ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ২০২৫ । মাসিক ২৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রাপ্ত হইবে!
সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো বৃত্তি বা আর্থিক সহায়তা প্রদান করা থাকে– ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ২০২৫
Dutch Bangla Bank Stipend 2025- Dutch-Bangla Bank, under its social cause program, has been awarding scholarships to the meritorious students in need of financial aid studying at different levels of education since its beginning. Dutch-Bangla Bank awards new scholarships every year along with renewal of existing awardees. The Bank has given scholarships to the deserving students from huge applications following a set of criteria such as the applicant’s academic results, financial capability, physical conditions etc. Around 90% of the scholarships have been given to the rural students and 50% to the female students. অনলাইনে আবেদন লিংক: app.dutchbanglabank.com/DBBLScholarship
আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ- আবেদনের শেষ তারিখ: ০৬ আগস্ট ২০২৫ । ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬। ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল ২০২৫ । প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের নির্দেশিকা
চূড়ান্ত ফলাফল প্রকাশ- পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে । সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না ।
ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৩ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
শিক্ষা বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে / ২০২৫ সালের এস.এস.সি./সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীর জন্য ডাচ বাংলা ব্যাংক এ বৃত্তির আবেদন আহবান করেছে
২০২৩ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship – এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি। আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি। এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।
Caption: Dutch Bangla Bank Stipend Circular
শিক্ষা বৃত্তি কত টাকা পাওয়া যাইবে? বৃত্তির জন্য আবেদনের যােগ্যতা ২০২৫
শিক্ষার স্তর | ন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য | ||
সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠান | জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল /শিক্ষা প্রতিষ্ঠান | গ্রামীন/অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল /শিক্ষা প্রতিষ্ঠান | |
এস.এস.সি/সমমান | ৫.০০ | ৫.০০ | ৪.৮৩ |
বৃত্তির পরিমাণ ও সময়কাল
শিক্ষার স্তর | সময়কাল | মাসিক বৃত্তি (টাকা) | বার্ষিক অনুদান (টাকা) | |
পাঠ্য উপকরণের জন্য | পোষাক পরিচ্ছদের জন্য | |||
এস.এস.সি/সমমান | ২ বছর | ২,৫০০/- | ২,৫০০/- | ১,০০০/- |
বৃত্তি কবে দিবে?
প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫।
ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ফলাফল দেখতে এখানে ক্লিক করুন: app.dutchbanglabank.com
নির্বাচিতদের প্রতি প্রাথমিক নির্দেশনা ২০২৫- প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদেরকে আগামী ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংক এর শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) পিতা সহ (পিতার অবর্তমানে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ) উপস্থিত হয়ে Summary Sheet (Primary Selection Letter) এর সাথে নিম্নলিখিত সংযোজনীসমূহ অবশ্যই দাখিল করতে হবে ।
১. আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি । ২. আবেদনকারীর পিতা ও মাতার সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি । ৩. এস.এস.সি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কশীট এর ফটোকপি । ৪. এস.এস.সি পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের এর ফটোকপি । ৫. সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা/মাতা চাকুরীরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয়ের বিবরণের মূলকপি । ৬. প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ/প্রমানপত্রের ফটোকপি । ৭. পিত/মাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে/ আবেদনকারীর ভরণ পোষণ প্রদান না করলে সে সংক্রান্ত সনদ/প্রমাণপত্রের ফটোকপি। । ৮. আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ/প্রমানপত্রের ফটোকপি ।
**বিশেষ দ্রষ্টব্য : (i) উপরোক্ত সংযোজনীসমূহের মূলকপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে (যদি কোন কাগজপত্রের মূলকপি স্কুলে / কলেজে জমা থাকে তাহলে সেসব কাগজের ফটোকপি স্কুল /কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে)। (ii) নির্ধারিত তারিখের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক এর যেকোন শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) উপস্থিত হয়ে উপরোক্ত সংযোজনীসমূহ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রাথমিক বাছাই বাতিল বলে গণ্য হবে । iii) প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য ও সংযোজনী সমূহের সত্যতা যাচাই সাপেক্ষ্য নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ । পাঠ্য উপকরণের জন্য বার্ষিক ২৫০০ টাকা
এটা কি সবার জন্যই
জি।