ই- ড্রাইভিং লাইসেন্স ২০২৩ । QR code সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে

ই- ড্রাইভিং লাইসেন্স ছবি ব্যবহার ২০২৪ । QR code সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চলানো যাবে

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ই পেপার লাইসেন্স চালুর মাধ্যমে প্রিন্টেড লাইসেন্স প্রাপ্তির অবসান হল – অনলাইন হতে ডাউনলোড করা লাইসেন্সই গ্রহনযোগ্য হবে এবং মোবাইলে রাখলেই চলবে – ই- ড্রাইভিং লাইসেন্স ২০২৪

ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কি? –একটি “ই-পেপার ড্রাইভিং লাইসেন্স” বলতে সাধারণত একটি ড্রাইভিং লাইসেন্স বোঝায় যা একটি ফিজিক্যাল পেপার ডকুমেন্টের পরিবর্তে ইলেকট্রনিক বা ডিজিটাল ফরম্যাটে জারি করা হয়। কিছু দেশ ঐতিহ্যগত কাগজের লাইসেন্সের বিকল্প হিসেবে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স বাস্তবায়ন করেছে। এই ডিজিটাল লাইসেন্সগুলি সাধারণত একটি স্মার্টফোন অ্যাপ বা একটি অনলাইন পোর্টালে সংরক্ষিত থাকে এবং ডিজিটালভাবে কর্তৃপক্ষের কাছে অ্যাক্সেস এবং উপস্থাপন করা যেতে পারে। কিউআর কোড রিড করেই কর্তৃপক্ষ লাইসেন্স যাচাই করতে পারবে এতে করে আর বছরের পর বছরে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য অপেক্ষা করতে হবে না। Drivers licence check Bangladesh । BRTA DL Checker 2024 । অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুন

একটি ই-পেপার ড্রাইভিং লাইসেন্সের সুবিধার মধ্যে রয়েছে সুবিধা, বহনযোগ্যতা এবং একটি ফিজিক্যাল পেপার লাইসেন্সের তুলনায় ক্ষতি বা ক্ষতির ঝুঁকি হ্রাস পায়। উপরন্তু, ডিজিটাল লাইসেন্সগুলি ঐতিহ্যবাহী কাগজের লাইসেন্সগুলির তুলনায় আরও সহজে এবং দ্রুত আপডেট করা যেতে পারে, যার জন্য পরিবর্তন করার জন্য একটি সরকারী অফিস বা বিআরটিএ পরিদর্শনের প্রয়োজন হতে পারে। যাইহোক, ডিজিটাল লাইসেন্সের প্রাপ্যতা এবং গ্রহণযোগ্যতা বাংলাদেশে পাচ্ছে খুবই শিঘ্রই এবং এ সংক্রান্ত নির্দেশনা বিজ্ঞপ্তি বিআরটিএ জারি করেছে। New Driving License Fee । ড্রাইভিং লাইসেন্স নতুন ফি পুন:নির্ধারণ ২০২৪

ড্রাইভিং লাইসেন্স সহজীকরণ প্রক্রিয়ায় গ্রাহকগণ বিআরটিএ’র সার্কেল অফিসে সশরীরে না এসে ঘরে বসে অনলাইনে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীগণকে দক্ষতা যাচাই পরীক্ষা পাশের পর বিআরটিএ সার্ভিস পোর্টাল (www.bsp.brta.gov.bd) এর মাধ্যমে ফিসহ ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। DL Check Online । ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যেভাবে

লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে গ্রাহকের নিজস্ব বিএসপি একাউন্ট হতে কিউআর কোড (QR code) সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে প্রিন্ট কিংবা মোবাইলে সফট কপি প্রদর্শন করে মোটরযান চালানোর কাজে ব্যবহার করা যাবে। ডাউনলোডকৃত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কিউআর কোড (QR code) এর মাধ্যমে সঠিকতা যাচাই করা যাবে এবং মূল ড্রাইভিং লাইসেন্স হিসেবে পরিগণিত হবে। Driving license check online 2023 । অ্যাপ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুন

ডিজিটাল লাইসেন্স মানেই ই লাইসেন্স প্রক্রিয়া / QR কোডের মাধ্যমেই লাইসেন্স সার্ভারে তথ্য যাচাই করা যাবে

বর্তমানে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নরওয়ে অস্ট্রেলিয়ার মত দেশে ই পেপাল লাইসেন্স চালু রয়েছে। মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ন্যায় ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবে। এছাড়াও, ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকুরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে।

 ই- ড্রাইভিং লাইসেন্স ২০২৩ । QR code সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে

Caption: Source of information

ই পেপার লাইসেন্স পাওয়ার নিয়ম ২০২৪ । এখন থেকে অনলাইনে আবেদন করেই পাওয়া যাবে ই লাইসেন্স

  • প্রথমত, অনলাইনে www.bsp.brta.gov.bd এই সাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে শিক্ষানবীশ লাইসেন্স গ্রহণ করতে হবে।
  • দ্বিতীয়ত, পরীক্ষার সিডিউল মোতাবেক লিখিত পরীক্ষা, ভাইভা এবং ড্রাইভিং টেস্ট এবং একই দিনে ছবি ও ফিঙ্গার দিয়ে আসতে হবে। মোট কথা প্রার্থীগণকে দক্ষতা যাচাই পরীক্ষা পাশ করতে হবে।
  • তৃতীয়ত,  বিআরটিএ সার্ভিস পোর্টাল (www.bsp.brta.gov.bd) এর মাধ্যমে ফি পরিশোধ করে ই পেপার ড্রাইভিং লাইসেন্স (QR Code সম্বলিত) এর জন্য আবেদন করতে হবে।
  • লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে গ্রাহকের নিজস্ব বিএসপি একাউন্ট হতে কিউআর কোড (QR code) সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন।
  • ডাউনলোডকৃত কিউআর কোড সম্বলিত ই পেপার লাইসেন্স প্রিন্ট কিংবা মোবাইলে সফট কপি প্রদর্শন করে মোটরযান চালানোর কাজে ব্যবহার করা যাবে।

পুলিশ ধরলে কি দেখাবো?

পুলিশ ধরলে প্রিন্টকৃত ই পেপার লাইসেন্স দেখাবেন অথবা স্মার্টফোনে সেইভ করা লাইসেন্স কপি দেখালেই হবে। এক্ষেত্রে পুলিশ কিউআর কোড রিড করে লাইসেন্স যাচাই করতে পারবেন। ডাউনলোডকৃত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কিউআর কোড (QR code) এর মাধ্যমে সঠিকতা যাচাই করা যাবে এবং মূল ড্রাইভিং লাইসেন্স হিসেবে পরিগণিত হবে। বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা করার জন্য জানানো হয়েছে। ড্রাইভিং লাইসেন্স চেক 2024 । অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক

ড্রাইভিং লাইসেন্স চেক করার নতুন লিংক ২০২৪ । www.brta.gov.bd driving licence check

7 comments

  1. দালাল মুক্ত করা উপায় বের করার জন্য আরো Digitalight করা দরকার।

    1. যদি ই ড্রাইভিং লাইসেন্স ঠিকমত পাওয়া যায় তবে দালাল কিছু হলেও মুক্ত হবে।

  2. ই পেপার ডাইভি‌‌‌ং লাইসেস্ন এর ফিঙ্গার দেয়নি আমাকে বলেছে আমার ফিঙ্গার লাগবেনা এটা কি সতি্্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *