সার ডিলার নিয়োগ ও বিতরণ ব্যবস্থায় বড় পরিবর্তন ২০২৫ । 'সমন্বিত নীতিমালা-২০২৫' কার্যকর হচ্ছে ১৬ নভেম্বর? - Technical Alamin
Latest News

সার ডিলার নিয়োগ ও বিতরণ ব্যবস্থায় বড় পরিবর্তন ২০২৫ । ‘সমন্বিত নীতিমালা-২০২৫’ কার্যকর হচ্ছে ১৬ নভেম্বর?

কৃষকদের কাছে সময়মতো সার সহজলভ্য ও বিতরণ ব্যবস্থা সুশৃঙ্খল করতে বাংলাদেশ সরকার ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রণয়ন করেছে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা কর্তৃক প্রকাশিত এই নীতিমালাটি আগামী ১৬ নভেম্বর ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে

কৃষি বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির অনুমোদনক্রমে প্রণীত এই নতুন নীতিমালায় সার বিতরণ ব্যবস্থায় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

🔑 নীতিমালার মূল বৈশিষ্ট্য ও পরিবর্তনসমূহ

নতুন নীতিমালার মূল বৈশিষ্ট্যগুলো হলো:

  • একক নীতিমালার প্রবর্তন: সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত বিদ্যমান দুটি পৃথক নীতিমালার পরিবর্তে বিসিআইসি, বিএডিসি ও বেসরকারি মাধ্যমে সংগৃহীত সার বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য এটি একটি একক নীতিমালা

  • ডিলার ইউনিট সুনির্দিষ্টকরণ: ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে সার ডিলার ইউনিটের সংখ্যা সুনির্দিষ্ট করা হয়েছে

    • প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ ৩ (তিন) জন ডিলারকে দায়িত্ব দিতে হবে, যেখানে প্রতি তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত হবে একটি ডিলার ইউনিট

    • প্রতিটি পৌরসভায় ৩ (তিন) জন ডিলার নিয়োগ দেওয়া যাবে

    • সিটি কর্পোরেশনে ফসলি জমি ও ফসলের নিবিড়তার ওপর ভিত্তি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে ‘সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি’ কর্তৃক ডিলারের সংখ্যা নির্ধারিত হবে

  • খুচরা বিক্রেতা ব্যবস্থা রহিতকরণ: অনিয়ন্ত্রিত সাব-ডিলার বা খুচরা বিক্রেতা ব্যবস্থা রহিত করা হয়েছে

    • ডিলার ব্যতীত আলাদাভাবে কোনো সাব-ডিলার বা খুচরা সার বিক্রেতা থাকবে না

    • বিদ্যমান সাব-ডিলার বা খুচরা বিক্রেতারা ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে তাদের সমুদয় দায়-দেনার নিষ্পত্তি করবেন এবং এই তারিখ পর্যন্ত তারা পূর্বের নিয়মে সার ক্রয়-বিক্রয় করতে পারবেন

  • বিক্রয় কেন্দ্র স্থাপন: ইউনিয়ন পর্যায়ের ডিলাররা তাদের নির্ধারিত তিনটি ওয়ার্ডের প্রতিটিতে , এবং পৌরসভার ডিলাররা সুবিধাজনক স্থানে অনধিক তিনটি খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপন করবেন সিটি কর্পোরেশনের ডিলাররা প্রয়োজনীয় সংখ্যক খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপন করতে পারবেন ডিলাররা তাদের নির্ধারিত নিজস্ব বিক্রয় কেন্দ্র ব্যতীত অন্য কোনো স্থান বা কারও মাধ্যমে সার বিক্রয় বা সরবরাহ করতে পারবে না

  • ডিলারশিপের বিভাজন নেই: ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ এর আওতাধীন সকল ডিলার ‘সরকার নিযুক্ত/সরকারি নিবন্ধনকৃত/সরকারি তালিকাভুক্ত সার ডিলার’ হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে বিসিআইসি ডিলার বা বিএডিসি ডিলার নামক কোনো বিভাজন থাকবে না সকল ডিলার ইউরিয়া ও নন-ইউরিয়া উভয় প্রকার সার বরাদ্দ পাবেন

  • একই পরিবারে একাধিক ডিলারশিপ রহিতকরণ: একই পরিবারে একাধিক ডিলার নিয়োগের সুযোগ রহিত করা হয়েছে

  • নিয়োগের অগ্রাধিকার: নতুন ডিলার নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে

📝 ডিলার নিয়োগ প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত

নতুন নীতিমালায় ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড এবং প্রক্রিয়াকে সুনির্দিষ্ট করা হয়েছে:

  • আবশ্যিক যোগ্যতা:

    • আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে

    • নিজস্ব বা ভাড়ায় সংশ্লিষ্ট কার্য এলাকায় কমপক্ষে ৫০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন পাকা গুদাম থাকতে হবে

    • কমপক্ষে ১০.০০ লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতার সাম্প্রতিক সনদ থাকতে হবে

    • ন্যূনতম বয়স ১৮ (আঠারো) বছর হতে হবে এবং টিআইএন থাকতে হবে

  • নিয়োগ প্রক্রিয়া: ডিলার শূন্য থাকা সাপেক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে প্রাপ্ত আবেদনপত্রগুলো উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সরেজমিন যাচাই করে জেলা কমিটির নিকট প্রেরণ করবে এরপর জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ‘সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি’ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে

  • জামানত ও চুক্তি: নির্বাচিত আবেদনকারীকে স্থায়ী জামানত হিসেবে ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) টাকা পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট-এর মাধ্যমে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির অনুকূলে জমা দিতে হবে এবং ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি ও অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে

🗓️ ডিলারশিপ নবায়ন

নিয়োগপ্রাপ্ত ডিলারদের পরবর্তী প্রতি ২ (দুই) বছর অন্তর ডিলারশিপ নবায়ন করতে হবে নবায়নের জন্য মেয়াদ উত্তীর্ণের ২ (দুই) মাস পূর্বে (এপ্রিল) জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নিকট আবেদন করতে হবে এবং আবেদন ফি বাবদ ২,০০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে বার্ষিক পারফরম্যান্স রিপোর্টের ভিত্তিতে সন্তোষজনক ডিলারদের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ডিলারশিপ নবায়ন করা হবে

নীতিমালাটি কৃষি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে (www.moa.gov.bd) প্রকাশ করা হয়েছে এ বিষয়ে আরও তথ্য জানতে ০২-৫৫১০০৩৫১ বা ০২-৫৫১০০৪৯৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে


এই নীতিমালার মাধ্যমে ডিলার নিয়োগ ও সার বিতরণে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যায়

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সক্রান্ত সমম্বিত নীতিমালা-২০২৫

সারের ডিলারশীপে বড় পরিবর্তন কি? সার ডিলারশিপে যে বড় পরিবর্তনগুলো আনা হয়েছে, সেগুলোর মধ্যে প্রধান এবং সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো:

  • ১। একক নীতিমালার প্রবর্তন: পূর্বে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত দুইটি পৃথক নীতিমালা ছিল। এখন সেগুলোর পরিবর্তে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ নামে একটি একক নীতিমালা কার্যকর করা হয়েছে এই নীতিমালার আওতায় বিসিআইসি, বিএডিসি ও বেসরকারি মাধ্যমে সংগৃহীত সার বিতরণ কার্যক্রম পরিচালিত হবে

  • ২। সাব-ডিলার/খুচরা বিক্রেতা ব্যবস্থা রহিতকরণ: অনিয়ন্ত্রিত সাব-ডিলার বা খুচরা সার বিক্রেতা ব্যবস্থা রহিত করা হয়েছে ডিলার ব্যতীত আলাদাভাবে কোনো সাব-ডিলার বা খুচরা সার বিক্রেতা থাকবে না ডিলার কৃষক ব্যতীত অন্য কোনো বিক্রেতার নিকট সার বিক্রয় করতে পারবে না

  • ৩। ডিলারশিপের বিভাজন নেই: নতুন নীতিমালার আওতাধীন সকল ডিলার সরকার নিযুক্ত, সরকারি নিবন্ধনকৃত ও সরকারি তালিকাভুক্ত সার ডিলার হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে বিসিআইসি ডিলার বা বিএডিসি ডিলার নামক কোনো বিভাজন থাকবে না

  • ৪। ডিলার ইউনিট সুনির্দিষ্টকরণ: ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে সার ডিলার ইউনিটের সংখ্যা সুনির্দিষ্ট করা হয়েছে প্রতিটি ইউনিয়নে/পৌরসভায় সর্বোচ্চ ৩ (তিন) জন করে সার ডিলারকে দায়িত্ব প্রদান করতে হবে

  • ৫। একই পরিবারে একাধিক ডিলার নিয়োগের সুযোগ রহিতকরণ: একই পরিবারের একজনের ডিলারশিপ থাকলে অপর কেউ আবেদন করতে বা ডিলার থাকতে পারবেন না এই পরিবর্তনগুলোর মূল উদ্দেশ্য হলো সার বিতরণ ব্যবস্থাকে সুশৃঙ্খল করে কৃষকের নিকট সময়মতো সার সহজলভ্য করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *