ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৫–  ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করার নতুন লিংক – http://my.brta.gov.bd/dl_status.php – জুন পর্যন্ত সকল ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হয়েছে। আপনার নিকটস্থ বিআরটিএ কেন্দ্রে গিয়ে আজই আপনার লাইসেন্স কপি সংগ্রহ করুন।

বিতরণের জন্য অপেক্ষমাণ ১১,৬৭,৮৯৬টি ড্রাইভিং লাইসেন্স ইতােমধ্যে প্রিন্ট করে বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিসে প্রেরণ করা হয়েছে এবং তন্মধ্যে প্রায় ০৭ লক্ষ লাইসেন্সের বিতরণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট লাইসেন্স বিতরণের জন্য আবেদনকারী বরাবর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে এসএমএস প্রেরণ করা হচ্ছে। লাইসেন্স সরবরাহের তথ্য বিআরটিএ’র ওয়েবসাইট (www.brta.gov.bd)-এ আপলােড করা হয়েছে। ওয়েবসাইটের http://my.brta.gov.bd/dl status.php লিঙ্কে ক্লিক করে লাইসেন্স গ্রহণের তথ্য জানা যাবে।

BRTA-এর ওয়েবসাইটে নির্দিষ্ট লিঙ্ক থেকে তথ্য জেনে সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে। এ বিষয়ে কোন অভিযােগ বা পরামর্শ থাকলে chaiman@brta.gov.bd ইমেইলে প্রেরণের জন্য অনুরােধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবর্তন কর্তৃপক্ষ।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান ও গণপরিবহন চালনা বিধি নিষেধ সংক্রান্ত ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, জরিমানাঃ অনধিক ২৫ হাজার টাকা। দন্ডঃ অনধিক ৬ মাস। তাই মোটর বাইক অথবা যে কোন মটর বিহিকেলস চালনাকালে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সাথে রাখুন। লার্ণার কার্ড দিয়ে আপনি কোন ভাবে রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। ড্রাইভিং লাইসেন্স পেতে কত দিন লাগে? ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড

ড্রাইভিং লাইসেন্স চেক করার নতুন লিংক ২০২৫/ ১১,৬৭,৮৯৬টি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হয়েছে

নতুন লিংকটিতে মোবাইল এবং কম্পিউটার যে কোন মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস দেখা যায়

Caption: Driving Licence Check New Link : http://my.brta.gov.bd/dl_status.php

ড্রাইভিং লাইসেন্স চেক করুন। ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করার নিয়ম ২০২৫

  1. Go to http://my.brta.gov.bd/dl_status.php
  2. A page will be opened by above image
  3. Input DM1253/12 or DM12523 number
  4. only Reference No or Driving licence number
  5. as like TPM09847B
  6. Click Submit
  7. done

স্ট্যাটাস কি দেখালে বুঝবো যে লাইসেন্স রেডি?

লাইসেন্স রেডি? – “Ready for delivery” দেখালে বুজবেন আপনার লাইসেন্স রেডি আছে। আপনি যখন my.brta.gov.bd লিংকে গিয়ে Driving License Printing Status Search(HSDL) করবেন তখন বিস্তারি তথ্য দেখতে পারবেন। যেমন- লাইসেন্স ধারীর নাম, পিতার নাম, জন্ম তারিখ, ইস্যু তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং লাইসেন্স এর ধরন ইত্যাদি দেখতে পারবেন।  আপনার লাইসেন্স ডেলিভারী নেয়ার জন্য রেডি কিনা তা দেখতে পারবেন। লিংকে যদি দেখতে না পারেন তবে প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপ ডাউনলোড করে নিন।

Driving license check online 2024 । মোবাইল অ্যাপ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুন