প্রবাসীদের ভোটার হওয়ার নিয়ম – UK, USA, কানাডা, ইউরােপের বিভিন্ন দেশ, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকত্ব গ্রহণকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব গ্রহণকালে পঠিতব্য শপথ বাক্যে নিজ দেশের (বাংলাদেশের) আনুগত্য প্রত্যাহারের বিষয় উল্লেখ না থাকলে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়ােজন নেই।

কিন্তু যদি প্রত্যাহারের বিষয় থাকে তাহলে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়ােজন হবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ প্রয়ােজন নেই। বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকগণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত নাগরিকত্ব সনদ আবশ্যক। অনলাইনে নতুন ভােটার নিবন্ধন আবেদন করতে ভিজিট করুন: https://services.nidw.gov.bd

বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা হচ্ছে দেশের কেন্দ্রীয় ভোটার নিবন্ধন ও নিয়ন্ত্রণ কেন্দ্র যা www.ecs.gov.bd ওয়েবসাইটে তথ্য প্রদান করে থাকে। বিদেশ থেকে ফিরেছেন? ভােটার হতে চান? এনআইডি পেতে চান? এমন প্রশ্নের উত্তর হ্যাঁ হলে প্রশ্ন আসে তাহলে কি কি ডকুমেন্ট দিয়ে ভোটার হওয়া যাবে?

ভােটার নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় দলিলাদি ২০২২ / প্রবাসে বসে নতুন ভোটার হওয়ার অনলাইন আবেদন করা যাবে

যদি কোন প্রকার হেল্প প্রয়োজন বা বিস্তারিত তথ্য জানতে কল করুন টোল ফ্রি নম্বর ১০৫ এ

প্রবাসীদের ভোটার হওয়ার নিয়ম ২০২২

Caption: help line for NID or get information about NID call Customer care 105 without any call charges.

ভােটার নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় দলিলাদি ২০২২

  1. অনলাইন জন্ম সনদ; 
  2. এ শিক্ষা সনদ (যদি থাকে) ; 
  3. নাগরিকত্ব সনদ (কাউন্সিলর/ চেয়ারম্যান প্রদত্ত); 
  4. মেয়াদ সম্বলিত বৈধ পাসপাের্টের কপি; 
  5. অনলাইনে https://services.nidw.gov.bd পূরণকৃত ফরম;
  6. আবেদনকৃত ফরম প্রিন্ট পূর্বক ৩৪ নং কলাম শনাক্তকারী (বাবা/ মা/ ভাই/ বােন/ পরিচিত যে কারাে) স্বাক্ষর ও এনআইডি নম্বর উল্লেখ করতে হবে; 
  7. এ আবেদনকৃত ফরম প্রিন্ট পূর্বক ৪১ নং কলাম যাচাইকারী (কাউন্সিলর/ চেয়ারম্যানের) এনআইডি নম্বর উল্লেখ করে স্বাক্ষর ও সিল লেপন করতে হবে; 
  8. ইউটিলিটি বিলের কপি ( বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ট্যাক্স রশিদের কপি); 
  9. পিতা, মাতা, স্বামী/স্ত্রীর NID কপি (মৃত হলে মৃত্যুর সন উল্লেখ করতে হবে) এবং 
  10. প্রযােজ্য ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত দ্বৈত নাগরিকত্ব সনদ।

অনলাইন জন্ম সনদ ছাড়া কি এনআইডি নতুন আবেদন করা যাবে না?

না – পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন প্রয়োজন পড়বে। প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই সাইটে https://services.nidw.gov.bd গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। একাউন্ট নিবন্ধের জন্য আপনার পাসপোর্ট অনুসারে পুরো নাম ইংরেজিতে লিখুন, জন্ম তারিখ (দিন-মাস-বছর) লিখুন। আপনার মোবাইল/কম্পিউটার স্ক্রিনে তথ্য ও কোড ইনপুট দিয়ে ক্যাপচা পূরণ করে বহাল বাটনে চাপুন। সঠিক মোবাইল নম্বরটি প্রবেশ করুন। আপনার মোবাইলে একটি OTP কোড যাবে। মোবাইল ভেরিফিকেশন শেষে, পাসপোর্ট অনুসারে আপনার যাবতীয় তথ্য নাম, ঠিকানা, বাবা-মায়ের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিটে ক্লিক করুন। বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার আবেদনটি কেন্দ্রীয়ভাবে যাচাই বাছাই করবে। ইসির যাচাই-বাছাই শেষে আপনি যে দেশ থেকে আবেদন করবেন ওই দেশের দুতাবাস বা সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ছবি তুলেব এবং ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই করবে। তবে বিদেশে অবস্থানরত প্রবাসীরা সে দেশের ইসির স্থাপিত ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবে।

New Voter Papers for Probashi । প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি ২০২২: ডাউনলোড

https://reportbd.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/