মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট গ্রহণের নিয়ম ২০২৪ । বিনামূল্যে নম্বর প্লেটের ক্লাম্প/ব্রাকেট/ফ্রেম পাওয়া যাবে - Technical Alamin
BRTA Information

মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট গ্রহণের নিয়ম ২০২৪ । বিনামূল্যে নম্বর প্লেটের ক্লাম্প/ব্রাকেট/ফ্রেম পাওয়া যাবে

মোটরযানে ডিজিটাল নম্বর প্লেট বা Number Plate সংযোজনের জন্য গ্রাহককে মোটরযানের ট্যাক্স টোকেন ও ফিটনেস হালনাগাদ স্বাপেক্ষে নির্ধারিত ফি জমাদনকরত সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।

নম্বর প্লেটের আনুঙ্গিকের জন্য টাকা নেয়া যাবে কি? না। সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়নে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন কার্যক্রম পরিচালনা করছে। মোটরসাইকেলে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজনের সময় বিআরটিএ থেকে বিনামূল্যে সরবরাহকৃত ক্লাম্প/ব্রাকেট/ফ্রেম বুঝে নেয়ার অনুরোধ করা হয়েছে।

যদি বিআরটিএ ফ্রেমের জন্য টাকা নেয় করণীয় কি? নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজনের সময় বিনামূল্যে ক্লাম্প/ব্রাকেট/ফ্রেম সরবরাহ না করা হলে অথবা বহিরাগত কোনো ব্যক্তি এজন্য টাকা দাবী করলে বিআরটিএ এর কল সেন্টার (১৬107) অথবা 015500515৮৬ নম্বরে কল করে জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

নম্বর প্লেট রেডি কিনা জানার উপায় কি? মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ” NP” এবং মেসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে। এখানে উল্লেখ্য যে, মোটরযানের মালিকের নিজের মোবাইল অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সে মোবাইল থেকে মেসেজ পাঠাতে হবে।

মোটরসাইকেলে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজনের সময় বিনামূল্যে ক্লাম্প/ব্রাকেট/ফ্রেম সংগ্রহপূর্বক সেগুলো সংযোজন সংক্রান্ত সতর্কতামুলক জরুরি বিজ্ঞপ্তি

মোটরসাইকেলে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজনের সময় বিনামূল্যে ক্লাম্প/ব্রাকেট/ফ্রেম সংগ্রহপূর্বক সেগুলো সংযোজন সংক্রান্ত সতর্কতামুলক জরুরি বিজ্ঞপ্তি

সূত্র দেখুন

মোটরবাইক সংগ্রহের জন্য ডকুমেন্ট ২০২৪ । Number Plate এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে?

১। ফি প্রদানের রশিদ;
২। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;
৩। ফিটনেস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;
৪। হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি;

গাড়িতে Number Plate বা নাম্বার প্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি

এ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যাংকে টাকা জমা দেয়ার সময় প্রদত্ত মোবাইল নাম্বার থেকে নিম্নলিখিত পদ্ধতিতে এসএমএস করুনঃ NP<space>A<space>Date এবং পঠিয়েদিন 6969 নাম্বারে। যেমনঃ চলতি মাসের ১৫ তারিখ এ্যাপয়েন্টমেন্ট করার জন্য এভাবে লিখুন – NP A 15 এবং 6969 নাম্বারে Send করুন।

ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনাকে গাড়িতে নাম্বারপ্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্টের সময় জানিয়ে দেয়া হবে। উক্ত ফিরতি এসএমএস, ফি প্রদানের রশিদ ও অন্যান্য কগজপত্রসহ নিধারিত সময়ে নাম্বারপ্লেট সংযোজনের জন্য বিআরটিএ’র সার্কে ল অফিসে গাড়ি হাজির করতে হবে।

Help Line: 16107, 09610 990 998, SUNDAY – THURSDAY (9.00 AM – 5.00 PM)

Source of Information: Download

2 thoughts on “মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট গ্রহণের নিয়ম ২০২৪ । বিনামূল্যে নম্বর প্লেটের ক্লাম্প/ব্রাকেট/ফ্রেম পাওয়া যাবে

  • দরকারি একটি পোস্ট

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *