Passport Correction According to NID 2024 । পাসপোর্ট এবং NID এর তথ্যের মধ্যে তারতম্য ঠিক করা যাবে - Technical Alamin
ই পাসপোর্ট সংক্রান্ত তথ্য

Passport Correction According to NID 2024 । পাসপোর্ট এবং NID এর তথ্যের মধ্যে তারতম্য ঠিক করা যাবে

পাসপোর্ট অনুযায়ী এনআইডি নয়, এনআইডি অনুযায়ী পাসপোর্ট সংশোধন করা যাবে – এনআইডি সংশোধন যারা করেছেন তারা এনআইডি অনুযায়ী পাসপোর্ট সংশোধন করবেন – Passport Correction According to NID

পাসপোর্ট সংশোধন পরিপত্র ২০২২ – দেশে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট আবেদনকারীদের এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। এ পরিপত্রের আলোকে কারো পুরাতন পাসপোর্ট এবং NID এর তথ্যের মধ্যে তারতম্য থাকলে তিনি তার NID এর তথ্য অনুযায়ী ই-পাসপোর্ট করতে পারবেন।

বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের পাসপাের্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপাের্টের মধ্যে তথ্যের গড়মিল হলে এনআইডিতে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপাের্ট প্রদান করা যাবে। এতদ্ব্যতীত পাসপাের্টের জন্য আবেদনকারীদের তথ্য সংশােধনপূর্বক পাসপাের্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিস্পত্তিকরণে এ বিভাগের স্মারক নং-৫৮.০০.০০০০,০৪৩.৩২.০০৭.১৭ (অংশ).৬৩, তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রি. এ জারীকৃত পরিপত্র অনুসৃত হবে। সুরক্ষা সেবা বিভাগ হতে ০৯/১২/২০২১ তারিখে জারীকৃত পরিপত্রটি এতদ্বারা বাতিল করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে। সরকারি চাকুরিজীবীগণ চাকুরিতে প্রবেশের সময় তথ্যাদি জমা দেন বিধায় এ ধরনের তথ্য পরিবর্তনের আবেদন বিবেচনার কোন অবকাশ নেই। তবে সরকারি চাকুরিজীবী যারা চাকুরির পূর্বে পাসপাের্ট গ্রহণ করেছেন, তাদের প্রমাণক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক তথ্য সংশােধন করা যেতে পারে।

এ আদেশ জারি হওয়ার ফলে পাসপোর্টের সাথে ইনআইডি’র গড়মিল ঠিক করা যাবে / পাসপোর্ট অনুযায়ী কিন্তু এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করা যাবে না

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সকল আদেশ দেখুন: এখানে

Passport Correction According to NID । পাসপোর্ট এবং NID এর তথ্যের মধ্যে তারতম্য ঠিক করা যাবে

Caption: Passport Correction order by NID

তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণ দেখে নিই

  1. তথ্য সংশােধনপূর্বক দেশে ও বিদেশে পাসপাের্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তি সংক্রান্ত নির্দেশনা নিম্নরুপঃ পাসপাের্টে নাম (নিজ, পিতা ও মাতা) ও বয়স সংশােধনের জন্য প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/জেএসসি/জেডিসি/এসএসসি/এইচএসসি/দাখিল/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর সনদপত্র বিবেচনা করতে হবে। যাদের এ ধরনের সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে।
  2. অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে।
  3. প্রয়ােজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গােয়েন্দা সংস্থার মাধ্যমে প্রদত্ত তথ্য যাচাই করা যেতে পারে।
  4. আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে। সরকারি চাকুরিজীবীগণ চাকুরিতে প্রবেশের সময় তথ্যাদি জমা দেন বিধায় এ ধরনের তথ্য পরিবর্তনের আবেদন বিবেচনার কোন অবকাশ নেই। তবে সরকারি চাকুরিজীবী যারা চাকুরির পূর্বে পাসপাের্ট গ্রহণ করেছেন, তাদের প্রমাণক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক তথ্য সংশােধন করা যেতে পারে।
  5. বিদেশস্থ দূতাবাসে আবেদন করা হলে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশের অবস্থান/বসবাসের প্রমাণক, ছবি, নাম এবং বয়স সম্বলিত প্রমাণক যেমন Permanent Resident Card/Job ID Card/Student ID Card/Driving Licence ইত্যাদি। সংযােজন করতে হবে, যা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
  6. বিদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকগণ এই পরিপত্র জারির ৬ (ছয়) মাসের মধ্যে তথ্য সংশােধনের আবেদন করতে পারবেন। তবে যৌক্তিক কারণে এ সময়সীমা ১ (এক) বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংশােধনের আবেদনে ব্যর্থ হলে আর সুযােগ থাকবে না।
  7. MRP-তে কোন সংশােধনী না থাকলে রি-ইস্যু করার সময় পুলিশ ভেরিফিকেশন আবশ্যক নয়। পাসপাের্ট হারিয়ে গেলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী হারানাে পাসপাের্টের পুলিশ প্রতিবেদনসহ রি-ইস্যুর আবেদন দাখিল করতে আবেদনকারীকে তথ্য পরিবর্তনের জন্য লিখিত আবেদন করতে হবে এবং হলফনামা প্রদান করতে হবে।
  8. ভবিষ্যতে কোন আইনী জটিলতা হলে আবেদনকারী দায়ী থাকবেন এই মর্মে ঘােষণা থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ পরিপত্র জারি করা হয়েছে। সূত্র দেখে নিন

সুরক্ষা সেবা বিভাগের আদেশে কি ছিল?

সুরক্ষা বিভাগের বাতিলকৃত আদেশ – দেশে পাসপাের্ট আবেদনকারীদের এনআইডির তথ্য অনুযায়ী পাসপাের্ট প্রদানের পরিপত্র জারি করা হয়। গত ২৩.১১.২০২১ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার রেকর্ড নােটস্ বাংবাংলাদেশের অভ্যন্তরে পাসপাের্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপাের্টের মধ্যে তথ্যের গরমিল হলে যথাযথ প্রমাণকের ভিত্তিতে এনআইডিতে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপাের্ট প্রদান করা যাবে। এতদ্বব্যতীত পাসপাের্টের জন্য আবেদনকারীদের তথ্য সংশােধনপূর্বক পাসপাের্ট রি-ইস্যর আবেদনসমূহ নিষ্পত্তিকরণে এ বিভাগের স্মারক নং-৫৮,০০,০০০০,০৪৩.৩২.০০৭.১৭(অংশ).৬৩, তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দে জারিকৃত পরিপত্র অনুসৃত হবে। ০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নিচে সূত্র দেখুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *