BRTA Information

MetroRail Movement Time Table 2024 । মেট্রোরেল নতুন সময়সূচি কি পরিবর্তন দেখুন

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- অফিস সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন ২০২৪ তারিখ থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি  ঘোষণা করা হয়েছে-MetroRail Movement Time Table 2024

সকাল ৬ টায় কি মেট্রোরেল চলে? না। – সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT / Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যায়। রাত ০৯.১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র MRT / Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে্ রাত ৮.৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।

সব স্টেশনেই কি সিঙ্গেল টিকিট পাওয়া যায়? হ্যাঁ। সকল মেট্রোরেল স্টেশন হতে সকাল ০৭.১৫ মিনিট থেকে রাত ৮.৫০ মিনিট পর্যন্ত Single Journey Ticket ক্রয় করা যাবে। একই সঙ্গে MRT Pass ক্রয় এবং MRT / Rapid Pass Top up করা যাবে। www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে উপরোল্লিখিত সময়সূচী অনুযায়ী যে কোনো মেট্রোরেল স্টেশন থেকে MRT Pass ক্রয় করা যায়। লিংক: MRT Pass/Single Journey Ticket সম্পর্কিত তথ্যাদি

সাপ্তাহিক বন্ধ কি শুক্রবার? ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানীর পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। ইতোপূর্বে আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষ্যে আগামী ১৭ জুন ২০২৪ তারিখ মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং আগামী ১৬ জুন ২০২৪ তারিখ হতে শনিবার ব্যতীত সকল সরকারী ছুটির দিনে মেট্রো ট্রেন নিম্নোক্ত Headway-তে চলাচল করবে।

সময়সূচি – ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলের সময়সূচি শুক্রবার

ট্রেনের সময় সূচী বিস্তৃত করা হয়েছে এবং ক্রমান্বয়ে কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে।

MetroRail Movement Time Table 2024 ।  মেট্রোরেল নতুন সময়সূচি কি পরিবর্তন দেখুন

Caption: info Link

মেট্রোরেল স্টেশন ২০২৪ । ট্রেন ছাড়ার নতুন টাইম টেবিল ইতোমধ্যে কার্যকর হয়েছে

মেট্রোরেল স্টেশনসময়Peak/Off PeakHeadway
প্রারম্ভিকগন্তব্যথেকেপর্যন্ত
উত্তরা উত্তরমতিঝিলসকাল ০৭.১০মিনিটসকাল ০৭.৩০মিনিটSpecial Off-Peak Hour১০ মিনিট
সকাল ৭.৩১মিনিটসকাল ১১.৩৬মিনিটPeak Hour০৮ মিনিট
সকাল ১১.৩৭মিনিটদুপুর ০২.২৪মিনিটOff Peak Hour১২ মিনিট
দুপুর ০২.২৫মিনিটরাত ০৮.৩২মিনিটPeak Hour০৮ মিনিট
রাত ০৮.৩৩মিনিটরাত ০৯.০০ঘটিকাSpecial Off-Peak Hour১০ মিনিট
মতিঝিলউত্তরা উত্তরসকাল ০৭.৩০মিনিটসকাল ০৮.০০ঘটিকাSpecial Off-Peak Hour১০ মিনিট
সকাল ০৮.০১মিনিটদুপুর ১২.০৮মিনিটPeak Hour০৮ মিনিট
দুপুর ১২.০৯মিনিটদুপুর ০৩.০৪মিনিটOff Peak Hour১২ মিনিট
দুপুর ০৩.০৫মিনিট রাত ০৯.১২মিনিটPeak Hour০৮ মিনিট
রাত ০৯:১৩মিনিটরাত ০৯:৪০মিনিটSpecial Off-Peak Hour১০ মিনিট

কতক্ষণ পর পর মেট্রোরেল ছাড়ে?

বাংলাদেশে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে এর কদর বাড়ছে। মেট্রোরেলের টিকিটের দাম সহনীয় পর্যায়ে থাকলেও ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির ফলে টিকিটের মূল্য বৃদ্ধি করে রাজস্ব আদায় সর্বোচ্চ করার চেষ্টা চলছে।

মেট্রোরেল স্টেশনসময়Headway
প্রারম্ভিকগন্তব্যথেকেপর্যন্ত
উত্তরা উত্তরমতিঝিলসকাল ০৭.১০ মিনিটসকাল ০৯.৪০ মিনিট১৫ মিনিট
সকাল ৯.৪১ মিনিটরাত ০৯.০০ ঘটিকা১২ মিনিট
মতিঝিলউত্তরা উত্তরসকাল ০৭.৩০ মিনিটসকাল ১০.২০ মিনিট১৫ মিনিট
সকাল ১০.২১ মিনিটরাত ০৯.৪০ মিনিট১২ মিনিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *