NID CARD Holding Process 2024 । অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করার নিয়ম কি?
নতুন ভোটারের জন্য আবেদন, নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৪- নতুন ভোটার আবেদন ফরম ডাউনলোড
ভোটার নিবন্ধন ফরম ২– আমি শপথ করিয়া বলিতেছি যে, আমি বাংলাদেশের নাগরিক এবং এই ফরমে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। আমি বর্ণিত ভােটার এলাকা ব্যতীত অন্য কোন ভােটার এলাকার ভােটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্তির জন্য এই ফরম ব্যতীত অন্য কোন ফরম পূরণ করি নাই। একাধিক স্থানে ভোটার হওয়ার আবেদন বা ফরম পূরণ করা দন্ডনীয় অপরাধ।
নতুন নিবন্ধন প্রক্রিয়ার নির্দেশনাবলী– নতুন ভোটার হিসাবে নিবন্ধন প্রক্রিয়ায় আপনাকে স্বাগত জানাই।
ক) ভূমিকাঃ
- অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনি সঠিকভাবে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন
- আপনি ইতোমধ্যে ভোটার হয়ে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিবন্ধিত ব্যাক্তি পুনরায় আবেদন করলে সেটি দন্ডনীয় অপরাধ
- নতুন ১৮ বয়সের অধিক, প্রবাসী বা বাদপড়া ভোটারগণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন
- বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
খ) ধাপসমূহঃ
- ধাপে ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন
- নিজের পূর্ণনাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোডে পুরণ করুন
- সকল ধাপ সম্পন্ন হবার পরে প্রিভিউএর মাধ্যমে সকল তথ্য পুনর্বার যাচাই করে নিন
- পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিন
- আপনার প্রদত্ত তথ্যাদি যাচাই এবং ঠিকানা যাচাইয়ের পরে তথ্যাদি সঠিক নিশ্চিত হলে আপনার নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হবে
- নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার মোবাইলে SMS পাঠানো হবে, এর পর অনলাইন থেকেই একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে কার্ড সংগ্রহ করতে পারবেন।
তিনটি ধাপে (ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা) নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। আংশিক ফর্ম পূরণ করে তা সংরক্ষণ করে পরবর্তীতে বাকি অংশটুকু পূরণ করার সুবিধা রয়েছে। এর জন্য অন্তত একটি ধাপ সম্পন্ন করতে হবে।
অনলাইন আবেদন ফরম পূরণ প্রক্রিয়ার ধাপ-১
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ করে স্বাক্ষর সহ উপযুক্ত ডকুমেন্ট যুক্ত করে স্থানীয় নির্বাচন কমিশনের জমা দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইরিশ ও ফিঙ্গার দিয়ে যেতে হবে। পরবর্তী ১৫-৯০ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
জাতীয় পরিচয়পত্র হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি,আপনার বয়স যদি ১০ বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে অনলাইন এ ফর্ম পূরণ করে আপনার সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন। বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজ পত্র প্রয়োজন হবে।
নতুন ভোটার নিবন্ধন ফরম ২০২৪ / নিবন্ধন ফরম (ফরম-২)
যদি আপনি অনলাইনে আবেদন করতে না চান তবে আপনি খুব সহজেই নিচের ফরম পূরণ করে ম্যানুয়ালী আবেদন করবেন।
Caption: Manual Application Form of NID Registration
নতুন ভোটার নিবন্ধন ফরম ডাউনলোড । জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে যা যা প্রয়োজন পড়বে
- অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি
- এস.এস.সি সনদ -(বয়স প্রমাণের সনদ)
- জন্ম নিবন্ধন -(বয়স প্রমাণের সনদ)
- পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমাণের সনদ)
- ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমাণ)
- নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- বাবা, মা, স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)
আপনার বয়স কত হলে আপনি ভোটার হতে পারবেন?
আপনার বয়স যদি চলতি বছরের ১ জানুয়ারী বা তার পূর্বে ১৮ বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন – আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি কয়েকটি সাধারণ প্রক্রিয়া অনুসরণ করে নতুন ভোটার হতে পারবেন। এরপর আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে দেখুন।
https://technicalalamin.com/nid-card-download-system%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%95%e0%a6%b0/
অনলাইনে আবেদন করার পর সব কাগজপএ জমা দিয়ে দিয়েছি,,,এখন সমস্যা হচ্ছে..অনলাইন আবেদনে ভুল হয়ছে,,, আমি কী বাদ পড়ে যাবো…আমি খুব টেরশনে আছি…পিল্জ আমাকে একটু জানাবেন
ভুল হলে আবেদন বাতিল হয়ে যাবে। যদি অটো বাতিল না হয় তবে আপনি স্থানীয় অফিসে আবেদন বাতিলের আবেদন করতে পারেন। NID-তে ভুল সংশোধন আবেদন বাতিল করার জন্য আবেদন ২০২২
Pingback: New Voter Process by Online । ভাড়াটিয়ার নতুন ভােটার হওয়ার নিয়ম কি? - Technical Alamin