NID Unlimited Validity 2025 । জাতীয় পরিচয়পত্রের মেয়াদ কি অনির্দিষ্টকাল? - Technical Alamin
NID CARD INFO

NID Unlimited Validity 2025 । জাতীয় পরিচয়পত্রের মেয়াদ কি অনির্দিষ্টকাল?

NID কার্ডের পিছনে দেওয়া মেয়াদ উত্তীর্ণ হলেও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা যাবে-মেয়াদ শেষে রিনিউয়াল নির্দেশনা থাকলেও সরকার সেটি থেকে মুক্তি প্রদান করেছে-NID Unlimited Validity 2025

জাতীয় পরিচয়পত্র বহনকারী নাগরিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ২ (দুই) বছর ছিল সে সকল জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বর্ধিত করা হলো। ফলে, সকল প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে। সকল সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম হতে চেক করে প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোন সেবা প্রদান থেকে বঞ্চিত না করার অনুরোধ করা হল।

ভােটার হইবার যােগ্য নাগরিকের পরিচয় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান—১) ভােটার তালিকা আইন ও উহার অধীন প্রণীত বিধিমালা অনুসারে ভােটার হিসাবে তালিকাভুক্ত নাগরিকের ভােটার তালিকা প্রণয়ন, সংশােধন অথবা হালনাগাদকরণকালে পূরণকৃত ও তদৃকর্তৃক স্বাক্ষরিত নিবন্ধন ফরম উক্ত নাগরিকের পরিচয় নিবন্ধনের আবেদনরূপে গণ্য হইবে এবং কমিশন ফরম-২ অনুসারে তাহাকে জাতীয় পরিচয়পত্র প্রদান করিবে।

এছাড়াও যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে তারা প্রয়োজনে এনআইডি সার্ভিস https://services.nidw.gov.bd -তে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস হতে প্রাপ্ত কার্ডের ন্যায় রঙ্গিন) ডাউনলোড পূর্বক মুদ্রণ ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।

ভোটার আইডি কার্ডের মেয়া ২০২৫ । স্মার্ট কার্ডের মেয়াদ কত বছর?

সূত্র দেখুন

নতুন ভােটার হতে যা যা লাগবে । জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন ডকুমেন্ট ২০২৫

  • ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ
  • পিতা –মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • শিক্ষাগত যােগ্যতার সনদ (প্রযােজ ক্ষেত্রে)
  • ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন)।

তথ্যসগ্রকালীন তথ্যসংগ্রহকারীগণ বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং ইতিপূর্বে যারা ভােটার হননি হালনাগাদে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এসময় মৃত ভােটারের তথ্য সংগ্রহ করা হবে এবং ভােটার তালিকা হতে কর্তন করা হবে।

একাধিক স্থানে ও একাধিকবার ভােটার হওয়া দন্ডনীয় অপরাধ । একাধিক স্থানে বা একাধিকবার ভােটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে সহজেই সনাক্ত করা যায় 

জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালা, ২০১৪ মোতাবেক  নির্ভূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য সঠিক তথ্য দিয়ে ভােটার হন। কোন করম ভুল তথ্য প্রদানের জেলা জরিমানা হতে পারে। তাই সচেতন নাগরিক হিসাব সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।

বিস্তারিত তথ্য বা তালিকা পেতে ভিজিট করুন: ডাউনলোড

7 thoughts on “NID Unlimited Validity 2025 । জাতীয় পরিচয়পত্রের মেয়াদ কি অনির্দিষ্টকাল?

  • আমি থাকি চট্টগ্রাম, স্থায়ী হচ্ছি কুমিল্লা মুরাদনগর।।।।।
    সেক্ষেত্রে কোথায় ভোটার হতে পারবো

    Reply
    • যে কোন জায়গা থেকে ভোটার হতে পারবেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র যেখানের সেখানে হওয়াই ভাল।

      Reply
  • ভাইয়া আমি ফেনী জেলার পরশুরাম উপজেলা থেকে ২০২২ এর নতুন নিবন্ধিত ভোটার কিন্তু আমার জাতীয় পরিচয়পত্রের কপি কেনো পাচ্ছি না এখটু জানাবেন🙏

    Reply
    • ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। আর ভোটার স্লিপ এবং জন্ম তারিখ দিয়ে অনলাইনে চেক করুন।

      Reply
  • আমার বর্তমান ও স্থায়ী ঠিকানা একই দেয়া হয়েছে এখন স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাই তাহলে করণীয় কি? অনুগ্রহ করে জানাবেন।

    Reply
    • ফর্ম পূরণ করে বিদ্যুৎ বিলের কপি এবং স্থানীয় ইউপি বা পৌরসভা হতে প্রত্যয়ন বা সনদ গ্রহণের আবেদন করতে হবে।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *