Online GD process 2024 । যেভাবে অনলাইনে জিডি করবেন
জিডি ঠিক কোথায় করতে হবে এবং কিভাবে করতে হবে তা আপনি এই পোস্ট থেকে জেনে নিতে পারবেন- অনলাইনে জিডি করার নিয়ম ২০২৪
ঘরে বসেই জিডি করা যায়? – আপনার হারানাে ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোন বিষয়ে পুলিশের নিকট জিডির জন্য আবেদন করতে ওয়েব সাইট- gd.police.gov.bd এবং Online GD Apps ব্যবহার করুন। সংশ্লিষ্ট থানা হতে আপনার আবেদনের ধরন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাকে মােবাইল এসএমএস, মােবাইল এ্যাপস নােটিফিকেশনের মাধ্যমে অবগত করা হবে। অভিযােগের বিষয়টি যদি জিডির যােগ্য হয় তাহলে সেটি জিডি নং এবং তদন্তকারী অফিসারের বিবরণীসহ আপনাকে ডিজিটাল জিডির কপি প্রেরন করা হবে। থানায় জিডি করার ফরমেট ২০২২ । NID কার্ড হারিয়ে গেলে জিডি লেখার নিয়ম
অনলাইন জিডি অ্যাপস্ এবং ওয়েব পাের্টালের সুবিধা সমূহ- খুব সহজে আপনার অভিযােগটি পুলিশকে জানাতে পারবেন। আপনার অভিযােগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। আপনার অভিযােগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যােগাযােগ করতে পারবেন। অনলাইনে আপনার অভিযােগ (জিডি) কপি ডাউনলােডসহ ডিজিটাল কপি কাউকে প্রেরন করতে পারবেন।
সাধারণ জনগণ কর্তৃক অনলাইনে জিডির আবেদন করার প্রক্রিয়া সাধারণ জনগণ কর্তৃক জিডির আবেদন করার জন্য পূর্বে রেজিস্ট্রেশন না থাকলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর জন্য রেজিষ্ট্রেশন করতে হবে। অনলাইন জিডির জন্য রেজিষ্ট্রেশন কেবলমাত্র মােবাইল অ্যাপস্ এর মাধ্যমে করা যায়। তবে জিডির আবেদন মােবাইল অ্যাপস্ বা ওয়েবসাইট যে কোনাে একটি মাধ্যমে করতে হবে। রেজিষ্ট্রেশন করার জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করুন।
রেজিষ্ট্রেশন করার জন্য যা প্রয়ােজন – আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর। আপনার সচল মােবাইল নাম্বার ও অ্যান্ড্রয়েড (Android) স্মার্ট মােবাইল ফোন। আপনার লাইভ ছবি।
অনলাইনে রেজিস্ট্রেশন করার জন যা করতে হবে/ ঠিক কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়?
১। ইন্টারনেট (Internet) সংযােগসহ আপনার অ্যান্ড্রয়েড (Android) স্মার্ট ফোন (Smart Phone) হতে প্লে-ষ্টোর-এ (Play Store) প্রবেশ করুন। প্লে-ষ্টোর (Play Store) এর সার্চবারে Online GD লিখে সার্চে ক্লিক। নিচের সাৰ্চলিষ্টে Online GD Registration Apps এবং Online GD Apps আসবে (চিত্র-১)। উভয় Online GD Apps আলাদা ভাবে ইন্সটল করার জন্য Install ক্লিক (চিত্র-২ ও ৩)।
২। Online GD Apps ইন্সটল করার পর আপনার মােবাইল স্কিনে Online GD Apps আইকন আসবে (চিত্র-৪), Online GD Registration Apps অথবা Online GD Apps এর আইকনে ক্লিক । Online GD Registration Apps অথবা Online GD Apps ওপেন করে নিবন্ধন-এ ক্লিক (চিত্র- ৫ ও ৬)।
৩। অনলাইন জিডি নতুন নিবন্ধন করার জন্য জাতীয় পরিচয়পত্র যাচাই পেজটি ওপেন হবে। সঠিক জাতীয় পরিচয়পত্র নাম্বার এন্ট্রি ও জন্ম তারিখ সিলেক্ট | পরিচয়পত্র যাচাই-এ ক্লিক (চিত্র-৭)। প্রদত্ত এনআইডির তথ্য সমূহ দেখা যাবে এনআইডির ছবির সাথে নিবন্ধনকারী ব্যক্তির লাইভ ছবির ম্যাচিং করার জন্য তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন” বাটনে ক্লিক (চিত্র-৮), ক্যামেরা হতে লাইভ ছবি সংগ্রহের জন্য “Allow Online GD to take Pictures and Record video?”এ্যাকসেস এর জন্য Allow ক্লিক ক্যামেরা ওপেন হবে (চিত্র-৯) যথাযথভাবে ক্যামেরার সামনে মুখমন্ডল রাখা হলে মুখের চারপাশে সবুজ আইকন আসবে এবং স্বয়ংক্রিয় ভাবে ফটো এনআইডিতে প্রদত্ত ফটোর সাথে ম্যাচিং হবে ফটো ম্যাচিং হওয়ার পর মােবাইল নাম্বার ও পাসওয়ার্ড প্রদান করার জন্য নতুন পেজ আসবে(চিত্র-১০)। ইংরেজিতে ১১ সংখ্যার মােবাইল নাম্বার এন্ট্রি পাসওয়ার্ড ও নিশ্চিত পাসওয়ার্ড প্রদান (পাসওয়ার্ডে কমপক্ষে ৮ সংখ্যার হবে,সংখ্যাসূচক অক্ষর, বড় হাতের অক্ষর এবং বিশেষ অক্ষর থাকতে হবে (!@#$%^&()_+,উদাহরণ: Abcd@1234) প্রিরেজিষ্টেশন সফল হয়েছে ম্যাসেজ আসবে(চিত্র-১১)ok ক্লিক।
৪। পূর্বে প্রদত্ত ইউজার নেম (মােবাইল নাম্বার) ও পাসওয়ার্ড এন্ট্রি করে লগইন ক্লিক (চিত্র-১২)। লগইন করার পর পূর্বে প্রি-রেজিষ্টেশনের সময় প্রদান করা হয়নি এমন প্রয়ােজনীয় তথ্য আপডেট করার জন্য পেজ আসবে NID তে প্রদত্ত বর্তমান ঠিকানা প্রদর্শিত হবে, প্রদর্শিত বর্তমান ঠিকানা পরিবর্তনযােগ্য। বর্তমান ঠিকানা এন্ট্রি করে পরবর্তী ক্লিক (চিত্র-১৩) পূর্বে প্রদত্ত ছবি ও এনআইডির তথ্য দেখে পরবর্তী ক্লিক ডিজিটাল স্বাক্ষর প্রদান করে সংরক্ষণ-এ ক্লিক প্রয়ােজন হলে মুছে ফেলুন-এ ক্লিক (চিত্র-১৪)। পরবর্তী ক্লিক। মােবাইল অপারেটর ও ইমেইল এন্ট্রি করে (চিত্র-১৫) পরবর্তী ক্লিক) মােবাইল নাম্বার ভেরিফিকেশন করার জন্য প্রদত্ত মােবাইলে ০৬ অংকের একটি OneTime Password (OTP) যাবে। মােবাইলে প্রেরণকৃত One-Time Password (OTP) এন্ট্রি করে Submit ক্লিক (চিত্র-১৬)। রেজিষ্টেশন সফল হয়েছে সংক্রান্তে ম্যাসেজ আসবে। লগইন করার জন্য “Login ক্লিক(চিত্র-১৭)।
অনলাইনে জিডির আবেদন করার জন্য যা করতে হবে-ইতােমধ্যে রেজিষ্টেশনকৃত ইউজার অনলাইন জিডির ওয়েবসাইট (gd.police.gov.bd) অথবা এ্যাপস্ ব্যবহার করে হারানাে/পাওয়া বিষয়ে স্থানের বিবরণ উল্লেখ পূর্বক অনলাইনের মাধ্যমে জিডির জন্য আবেদন করতে পারবেন।
অনলাইন জিডির ওয়েবসাইট (gd.police.gov.bd) ব্যবহার করে জিডির আবেদন করার পদ্ধতি-
১। যেকোন ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যার ওপেন ব্রাউজার সফটওয়্যারের এ্যাড্রেসবারে অনলাইন জিডির ওয়েবসাইট gd.police.gov.bd এন্ট্রি করে কী-বাের্ড থেকে এন্টার চাপুন। অনলাইন জিডির ওয়েবসাইট ওপেন হবে (চিত্র-১৮) প্রবেশ করুন (লগইন) ক্লিক ইউজারের ঘরে মােবাইল নম্বর এবং পূর্বে প্রদানকৃত পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক ইউজার ড্যাসবাের্ড ওপেন হবে।
২। সাধারণ জনগন ইউজার ড্যাসবাের্ড থেকে পূর্বে জিডির জন্য আবেদন করা আবেদনগুলাে সর্বশেষ অবস্থা জানতে পারবেন এবং নিচের তথ্য এন্ট্রি অংশ হতে হারানাে ও পাওয়া বিষয়ে নতুন জিডির আবেদন করতে পারবেন। এছাড়াও ডানপাশের ছবির উপর ক্লিক করে ব্যবহারকারী পাসওয়ার্ড পরিবর্তনসহ ব্যবহারকারী তথ্য আপডেট ও সফটওয়্যার বিষয়ে ফিডব্যাক প্রদান করতে পারবেন(চিত্র-১৯)।
৩। পাসপাের্ট হারানাে বিষয়ে জিডির আবেদন করার জন্য “তথ্য এন্ট্রি” হতে “হারানাে” ক্লিক ডকুমেন্ট ক্লিক(চিত্র-২০) অনুসন্ধান-এ পাসপাের্ট লিখে সার্চ অথবা পাসপাের্ট ক্লিক(চিত্র-২১)
পাসপাের্ট সম্পর্কিত তথ্য অংশ হতে পাসপাের্টের বিভিন্ন তথ্য যেমন, ইস্যুকারী দেশ, শ্রেণী, প্রদানের তারিখ, মেয়াদোর্তীণের তারিখ, জরুরী। যােগাযােগ সংক্রান্তে ইত্যাদি এন্ট্রি (চিত্র-২২)। শনাক্তকরণ তথ্য যেমন, সনাক্তকারী চিহ্ন, ছবি (যদি থাকে) এন্ট্রি হারানাের স্থান, সময়। ও ঘটনার বিবরণ (বিভাগ, জেলা, থানা, গ্রাম, স্থানের বিবরণ, তারিখ, সময়) এন্ট্রি (চিত্র-২৩), ঘটনার বিবরণ-এ স্থানের নাম, স্থানের প্রকৃতি, স্থানের অবস্থান ও হারানাের অবস্থা এন্ট্রি, এখানে চলন্ত অবস্থায় হারানাে গেলে হতােল অন্যের জন্য এন্ট্রি কিনা? রেডিও বাটনে ক্লিক বর্তমান ঠিকানা পরিবর্তন করার জন্য এডিট আইকনে ক্লিক এবং বর্তমান ঠিকানা এন্ট্রি পরবর্তীতে ক্লিক এন্ট্রিকৃত তথ্য সমূহ দেখাবে প্রয়ােজনে পুনরায় তথ্য এডিট করার জন্য “Edit” ক্লিক “Edit” প্রয়ােজন না হলে “DI have agree to accept Terms & Condition and Policy” চেক বক্সে ক্লিক(চিত্র-২৪) সাবমিট করার জন্য Final Submit বাটনে ক্লিক আবেদনকারীর মােবাইলে প্রেরণকৃত One-Time Password (OTP) এন্ট্রি করে Submit ক্লিক(চিত্র-২৫) একই নিয়মে অন্যান্য লস্ট এন্ড ফাউন্ড বিষয়ক জিডির জন্য আবেদন করা যাবে।
৪। One-Time Password (OTP) প্রদান করার পর আবেদনকারীর মােবাইল ফোনে Your Application Successfully Submitted ম্যাসেজ আসবে এবং তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে এই সংক্রান্তে সিস্টেম জেনারেটেড ম্যাসেজ দেখা যাবে(চিত্র-২৬) জিডির আবেদন প্রিন্ট করার জন্য আবেদন প্রিন্ট” ক্লিক (চিত্র-২৭) অথবা বিস্তারিত রিপাের্ট দেখার জন্য “বিস্তারিত রিপাের্ট-এ ক্লিক (চিত্র-২৮)।
যে উপজেলা বা স্থানে কোন কিছু হারায় সেখানেই কি জিডি করতে হয়?
হ্যাঁ – যে স্থানে কোন কিছু হারাবে ঐ স্থান যে থানার অধীনে পড়বে সেই থানায় জিডি করতে হয়। জিডি হল সাধারণ ডায়েরি। মূল্যবান যে কোন জিনিস হারালে যেমন- সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বা ক্রেডিট স্বর্ণালংকার, নগদ অর্থ ইত্যাদি। অথবা কোন প্রকার হুমকি পেলে বা হুমকির আশংকা থাকলে কিংবা কেউ নিখোঁজ হলেও জিডি করার সুযোগ রয়েছে। অর্থাৎ সাধারণত যেসব ক্ষেত্রে মামলা হয়না সেসব ক্ষেত্রেই থানায় জিডি করা যায়। জিডি করার কোন বাধ্যবাধকতা না থাকলেও নতুন করে হারানো কাগজ তুলতে হলেও জিডির কপির প্রয়োজন হয়।
পোস্ট পড়ে বুঝতে অসুবিধা হলে আপনি ভিডিও দেখে নিতে পারেন: এখানে ক্লিক করুন
ONLINE GD সেবাগ্রহীতার জন্য ব্যবহার নির্দেশিকা ২০২৪ অথবা Citizens’ User Manual : ডাউনলোড
Pingback: অফলাইন ও অনলাইনে জিডি করার নিয়ম । থানায় GD করবেন যেভাবে - Technical Alamin