Passport renewal fee 2024। দেশের পাসপোর্ট নবায়ন ফি হার কি বৃদ্ধি পেয়েছে?
১০ বছর মেয়াদি পাসপোর্ট ফি-পাসপোর্টের মেয়াদ ফুরালেই পাসপোর্ট নবায়ন করতে হয়- পাসপোর্ট রেনুয়াল ফি কত তা জানতে পোস্টটি পড়ুন – ই পাসপোর্ট ফি কত ২০২৪
Passport renewal fee 10 years – নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে সর্বনিম্ন ৫,৭৫০ টাকা পরিশোধ করতে হবে। ই-পাসপোর্ট পেমেন্ট আপনি অনলাইন বা অফলাইন ম্যানুয়াল চালানের মাধ্যমে সরকারি বা বেসরকারি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারেন। মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি ফি (আন্তর্জাতিক)
পাসপোর্ট কি? পাসপোর্ট এক ধরনের ভ্রমণ নথি, যা সাধারণত একটি দেশের সরকারকর্তৃক জারি করা হয়। এটি আন্তর্জাতিক ভ্রমনের সময় বাহকের জাতীয়তা ও পরিচয় প্রত্যয়িত করে। একটি পাসপোর্টে সাধারণত বাহকের নাম, জন্মের তারিখ ও স্থান, ছবি, স্বাক্ষর, এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য থাকে। মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ফি
ই-পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সময়ে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে। পাসপোর্ট ফি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। বাংলাদেশস্থ পাসপোর্ট অফিসের আবেদন দাখিলের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করা যাবে। অনলাইন পেমেন্ট ছাড়াও ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে নির্ধারিত ফি জমা দেওয়া যাবে
Passport renewal fee Bangladesh / E passport fee Bangladesh / পাসপোর্ট ফি কি বাড়ছে? না বাড়েনি।
আপনার বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করার জন্য, আপনি স্বাভাবিকভাবে একটি নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে, আবেদনের সময় আপনাকে যে কাজটি করতে হবে তা হলো শুধুমাত্র “ID Documents” অপশন থেকে আপনার আগের “MRP Passport” Option সিলেক্ট করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিবেন। অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়মাবলী
আপনার যদি মাস্টারকার্ড (Master Card), ভিসা কার্ড (visa), কিউ-ক্যাশ (Q-Cash), বিকাশ, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকে তবে সহজেই অনলাইনে ই পাসপোর্ট ফি জমা দিতে পারবেন, এতে আপনার সময় ও শ্রমেরও সাশ্রয় হয়। অনলাইনে ই-পাসপোর্টের ফি পরিশোধ করার আরেকটি সুবিধা হচ্ছে এতে পাসপোর্ট ফি-এর পরিমান স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হয়। এছাড়া, সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সাহায্যেও অনলাইনে ই-পাসপোর্টের ফি জমা করা যাবে।
বাংলাদেশে ই পাসপোর্ট ক্ষেত্রে (১৫% ভ্যাট সহ) ফি ২০২৪
- ৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট> নিয়মিত বিতরণ: ৪,০২৫ টাকা । জরুরী বিতরণ: ৬,৩২৫ টাকা । অতীব জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা।
- ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট> নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা । জরুরী বিতরণ: ৮,০৫০ টাকা । অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা।
- ৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট> নিয়মিত বিতরণ: ৬,৩২৫ টাকা। জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা । অতীব জরুরী বিতরণ: ১২,০৭৫ টাকা।
- ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট> নিয়মিত বিতরণ: ৮,০৫০ টাকা । জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা। অতীব জরুরী বিতরণ: ১৩,৮০০ টাকা।
বিদেশে অবস্থানকালে কি দূতাবাস হতে পাসপোর্ট নবায়ন করা যায়?
বিদেশে অবস্থানকালে দুতাবাসের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করা যায়। আপনি যদি বিদেশে বসেই পাসপোর্ট নবায়ন করতে চান তবে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে সাধারণ আবেদনকারী হলে ৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্টের জন্য নিয়মিত বিতরণ: ১০০ মার্কিন ডলার । জরুরী বিতরণ: ১৫০ মার্কিন ডলার । ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্টের ক্ষেত্রে-নিয়মিত বিতরণ: ১২৫ মার্কিন ডলার। জরুরী বিতরণ: ১৭৫ মার্কিন ডলার। ৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্টের ক্ষেত্রে- নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার। জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার। ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্টের ক্ষেত্রে-নিয়মিত বিতরণ: ১৭৫ মার্কিন ডলার। জরুরী বিতরণ: ২২৫ মার্কিন ডলার।
আপনি যদি শ্রমিক ও ছাত্র হিসেবে বিদেশে গিয়ে থাকেন তবে পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে -৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্টে নিয়মিত বিতরণ: ৩০ মার্কিন ডলার। জরুরী বিতরণ: ৪৫ মার্কিন ডলার। ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্টে- নিয়মিত বিতরণ: ৫০ মার্কিন ডলার। জরুরী বিতরণ: ৭৫ মার্কিন ডলার।৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্টে- নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার। জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার। ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্টে নিয়মিত বিতরণ: ১৭৫ মার্কিন ডলার। জরুরী বিতরণ: ২২৫ মার্কিন ডলার।
বি:দ্র: ই পাসপোর্ট: ডিআইপি ডটগভ ডটবিডির তথ্য অনুযায়ী, ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ রয়েছে। এ চিপের মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য, যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। এতে মাইক্রোপ্রসেসর বা চিপ এবং অ্যান্টেনাসহ স্মার্টকার্ড প্রযুক্তি ব্যবহৃত হয়।
পুন: বিদেশ যেতে বা বিদেশ ঘুরতে গেলে প্রয়োজন হয় ছয় মাস মেয়াদসহ পাসপোর্ট এবং নির্দিষ্ট ভিসার। আগে থেকে পাসপোর্ট থাকলেও মহামারিকালের দুই বছর বিরতিতে অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে।
https://reportbd.net/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89/
আমার পাসপোর্টের মেয়াদ গত ১৭/০২/২০২২ইং সালে শেষ হয়ে গেছে
আমি রিনিউ করতে চাই
কিন্তুু আমি যেখানে জব করি সেখান থেকে কোন ভাবেই ছুটি দিচ্ছে না ভাই তাহলে এখন কি করতে পারি
কারো মাধ্যমে করালে ভালো হয় একটু জানালে আমার খুব উপকার হত
আবেদন অনলাইনে করলে ভাল হয়। টাকাও সোনালী ই চালানের মাধ্যমে জমা দিন। হার্ড কপি জমা দিন বা পোস্ট করে দিন। জাস্ট ডেট পড়লে আসবেন। কোন দালাল থেকে দূরে থাকুন।
সাধারণ মানুষের জন্য বিস্তারিত তথ্য সমৃদ্ধ বিষয়টি ভাল লেগেছে।ধন্যবাদ আপনাকে।
প্রশ্নঃ আমার MRP পাসপোর্ট আগামী ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ আছে।নবায়নের জন্য আমি এখনই আবেদন করতে চাই।
মেয়াদ হবে ১০ বছর – নিয়মিত বিতরণ,আমার বিকাশ একাউন্ট আছে।
আপনার সুপরামর্শের অপেক্ষায় রইলাম।
আবারও ধন্যবাদ।
মোঃ নূরুল ইসলাম
ই-মেইলঃ mnislam0948@gmail.com
mnislam786@yahoo.com
নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা, অনলাইনে ই-পাসপোর্টের টাকা জমা দেয়ার জন্য A Challan ওয়েবসাইটে গিয়ে ই পাসপোর্ট ফি সিলেক্ট করুন।
আমি পাসপোর্ট রি-ইসু জন্য আবেদন করেছি কারব আমার পাসপোর্ট এর মেয়ের অনেকদিন আগেই শেষ হয়েছে। এখন আমি ব্যাংকে রেগুলার ক্যাটাগরির পাসপোর্ট এর জন্য কত টাকা জমা দিবো এবং কিভাবে দিবো?
আপ্নাদেরকে অগ্রিম ধন্যবাদ রইলো।
কত পাতার এবং বছর মেয়াদের পাসপোর্ট সেটির উপর নির্ভর করে কত টাকা জমা দিবেন।
আমার পাসপোর্ট টি মেয়েদ শেষ হয়েছে ২ বছর ও আগের পাসপোর্টে পেশা ছিলো ছাত্র এখন আমি রিনিউ করতে চাই…..এক্ষেত্রে করনিও কি…?
পুরাতনটি সহ বা নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করবেন ফি জমা দিবেন। ফিঙ্গার এবং ছবি তুলে রিনিউ হবে। পেশা যুক্ত করতে চাইলে এ সংক্রান্ত প্রমানক জমা দিতে হবে।
আমি ই-পাসপোর্ট ৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি ২১ কর্মদিবসের মধ্যে সাধারণ ভেলিভারির জন্য গত ১৪ অক্টোবর ২০২২ তারিখে ৫৭৫০ টাকা দিয়ে আবেদন করেছি। Biometrics করতে ১৫ ডিসেম্বর ২০২২ সময় দিয়েছে। কিন্তু আমার এখন জরুরি ভিত্তিতে পাসপোর্ট দরকার। আমি ঐ আবেদনের সাথে কি বাকি টাকা সমন্বয় করতে পারবো? পারলে কিভাবে? কেউ জানলে আমাকে একটু তথ্য দিয়ে সহায়তা করুন, প্লিজ।
না এটি পুন: সমন্বয়ের সুযোগ নেই।
আমার দুবাই প্রবাসী, এমপ্লয়ি ভিসা আছে এবং আমি ছুঠিতে দেশে আসতে চাই, আমার ফিরতি ফ্লাইটের সময়ে পাসপোর্টের মেয়াদ থাকবে ২০/২২ দিন।
আমি কি ঐ পাসপোর্ট দিয়েই দেশ থেকে আসতে পারবো? নাকি আমাকে দেশ থেকে পাসপোর্ট রিনিউ করে আসতে হবে??
অগ্রীম আন্তরিক ধন্যবাদ জানিয়ে রাখলাম; কারন আশাকরি সুনির্দিষ্ট ও সু-পরামর্শ পাব- ইন্শাআল্লাহ্!
রিনিউ করতে হবে। মাস মেয়াদ থাকা অবশ্যক। প্রথমত, বিদেশ ঘুরতে গেলে প্রয়োজন হয় ছয় মাস মেয়াদসহ পাসপোর্ট এবং নির্দিষ্ট ভিসার। আগে থেকে পাসপোর্ট থাকলেও মহামারিকালের দুই বছর বিরতিতে অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে।
আমার পাসপোর্ট আছে Mohammad আইডি কার্ডের আছে md এখন ই পাসপোর্ট দিবে বলিতেছ md দিয়ে ঐ যায়গায় Mohammad পেতে কি করা যায়
পাসপোর্টের কপি যুক্ত করে অনলাইনে এনআইডি সংশোধন আবেদন করুন। ব্যাস কিছুদিনের মধ্যে সংশোধন হয়ে যাবে। পরবর্তীতে আইডি কার্ড ডাউনলোড করে নিলেই হল।
আমার স্ত্রী জন্ম নিবন্ধন দিয়ে এম.আর.পি পাসপোর্ট করেছে, সেখানে স্থায়ী ঠিকানা হিসেবে আমার ঠিকানা দিয়েছে। পাসপোর্টটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের আগষ্ট মাসে।
এখন ই-পাসপোর্ট করতে নাকি এন আই ডি কার্ড লাগবেই কিন্তু এন.আই.ডিতে তার বাবার বাড়ির ঠিকানা উল্লেখ আছে।
এই ক্ষেত্রে কোন সমস্যায় পরবে কিনা। কিংবা আমাদের করনীয় কি জানালে কৃতজ্ঞ থাকবো।
করতে পারবেন। প্রয়োজন ঠিকানা সংশোধনের আবেদন করবেন পরবর্তীতে ভয়ের কিছু নাই।
ভাই আমার একটা ছোট ভাই ও প্রায় ৭/৮ বছর আগে পাসপোর্ট বানিয়েছিলো এখন ঐ টার মেয়াদ শেষ, ও চাইতেছে এখন ও নতুন ই পাসপোর্ট বানাবে কিন্তু ওর এনআইডি কার্ড যে নাম আছে আগের পাসপোর্টে ঐ নামে ভূল আছে ওর বাবার নাম ও সম্যাসা আছে, এখন নতুন পাসপোর্ট বানাতে কি করনীয় জানালে উপর্কীত হবো।
নতুন পাসপোর্টের আবেদনের সময় অবশ্যই সংশোধনীগুলো দিতে হবে। ব্যাস। সংগে পুরাতন পাসপোর্টও জমা দিতে হবে।
আমার পাসপাের্টে নাম আছে মোঃ এনামুল হক খান (লিটন) এনআইডিতে নাম আছে মোঃ এনামুল হক খান সুতরাং এই পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া যাতায়াত করা হচ্ছে কোন সমস্যা নাই। আমার প্রশ্ন অন্যকোন দেশে ভ্রমণের ক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা।
না।