জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২ । NID Online NID correction - Technical Alamin
NID CARD INFO

জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২ । NID Online NID correction

জাতীয় পরিচয়পত্রে প্রচুর পরিমাণে ভুল পরিলক্ষিত হয়েছে কিন্তু সামান্য ভুলের কারণে কাজের ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন কাজেই এখন জাতীয় পরিচয়পত্র অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। জন্ম নিবন্ধন সংশোধন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টসহ বিভিন্ন ডকুমেন্ট তৈরিতে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সূচীপত্র

জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২

জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য প্রথমেই আপনাকে Services.nidw.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করে এনআইডি কার্ড নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এনআইডি’র বিপরীতে বিকাশ বা রকেট ব্যবহার করে ফি পরিশোধ করতে হবে। Services.nidw.gov.bd সাইটে রেজিস্ট্রেশন করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে নির্দেশনা অনুসরণ করে তথ্য এডিট করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে অনলাইন আবেদনপত্র দাখিল সম্পন্ন করতে হবে। আবেদন পত্র দাখিল ও প্রতিটি অবস্থার ক্ষেতে ইসি হতে মোবাইলে মেসেজ পাবেন। কোন আপত্তি থাকলেও তা মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে। এভাবে আপনি অনলাইনে আবেদনের মাধ্যমে আপত্তি মিটআপ করে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে ঘরে বসে কাজ সেরে নিতে পারেন। NID correction । ঘরে বসে অনলাইনে NID কার্ড সংশোধন করুন

জাতীয় পরিচয় পত্রে নাম সংশোধন ২০২২

জাতীয় পরিচয় পত্রে নিজ নাম/ পিতা/ মাতা/স্ত্রীর নামের বানান সংশোধন বাংলা বা ইংরেজি ভার্সন প্রাপ্তির ক্ষেত্রে আবেদন ফরমের সহিত যে সকল কাগজপত্র (প্রযোজ্যক্ষেত্রে)সংযুক্ত করতে হবে

(১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ;

(২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);

(৩) পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে);

(৪) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন।

জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তনের ক্ষেত্রে আবেদন ফরমের সহিত যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।

১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ ;

(২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);

(৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট;

(৪)পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নিকাহ্ নামা/এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে);

(৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

(৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র;

(৭) জাতীয় পরিচয়পত্রে নিজ নাম/পিতা/মাতা/স্ত্রীর নাম পরিবতনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য।

(৮) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন।

(৯) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র

জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফরম ২: ডাউনলোড

জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবেদন ফরমের সহিত যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।

(১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ ;

(২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);

(৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট;

(৪)পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/ সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে);

(৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

(৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র;

(৭) জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য।

(৮) নিজ ছেলেমেয়ের আইডি কাডের ফটোকপি/ শিক্ষাগত সনদের ফটোকপি (প্রযোজ্যক্ষেত্রে)

(৯) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন।

(১০) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র

জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফরম ২: ডাউনলোড

জাতীয় পরিচয় পত্রে স্বামী/স্ত্রীর নাম সংযুক্ত করা/ বাদ দেওয়ার ক্ষেত্রে আবেদন ফরমের সহিত যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।

(১) নিকাহনামা/তালাকনামা/মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);

(২) স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে

জাতীয় পরিচয়পত্রে রক্তের গ্রুপ সংযোজন/ সংশোধনের ক্ষেত্রে আবেদন ফরমের সহিত যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।

(১) প্যাথলজিক্যাল রিপোর্ট/চিকিৎসকের সনদপত্র

জাতীয় পরিচয়পত্রে গ্রাম/রাস্তা/ ডাকঘর সংশোধনের ক্ষেত্রে আবেদন ফরমের সহিত যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।

(১) জন্ম নিবন্ধন সনদ;

(২) চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ;

জাতীয় পরিচয়পত্রে ছবি/স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে আবেদন ফরমের সহিত যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।

(১) ছবি/স্বাক্ষর পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিতি ; পাসপোর্ট বা চেক বই স্বাক্ষর বা ড্রাইভিং লাইসেন্স বা জমির দলিল প্রমানক হিসাবে গ্রহনযোগ্য।

বি:দ্র: (১) ১ম বার :ফি-২০০/-, ভ্যাট-৩০/-(২) ২য় বার :ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,(৩) পরবর্তীতে :ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-পরিশোধ পদ্ধতি :ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি;ফি কোড:১-০৬০১-০০০১-১৮৪৭ভ্যাট কোড:১-১১৩৩-০০৪৫-০৩১১

ড্রাইভিং লাইসেন্স /পাসর্পোট নম্বর) যুক্ত করার ক্ষেত্রে আবেদন ফরমের সহিত যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।

(১) পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ;

বি:দ্র: (১) ১ম বার :ফি-১০০/-, ভ্যাট-১৫/-পরিশোধ পদ্ধতি :ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি; ফি কোড :১-০৬০১-০০০১-১৮৪৭ভ্যাট কোড: ১-১১৩৩-০০৪৫-০৩১১

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি এবং পরিশোধ পদ্ধতি ২০২২

(১) ১ম বার :ফি-২০০/-, ভ্যাট-৩০/-

(২) ২য় বার :ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-

(৩) পরবর্তীতে :ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

পরিশোধ পদ্ধতি হচ্ছে- ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি; অফলাইনে ব্যাংকের মাধ্যমে ফি প্রদানের কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১ মোট দুটি চালানের মাধ্যমে এ অর্থ পরিশোধ করতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফরম ২: ডাউনলোড

চালানের মাধ্যমে ফি পরিশোধে চালানের নমুনা ফরম ২০২২

চালানের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি পরিশোধ ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *