Increment check, বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার নিয়ম ২০২২

Increment check । বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার নিয়ম ২০২৩

বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কখন লাগে – ইনক্রিমেন্ট লাগানোর উপায় কি? – সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি ২০২৩

Annual Increment – Govt. Employee annual increment – After around a year government employee gets auto increment for being a government staff or officer. In staff or employee goes against Bangladesh Service rules, They get increment at 5% rate after a only year.

১ জুলাই প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায়। বেতন বৃদ্ধি এবার খুব একটা স্বস্থি রয়ে আনবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেখানে দ্বিগুন হয়ে গেছে সেখানে বার্ষিক বেতন বৃদ্ধি হবে মাত্র ৫%। বার্ষিক ৫% ইনক্রিমেন্ট কোনভাবে মূল্যস্ফিতির সাথে সমন্বয়যোগ্য নয়। তাই সরকারি কর্মচারীগণ ৬০% মহার্ঘ ভাতা দাবির সাথে নতুন পে স্কেল ঘোষণা দাবি নিয়ে আন্দোলনে সরব হয়েছে।

১১-২০ গ্রেডের কর্মচারীদের দ্রব্যমূল্য বৃদ্ধিতে জীবন যাত্রার ব্যয় নির্বাহ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে বর্তমান বেতন ভাতাদি। কোন ভাবে মাস পাড়ি দেওয়া যাচ্ছে না। চলতি বছরে যদি পে স্কেল ঘোষনা বা মহার্ঘ ভাতা প্রদান না করা হয় তবে এ বার্ষিক বেতন বৃদ্ধিতে কর্মচারীদের মূখে হাসি ফুটবে না।

বার্ষিক বেতন বৃদ্ধিতে কি নতুন কিছু থাকছে / বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কি চাইলে সরকারি বৃদ্ধি করতে পারে?

সরকার চাইলে মহার্ঘ ভাতা বা পে স্কেল জারির মাধ্যমে বেতন ভাতাদি সংশোধন করতে পারেন। বেতন ধাপ যেহেতু নির্ধারিত তাই শতকরা হার বেতন বৃদ্ধি কোনভাবে কর্মচারীদের জন্য সুখবর বয়ে আনবে না। তাছাড়া বিগত পে স্কেলের অসংগতি দূর করতেও নতুন পে স্কেল জারি অতীব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

Increment check

Caption: Increment sheet is being shown above. Online Increment copy can be generated

How to get yearly increment sheet from www.payfixation.gov.bd

  1. http://www.payfixation.gov.bd
  2. Next পবরর্তী
  3. টিক দিন Next পরবর্তী করুন
  4. ইনক্রিমেন্ট ক্লিক Increment Click
  5. বেসামরিক Civilian
  6. পেছনে যান
  7. NID Number জাতীয় পরিচয়পত্র নম্বর দিন
  8. Verification Number (এটি ২০১৫ সালে পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর, সার্ভিস বুক বা পূর্ববর্তী ইনক্রিমেন্ট কপিতে আছে।
  9. Captch Entry
  10. Login
  11. Verification Code (মোবাইলে যাওয়া ওটিপি দিন)
  12. ওটিপি দিয়ে Validate করুন
  13. Select Year of increment
  14. Go Click করলেই সব তথ্য দেখাবে।
  15. প্রিন্ট আইকনে চাপ দিয়ে প্রিন্ট করুন।

কর্মচারী নিজেরাই কি ইনক্রিমেন্ট বের করতে পারবে?

হ্যাঁ অবশ্যই। কর্মচারীকে তাঁর অফিসে যোগাযোগ করে ইনক্রিমেন্ট কপি বর করতে হবে না। Pay Fixation – is now highlighted by Integrated budget and Accounting System iBAS++ – This website is a professional purpose of Government officials. General Public or Non-Government Person or employee can’t use this website. উপরের নির্দেশনা বুঝতে সমস্যা হলে ভিডিও দেখে নিতে পারেন: Pay Fixation । ১ জুলাই ইনক্রিমেন্ট বের করার পদ্ধতি

রাত ১২ টার পর অনলাইনে অটোমেটিক ইনক্রিমেন্ট লেগে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *