NID Check by online– National NID Card Can be verify or checked by online https://services.nidw.gov.bd/nid-pub/voter-info  – Now NID server is open to check or validation NID by anyone from anywhere. This is a marvelous step by government of Bangladesh.

আপনার নিজের জাতীয় পরিচয়পত্র সহ যে কারও জাতীয় পরিচয়পত্র আপনি খুব সহজেই আপনার স্মার্টফোন বা নিজের কম্পিউটারে চেক করতে পারেন। বাংলাদেশ নির্বাচন কমিশন এর অফিসে প্রবেশ করে এনআইডি নম্বর বা ভোটার আইডি নম্বর এবং সংশ্লিষ্ট ব্যক্তি জন্ম তারিখ প্রবেশ করিয়ে আপনি খুব সহজেই এনআইডি’টি চেক করতে পারেন।

এইতো কিছুদিন আগের কথা, অরিজিনাল এনআইডি না দেখালে কোন কাজই করা যেত না। ডুপ্লিকেট বা কপি এনআইডি দিয়ে মানুষ ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যবহার করতো। এখন সেটি আর কোন ভাবেই সম্ভব না, আপনি খুব সহজেই সরকারি ওয়েবসাইটে গিয়ে এনআইডি চেক বা যাচাই করে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেন। এনআইডি দিয়ে তার এলাকা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে। কোন স্থানের ভোটার সেটিও আপনি জেনে নিতে পারছেন।

যেভাবে এনআইডি অনলাইনে যাচাই করা যায় / ভুয়া এনআইডি শনাক্তকরণ ঘরে বসেই আপনার স্মার্টফোন ব্যবহারের মাধ্যমেই এক মুহুর্তে।

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের ওয়েব সাইটে এনআইডি যাচাই করুন / Verify any NID from Authority Website: https://services.nidw.gov.bd/nid-pub/

NID Check 2022

Caption: National ID Card Can be verify at a moments.

How to check Copy NID or Invalid NID from National Election offfice

  1. Just Do google by niwd
  2. Click First Link : NID card
  3. Click ভোটার তথ্য from Menu
  4. Just Input জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর
  5. Input জন্ম তারিখ
  6. ছবিতে প্রদর্শিত কোড টি প্রবেশ করান। (খুবই হালকা করে দেখা যাচ্ছে। কোডটি সতর্কতার সাথে ইনপুট দিন)
  7. ভোটার তথ্য দেখুন এ ক্লিক করুন।
  8. ব্যাস পাশেই ভোটার নং, নতুন এনআইডি নম্বর এবং পুরাতন এনআইডি নম্বর দেখাবে, ভোটার সিরিয়াল নং এবং ভোটার এলাকা দেখতে পারবেন।
  9. যাচাই করে নিশ্চিত হউন।

তাহলে কি এখন জাতীয় পরিচয়পত্র ফটোকপি বা প্রিন্ট করে লেমিনেটিং করে ব্যবহার করা যাবে?

অবশ্যই। যেহেতু বাংলাদেশ সরকার জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য অনুমতি দিয়েছে এবং অনলাইনে যাচাই করার সুবিধা রেখেছে তাই আপনি আপনার অরিজিনাল এনআইডি না থাকলেও আপনি ফটোকপি বা লেমিনেটিং কপিও এখন ব্যবহার করতে পারবেন। এতে সরকারি কোন বিধি নিষেধ নাই। আপনার স্মার্ট এনআইডি’ই থাকতে হবে এমনটি নয়। আপনি এখন মুল এনআইডি বহন না করেও যে কোন কাজে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ব্যবহার করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ভোটার নিবন্ধন ফর্ম নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে ভোটার তথ্য ও ভোটার এরিয়া তথ্য দেখুন