Govt. Asset Statement Form 2024 । সকল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে?
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আগামী ২৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করবেন–Govt. Asset Statement Form 2024
প্রাথমিক বিদ্যালয়ের কে কার কাছে সম্পদের বিবরণী দাখিল করবে? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর ২০২৪ তারিখের ৩৮,০০,০০০০.০০২,৯৯, ০১২,২৩,১৩৯১ নম্বর এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ০৫.00.0000.173.22.০২৭.২৪-১৪৮ নম্বর স্মারকে সরকারি কর্মচারীগণের সম্পদ বিবরণী নির্ধারিত ফরমেটে (ছক- ক, খ ও গ) আগামী নভেম্বর ২০২৪ এর মধ্যে দাখিলের নির্দেশনা রয়েছে। নির্দেশনায় ৯ম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ তাঁর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের নিকট, দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তাগণ (১০ম গ্রেড) নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট এবং গ্রেড ১১ হতে গ্রেড ২০ পর্যন্ত কর্মচারীগণ তাঁদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সম্পদের বিবরণী দাখিলের কথা বলা হয়েছে। সে মোতাবেক সম্পদ বিবরণী দাখিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীরদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার কার কাছে দাখিল করবে? বিভাগীয় কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা অফিস/পিটিআই/উপজেলা/থানা শিক্ষা অফিস/ইউআরসি এর ক্যাডার / প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (৯ম গ্রেড এবং তদূর্ধ্ব) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাঁর ০২ (দুই) গ্রন্থ সম্পদ বিবরণী দাখিল করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তা তালিকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। বিভাগীয় কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা অফিস/পিটিআই/উপজেলা/থানা শিক্ষা অফিস/ইউআরসি এর দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন- গেজেটেড কর্মকর্তাগণ (১০ম গ্রেড) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তা তালিকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।
শিক্ষকগণ কার কাছে দাখিল করবে? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ স্ব স্ব উপজেলা/থানা শিক্ষা অফিসার এর মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক এর নিকট তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ না হলেও প্রধান শিক্ষকের অধিকাংশ কার্যক্রম বিভাগীয় কার্যালয় হতে সম্পাদিত হয় বিধায় এবং প্রধান শিক্ষকের সংখ্যা আধিক্য বিবেচনায় তা বিভাগীয় উপপরিচালকগণ নিজ কার্যালয়ে সংরক্ষণ করবেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ স্ব স্ব উপজেলা/থানা শিক্ষা অফিসার এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নিকট তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ তা নিজ কার্যালয়ে সংরক্ষণ করবেন।
শুধুমাত্র স্ত্রীর সন্তান পর্যন্ত হিসাব আসবে। বাবা বা মায়ের সম্পত্তির হিসাব আসবে না।
Caption: Full Form Download Link । Word File Download (Editable)
টাকা পয়সা, জমি জমার হিসাব ২০২৪ । সম্পদের হিসাব বিবরণীতে সাধারণত কী কী তথ্য থাকে?
- ব্যক্তিগত তথ্য: নাম, ঠিকানা, জাতীয়তা ইত্যাদি।
- সম্পদের ধরন: স্থাবর সম্পদ (জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি) এবং অস্থাবর সম্পদ (গাড়ি, অলঙ্কার, ব্যাংকের জমা, শেয়ার ইত্যাদি)।
- অর্জনের তারিখ: সম্পদ কখন অর্জিত হয়েছিল।
- মূল্য: সম্পদের বর্তমান মূল্য বা অর্জনের সময় মূল্য।
- অবস্থান: সম্পদের অবস্থান।
- অর্জনের উৎস: সম্পদ কীভাবে অর্জিত হয়েছিল (ক্রয়, উপহার, উত্তরাধিকার ইত্যাদি)।
শিক্ষকগণ কত তারিখের মধ্যে দাখিল করবে?
বিভাগীয় কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা অফিস/পিটিআই/উপজেলা/থানা শিক্ষা অফিস/ইউআরসি এর অধীনস্থ গ্রেড ১১ হতে গ্রেড ২০ পর্যন্ত কর্মচারীগণ সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তা তালিকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরন করবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখায় তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। ৯ম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ ০২ (দুই) গ্রন্থ সম্পদ বিবরণী দাখিল করবেন। উপরিউক্ত নির্দেশনা মোতাবেক আগামী ২৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।