |
স্বর্ণের দাম বাড়া বা কমার পিছনের কারণটা কি?
স্বর্ণের প্রবাহ স্বর্ণের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করে– স্বর্ণের দামের এমন ওঠানামার বিষয়টি নির্ভর করে চাহিদা ও জোগানের ওপরে, যেটা কিনা যেকোনো পণ্যের দামের ওঠানামা বিষয়টি নির্ভর করে। তবে সোনার ক্ষেত্রে যোগ হয় ভোক্তার আচরণ। তাছাড়া একটি দেশের রিজার্ভ যখন কমতে থাকে তখন আমদানি ব্যয় মিটাতে স্বর্ণ বিনিময় মূল্য হিসেবে ব্যবহার হয়। সূত্র: বিবিসি
One comment