বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের রিসিপ্ট বের করার পদ্ধতি

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম ২০২৪ । বিকাশে কয়টি বিদ্যুৎ বিল ফ্রি দেওয়া যায়?

পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় বিকাশেই – বিল কত আসছে তা বিকাশেই চেক করা যায় – বিদ্যুৎ বিল পরিশোধ পদ্ধতি- বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম

বিদ্যুৎ বিল পরিশোধ পদ্ধতি – ব্যাংকে লাইন ধরে বিদ্যুৎ বিল পরিশোধের দিন শেষ– আপনি এখন ঘরে বসে বা চলতি পথে বা বাসে বসে অবসর সময়ে আপনি মোবাইলেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। জনগণকে সম্পৃক্ত করতে বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং কোম্পানীগুলো প্রায় ৫টি বিল পরিশোধ ফ্রি বা চার্জ মুক্ত করে দিয়েছে। তবে চার্জও খুব একটা বেশি নয় ১-৪০০ টাকা পর্যন্ত চার্জ বা ফি মাত্র ৫ টাকা।

বিল বিকাশ করুন কোন চার্জ ছাড়াই! এখন মাসে প্রথম ৪ টি বিদ্যুৎ বিল এবং যত খুশি ততবার গ্যাস, পানি এবং টেলিফোন বিল বিকাশ করুন কোন চার্জ ছাড়াই। অফারের বিস্তারিত: মাসে প্রথম ৪ টি বিদ্যুৎ বিল এবং যত খুশি ততবার গ্যাস, পানি এবং টেলিফোন বিল বিকাশ করতে পারবেন কোন চার্জ ছাড়াই।

আপনার যদি বাটন মোবাইল থাকে তাহলেও কিন্তু আপনি বিকাশে বিল পরিশোধ করতে পারবেন। স্মার্ট ফোনের বিল পরিশোধ করতে হবে এমনটি নয় প্রি-পেইড বা পোস্ট পেইড দুটোর মিটারের বিলই বাটন মোবাইলে দেয়া যায় পদ্ধতিটি খুবই সহজ। প্যানিক না হয়ে একটু চেষ্টা করুন দেখবেন খুবই সহজ এবং ট্রাস্টযোগ্য।

Dial *247#>Paybill>Electricity (prepaid or Postpaid)>Palli Bidyut (Postpaid)>Make Payment>Input Bill A/C Number>Enter SMS A/C Number>Enter Billing Months and Year>Enter Amount>PIN to payment>Send> done এরপর আপনি আপনার মোবাইলে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন।

পোস্ট পেইড বিদ্যুৎ বিল পরিশোধ পদ্ধতি ২০২২

পোস্ট পেইড বিল পরিশোধ করতে টাকার এমাউন্ট অটো শো করে কিন্তু প্রিপেইডে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর কোন পার্থক্য নাই প্রিপেইড এবং পোস্ট পেইড বিল পরিশোধের ক্ষেত্রে। প্রিপেইডে অ্যাপের ক্ষেত্রে ৫০০, ১০০০, ১২০০, ১৫০০ এ রকম ৪টি এমাউন্ট দেয়া থাকে সেখান থেকে সিলেক্ট করতে হয়।

বিকাশে প্রিপেইড বিল পরিশোধের নিয়ম ২০২২

বিদ্যুৎ বিলে এসএমএস হিসাব নম্বর যেখানে পাবেন / গ্রাহকের নাম ও বিল মাস চেক পদ্ধতি

নিচের স্যাম্পল দেখে আপনি আপনার হাতে থাকা বিলটি হতে এসএসমএস হিসাব নং টি দেখে নিয়ে বিল বিকাশ করুন।

যেভাবে খুজে পাবেন হিসাব নম্বর

Caption: A Sample of Palli Biddut Bill Copy where you can find your sms Account Number from your bill copy.

Postpaid Palli Biddut Bill Payment Process by Bkash App । বিদ্যুৎ ব্যবহারের পর বিদ্যুৎ বিল পরিশোধ পদ্ধতি

  1. প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করুন।
  2. পিন ব্যবহার করে বিকাশে প্রবেশ করুন।
  3. পে বিল এ ট্যাপ করুন।
  4. বিদ্যুৎ এ ট্যাপ করুন।
  5. Select Palli Bidyut (Postpaid) বিদ্যুৎ
  6. এসএমএস একাউন্ট নম্বর দিন।
  7. ভবিষ্যৎ বিল পেমেন্টের জন্য একাউন্টি সেভ করে রাখুন এ টিক দিন। চাইলে বিদ্যুৎ ব্যবহারকারীর নাম দিতে পারেন।
  8. পরিশোধের শেষ সময় দেখুন।
  9. টাকার পরিমাণ বিলের সাথে মিলিয়ে নিন। (টাকা টাইপ করতে হবে হবে না। এটি অটো শো করবে)
  10. পরের ধাপে যেতে ট্যাপ করুন। 
  11. পিন নম্বর দিন।
  12. তীর বা নেক্সড বাটনে চাপুন।
  13. পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন।
  14. ব্যাস কাজ শেষ। বিল পরিশোধের রশিদ পেয়ে যাবে।
  15. রশিদ চাইলে ডাউনলোড করে সেইভ করে রাখুন অথবা প্রিন্ট করে রাখুন। পরবর্তীতেও আপনি এটি সংগ্রহ বা দেখতে পারবেন।

পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড বিল পরিশোধ পদ্ধতি

যদি বিকাশে বিদ্যুৎ বিল দেই তাহলে প্রমাণ কি রইল?

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধে প্রমানক–প্রমানক হিসাবে অ্যাপে বিল পরিশোধের পর রিসিপ্ট দেয় সেটি ডাউনলোড করে রাখুন এবং চাইলে প্রিন্ট করে সংরক্ষণ করুন। আমরা মূলত অনলাইন বা অটোমেটিক পদ্ধতির সাথে পরিচিত নই কিছুটা ভয়ও পাই ব্যবহার করতে তাই ভয় না পেতে অভ্যস্ত করুন নিজেকে। ভবিষ্যতে এভাবেই পরিশোধ করতে হবে এবং এতে করে সময় ও অর্থ বাঁচে। জরিমানা থেকেও রক্ষা পাওয়া যায়।

বিদ্যুৎ বিল পরিশোধের রিসিপ্ট ২০২২

উপরের রিসিপ্টটি আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। এতে কোন সিল বা স্বাক্ষরের প্রয়োজন নেই। অনলাইনে পরিশোধ করা হয়েছে এবং এটির রিসিপ্ট অনলাইনে রয়েছে যা চেক করা যাবে। 

বিল পরিশোধরে সার্ভিস চার্জ

বিলারবিলের পরিমাণচার্জ
পল্লীবিদ্যুৎ পোস্টপেইড ও প্রিপেইড১-৪০০
৪০১-১৫০০১০
১৫০১-৫০০০১৫
৫০০১-অধিক২৫
* অ্যাপ দিয়ে এবং *247# ডায়াল করে পল্লীবিদ্যুৎ বিল পেমেন্টের ক্ষেত্রে উপরোক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

*পল্লীবিদ্যুৎ প্রিপেইড বিল প্রদানের সর্বনিম্ন পরিমাণ ১০০ টাকা হতে হবে।

 চেক বিল

চার্জ

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ফ্রি

*সর্বোচ্চ পাঁচ (৫) বার সফলভাবে চেক বিল অনুরোধ একাউন্ট-এ ধর্তব্য, যা সকল বিলার-এর ক্ষেত্রেই প্রযোজ্য। পল্লীবিদ্যুৎ প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে বিল বিকাশ করার কোনো লিমিট নেই। সেক্ষেত্রে বিলের পরিমাণ সর্বনিম্ন ১০০ টাকা হতে হবে। পল্লীবিদ্যুৎ এর ১৭টি সমিতির পোস্টপেইড বিল দেয়ার ক্ষেত্রে কোন লিমিট নেই। পল্লীবিদ্যুৎ সমিতিগুলোর তালিকা দেখতে ট্যাপ করুন এছাড়া বাকি পল্লীবিদ্যুৎ সমিতির পোস্টপেইড বিল বিকাশ করার ক্ষেত্রে একজন গ্রাহক মাসে সর্বোচ্চ ১৫টি বিল পরিশোধ করতে পারবেন।

পেমেন্ট রিসিপ্ট কি পরে আবার বের করা যায়?

অবশ্যই আপনি আপনার পল্লী বিদ্যুৎ বিলের এস.এম.এস নম্বর ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধের সময় সেইভ করে নিলে আপনার বিলের বিপরীতে প্রতিমাসের বিদ্যুৎ বিল পরিশোধের রিসিপ্ট আপনি যখন খুশি বের করতে পারবেন। বিকাশে সার্ভারে এটি সেইভ করা থাকে তাই যে কোন সময় কর্তৃপক্ষকে প্রমানক হিসাবে দেখাতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের রিসিপ্ট বের করার পদ্ধতি

বি:দ্র: একই নিয়ম অনুসরণ করে BPDB বা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, Desco, Nesco, DPDC,Weszone ইত্যাদি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। তা সে হোক প্রিপেইড বা পোস্ট পেইড। বিকাশে বিদ্যুৎ বিলের হিসাব নম্বর সেভ করা থাকলে প্রতিমাসে বিকাশ আপনাকে নোটিফিকেশন দেখাবে যে, আপনার বিদ্যুৎ বিল এসেছে। চাইলে আপনি অটো পে সেট করে রাখতে পারেন। অটো পে সেট করে রাখলে বিদ্যুৎ বিল আসলেই বিকাশ নিজ দায়িত্ব পরিশোধ করে দিবে। এক্ষেত্রে বিকাশে পর্যাপ্ত টাকা থাকতে হবে।

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *