Earn Leave Form for Officer PDF Form 2024। সরকারি কর্মকর্তাদের অর্জিত ছুটির হিসাব আনয়নের ফর্ম সংগ্রহে রাখুন
EL Form for Officer – Earn Leave Form for Officer– Gazetted Officer Earn Leave form 2024
Officer EL Leave Form – সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রথমে হিসাবরক্ষণ অফিস হতে ছুটি হিসাব আনতে হয় অতপর অফিস প্রধান অর্জিত ছুটি মঞ্জুর করে থাকে। কর্মকর্তাদের অর্জিত ছুটির হিসাব রাখার কর্তৃত্ব হিসাবরক্ষণ অফিস বহন করে থাকে।
অর্জিত ছুটি তা গড় বেতনে বা অর্ধ গড় বেতনে যাই হোক না কেন? প্রথমে আপনি কর্মকর্তাদের অর্জিত ছুটির হিসাব ফরম সংগ্রহ করবেন এবং তা পূরণ করে অফিস প্রধান বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সুপারিশ নিয়ে হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। হিসাবরক্ষণ অফিস ছুটির হিসাব দিলে, হিসাবযুক্ত করে অফিস প্রধান বরাবর নির্ধারিত অর্জিত ছুটি ফরম বা লিখিত নির্ধারিত ছুটির দরখাস্ত করতে হবে।
ছুটির হিসাবসহ ধরণ মোতাবেক ছুটির দরখাস্ত প্রাপ্তির পর দপ্তর প্রধান অর্জিত ছুটি মঞ্জুরের আদেশ জারি করিবেন। অর্জিত ছুটি মঞ্জুরের ক্ষমতা না থাকলে তিনি নিয়োগকারী কর্তৃপক্ষ বা ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট আবেদনটি ফরওয়ার্ড করবেন। বিভিন্ন প্রকার ছুটি, PRL ও পেনশন মঞ্জুরীর ক্ষমতা।
অর্জিত ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ কে? / অর্জিত ছুটির হিসাব ফর্ম কোথায় পাওয়া যাবে?
Download Earn Leave for Staff: Word File । PDF File ডাউনলোড এখান থেকেই করতে পারবেন।
Caption: Earned Leave Form PDF for Officers / কর্মকর্তাদের অর্জিত ছুটির ফরম PDF File Download
অর্জিত ছুটি মঞ্জুরের ধাপসমূহ ২০২৪ । গড় বা অর্ধ গড় বেতনে অর্জিত ছুটির ফরম পূরণের নিয়ম
- প্রথমে অর্জিত ছুটির হিসাব ফরম ডাউনলোড করতে হবে।
- নাম, পদবী, সর্বশেষ ভোগকৃত ছুটির ধরন ও সময়কাল, প্রাথীত ছুটির ধরন, সময়কাল ইত্যাদি উল্লেখ করে আবেদনকারী স্বাক্ষর করে অফিস প্রধানের নিকট জমা দিতে হবে।
- নিয়ন্ত্রণকারী অফিসার মন্তব্য করে হিসাবরক্ষণ অফিসে ছুটির হিসাবের জন্য প্রেরণ করবেন বা আবেদনকারী হিসাবরক্ষণ অফিস বরাবর সুপারিশসহ আবেদন করবেন।
- হিসাবরক্ষণ অফিস ছুটির হিসাব সহ সিল স্বাক্ষর সহ ফেরত দিবে।
- ছুটির হিসাবসহ অর্জিত ছুটির ধরন উল্লেখ করে নির্ধারিত ছুটি ফরমে বা লিখিত ছুটির আবেদন করবে।
- অফিস প্রধান ছুটির আদেশ জারি করবেন অথবা ছুটি ম্ঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট আবেদন খানি অগ্রায়ন করবেন।
অর্জিত ছুটি কি ভূতাপেক্ষ মঞ্জুর করা যায়?
ভূতাপেক্ষ ছুটি মঞ্জুর – মৌখিক বা টেলিফোনিক ছুটি নিয়ে অথবা অসুস্থ্যতা জনিত কারণে ছুটি কাটিয়ে এসে ছুটির আবেদন করলে এবং সেটি দপ্তর প্রধান মঞ্জুর করলে তা ভূতাপেক্ষ মঞ্জুরী আদেশ জারি করতে হবে। এক্ষেত্রে নিয়ন্ত্রণ বর্হিভূতকারণে দপ্তরে অনুস্থিত থাকলে কর্তৃপক্ষ বিনা বেতনে ছুটি মঞ্জুর করার এখতিয়ার রাখে। ছুটির হিসাব ফরম ডাউনলোড করুন।
https://bdservicerules.info/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF/