BASIS SEIP Customer Support Course 2023 । বিনামূল্যে কাস্টমার সাপোর্ট এবং সার্ভিস কোর্সটি করতে পারবেন
ঢাকায় বিআইটিএম ঢাকা ক্যাম্পাসে বেসিস এর তত্বাবধায়নে কাস্টমার সাপোর্ট ও সার্ভিস কোর্স করার সুযোগ রয়েছে – BASIS SEIP Customer Support Course 2023
ফ্রিল্যান্সিং করা যাবে? –আলহামদুলিল্লাহ, আবারো খুব দ্রুত BITM ঢাকা ক্যাম্পাস এ আবার শুরু হতে যাচ্ছে BASIS এর তত্ত্বাবধায়নে BASIS SEIP প্রকল্পের আওতায় ১ মাস ব্যাপী Customer Support & Services for Tech এর প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন। তবে এটি মার্কেট প্লেস বিস্তার রয়েছে। অনলাইনে এই স্কিলটির বেশ চাহিদা রয়েছে।
SEIP stands for Skills for Employment Investment Program, which is a project of the government of Bangladesh aimed at creating skilled human resources in various sectors. The project is implemented by the Ministry of Finance and funded by the Asian Development Bank (ADB). The SEIP project provides training and support to individuals to improve their skills in various sectors, such as agriculture, health, construction, ICT, and tourism. The project also provides job placement services to help participants find employment after completing the training.
To participate in the SEIP program, individuals need to meet certain eligibility criteria, which may include being a Bangladeshi citizen, having a minimum education level, and being between the ages of 18 and 45. The program is open to both men and women. To apply for the SEIP program, individuals need to visit the SEIP website or contact the SEIP district or divisional office. The application process may involve filling out an online or paper application form, providing necessary documents, and attending an interview or assessment. Overall, the SEIP program is an important initiative by the Bangladesh government to improve the skills and employability of its citizens and to support the country’s economic development.
কে কে কোর্সটি করতে পারবেন? -যারা অনার্স শেষ করেছেন (যেকোনো বিষয়)। যারা অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত (যেকোনো বিষয়) । যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন (যেকোনো বিষয়)। যারা ইতিপূর্বে এসইআইপি কোর্স করেছেন তারা এই কোর্স করতে পারবেন না। ভর্তি হতে ক্রাইটেরিয়া অনুসরন করতে হবে।
অনলাইনে কোর্সটি করার জন্য রেজিস্ট্রেশন করুন / বেসিস ও সিইপ প্রজেক্টের মাধ্যমে ফি কোর্সটি করা যাবে
সিট সীমিত তাই আগে রেজিস্ট্রেশন করলে সম্ভাবনা থাকবে।
Caption: Source of information
কাস্টমার সাপোর্ট ও সার্ভিস কোর্স ২০২৩ । কোর্সটির সুবিধা যা রয়েছে
- ১০০% বিনা মূল্যে কোর্স করার সুযোগ রয়েছে।
- প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে।
- প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
- যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রদানে সহায়তা করা হবে।
- নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার।
কোর্সটি করতে রেজিস্ট্রেশন কোথায় করতে হবে?
কাস্টমার সাপোর্ট ও সার্ভিস কোর্সটি সম্পূর্ণ অফলাইন কোর্স তাই ক্লাসে এসে ক্লাস করতে হবে, অনলাইনে করার কোন সুযোগ নেই এবং এই কোর্সটি করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র(NID) থাকতে হবে। রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/…/1FAIpQLSd…/viewform