NID Number by Form No 2024 । ফর্ম নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর বের করার পদ্ধতি
আবেদন ফর্মের ফর্ম নম্বর ব্যবহার করে NID Number সংগ্রহ করা যাবে – Seach NID Number by Form Slip Number – স্লিপ নম্বর দিয়ে NID নম্বর
NID NO. By Form No. using Election Commission Website https://services.nidw.gov.bd/nid-pub/voter-info – National Identification Number Can be found using Application Form No. – This is only a process to get NID Number from election commission office by online method.
বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে রবিবার-বৃহস্পতিবার, সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা পর্যন্ত সময়ে হেল্পলাইন নম্বর ১০৫ এ কল করে আপনার ভোটার হওয়ার আবেদনের স্লিপ নম্বর মুখে হেল্পলাইনে জানিয়েও এনআইডি নম্বর পেতে পারেন। ই-মেইলঃ info@nidw.gov.bd এড্রেসে বিস্তারিত তথ্য দিয়ে ইমেইল করেও এ সংক্রান্ত হেল্প পেতে পারেন। ১০৫ কলসেন্টারে করে কোন সুরাহা না হলে আপনি +৮৮ ০১৭০৮-৫০১২৬১ হেল্প নম্বরে যোগাযোগ করতে পারেন।
শুধুমাত্র ফর্ম নম্বর এবং জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে এস.এম.এস বা মোবাইলে ক্ষুদে বার্তা প্রেরণের মাধ্যমে আপনি আপনার এনআইডি প্রাপ্তির পূর্বেই এনআইডি নম্বর জেনে নিতে পারেন। মোবাইলে এসএমএসের মাধ্যমে NID নম্বর পাওয়ার পদ্ধতি হলো: প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে NID<FormNo><DD-MM-YYYY> লিখে 105 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: NID NIDFN1117473315 01-02-2001 ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর পাবেন ভোটার বা আবেদনকারী।
স্লিপ নম্বর ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র নম্বর / NID Number using Voter Application Number
তিনটি পদ্ধতিতে আপনি ভোটার স্লিপ নম্বর ব্যবহার করে অনলাইনে বা কল করে এনআইডি নম্বর পেতে পারেন।
Caption: Information by NID Application Form No. / NID number using Application form No.
How to search NID number by using Application form no or Slip Number
- First Do google by NIDW
- Click First Link : NID card https://services.nidw.gov.bd
- Click and redirected to https://services.nidw.gov.bd
- Click ভোটার তথ্য
- Input Slip No. or Application form No.
- Input Date of Birth
- Filup Captcha
- ভোটার তথ্য খুজুন এ ক্লিক করুন।
- ব্যাস আপনার নতুন এবং পুরাতন এনআইডি নম্বর পেয়ে যাবেন।
- সাথে ভোটার নম্বর, সিরিয়াল নং, ভোটার এলাকা ইত্যাদি তথ্যা পাবেন।
এতকষ্ট করে কেন এনআইডি নম্বর বের করতে হবে?
যে কারণে এনআইডি নম্বর প্রয়োজন – জাতীয় পরিচয়পত্র সাধারণ বা স্মার্ট কার্ড পেতে সাধারণত অনেক সময় লাগে। এটি তৈরি হতে এবং বিতরণ একটি সময় সাপেক্ষে ব্যাপার। আপনি যদি শুধুমাত্র এনআইডি নম্বর পেয়ে যান তবে এটি ব্যবহার করে ব্যাংক, বীমা, মোবাইল ব্যাংকিং, সিম ক্রয় বিক্রয় ইত্যাদি সেবা পেতে পারেন।
সূত্র: নির্বাচন কমিশন
আমাি আমার এন আইডি কাড টা একবার সংশোধন করছি,আমি একন কিভাবে স্মার্ট কাড পাব যদি একটু বলতেন স্যার
এন আইডি নাম্বার 2855883753
এই মুহুর্তে স্মার্ট কার্ড বিতরণ বন্ধ আছে অর্থাৎ পুন:মুদ্রন হচ্ছে না। অনলাইন হতে ডাউনলোড করে প্রিন্ট কপি পেতে পারেন যেখানে স্মার্ট কার্ড নম্বর দেওয়া আছে।
প্রিন্ট কপি কিভাবে পাব
mdnaimeislam41@gmail.co
আমার এলাকার সবার ফোনে Sms এর মাধ্যমে নাম্বার চলে আসছে।কিন্তু আমার কোন রকম নাম্বার আসে না।আমার ফর্ম নাম্বার:140708971 বার বার হট লাইনে যোগাযোগ করার পর ও কোন ভাবে যোগাযোগ করতে পারি।প্লিজ একটু সহযোগীতা করেন স্যার,
জন্ম তারিখটি দিন আমি একটু চেষ্টা করছি অবস্থা জানার।
Said
আমার smart card দেয়া হয়নি।পুরাতন নম্বর:৮১৯৮৫০৭২২৭৪৫৩জনম তাং১৬.১০.১৯৫৪.আমি কি ভাবে Smart card number অনলাইনে দেখতে পাব। আমার নতুন নম্বর কত?সাহায্য করুন।
আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগিন করেন তবে পুনরাতন নতুন বা স্মার্ট দুটি নম্বরই দেখতে পারবেন। যেহেতু ফেস ভেরিফিকেশন করতে হয়। তাই এখান থেকে দেখা সম্ভব হচ্ছে না। পূর্বে অপশনটি খোলা থাকলেও এখন বন্ধ আছে। অন্যদিকে যদি আপনি ১০৫ এ কল করে পুরাতন নম্বরটি বলেন তবে স্মার্ট কার্ড নম্বরটি পাবেন। ধন্যবাদ।
আমার ফরম নাম্বার এর সাথে জন্ম তারিখ দিলে ম্যচ খায় না এখন কি করা যায়…??
১০৫ এ কল করে জেনে নিন কেনম্যাচ করছে না। যদি ডুপ্লিকেট আইডি করে থাকেন অথবা আপনার আইডি ব্লক বা ডিলিট করা থাকে তাহলেও এমন দেখাতে পারে।
আমি এনআইডি কার্ড সংশোধন করতে চাই ।কিভাবে করব কেউ সাহায্য করবেন প্লীজ ।
অনলাইনে আপনার মোবাইল দিয়েই সংশোধনের আবেদন করতে পারবেন। এখানে অনেক আর্টিকেল এবং ভিডিও দেওয়া আছে অনুগ্রহ করে দেখুন।
আমি ভোটার ফর্ম জমা দেওয়ার পরও ফর্ম নাম্বার ভুল দেখাচ্ছে বার বার সঠিক লিখার পরও।এখন আমার করণীয় কি
অপেক্ষা করুন। এখনও সার্ভারে আপনার তথ্য আপলোড হয়নি। আপলোড হলে ভুল দেখাবে না।
“Invalid NID or date of birth” reply sent when i checked By sms to 105
সার্ভারে ডাটা আপলোড হয়নি। অনুগ্রহ করে অপেক্ষা করুন।
আমার সাথে যারা যারা আবেদন করছে সবাই ফোনে মেসেজ পাইছে শুধু আমি বাদে৷ এখন কি করব একটুবলেন প্লিজ
আপনি একটু অপেক্ষা করতে পারেন। অথবা সংশ্লিষ্ট নির্বাচন কমিশনে গিয়ে যোগাযোগ করুন। তথ্য ঘাটতি থাকতে পারে।
আমি ভোটার ফর্ম জমা দেওয়ার পরও ফর্ম নাম্বার ভুল দেখাচ্ছে বার বার সঠিক লিখার পরও।এখন আমার করণীয় কি
এখনও আপনার ভেরিফাইড তথ্য সার্ভারে আপলোড হয়নি। তাই এমন দেখাচ্ছে। ভয়ের কিছু নেই অনুগ্রহ করে অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে।
148348991 ofline form.
voter halnagad er somoy voter hoichi, kintu er kono tothyo pacchi na. are lekha ase invali or form no/birth date incorrect.
ekhon ki korobo?????
sir plz help me….
কি হেল্প?
আপনার তথ্য এখনও সার্ভারে আপলোড হয়নি । অনুগ্রহ করে অপেক্ষা করুন।
আমার NID ফর্ম নাম্বার: 54625555বার বার হট লাইনে যোগাযোগ করার পর ও কোন ভাবে যোগাযোগ করতে পারি।প্লিজ একটু সহযোগীতা করেন স্যার,
জন্ম তারিখসহ দিন। আমি দেখে দিই
আমার NID এর সিলিপ দিসে ২০১৮ সালে কিনত এখনো পায়নি places একটু দেখাবেন???
আমি এনআইডি কার্ডের জন্য ছবি তুলছি দুই মাসের বেশি হয়ছে, আমার এনআইডি মেসেজ এখনো পাইনি, ফর্ম নাম্বার দিয়ে অনলাইনে চেক করলে ভুল দেখায়, আমার পাসপোর্ট করার জন্য আমার এনআইডি অতি প্রয়োজন হয়ে পড়েছে এখন আমি কি করতে পারি যদি একটু হেল্প করেন উপকার হতো।
দু:খিত। আপনি স্থানীয় নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন।
আমি নতুন ভোটার হয়েছি আমার এনআইডি কার্ডের নাম্বারটা আমি দেখতে চাই
১০৫ এ কল করুন। অথবা অনলাইনে ট্রাই করুন। যদি দেখতে না পান বা তথ্য ভুল বলে তবে ডিসেম্বর মাসটা অপেক্ষা করুন। জানুয়ারিতেই খসড়া প্রকাশ করা হবে তখন অবশ্যই দেখতে পারবেন।
Pingback: Smart Card Status Checking System । স্মার্ট কার্ড স্ট্যাটাস জানার উপায় ২০২৩ - Technical Alamin
very informative articles or reviews at this time.