প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৫ । দুর্ঘটনায় গুরুতর আহত মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের আবেদন শুরু? - Technical Alamin
শিক্ষা ও উপবৃত্তি ২০২৫

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৫ । দুর্ঘটনায় গুরুতর আহত মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের আবেদন শুরু?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্ট (Prime Minister’s Education Assistance Trust – PMEAT) কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত ও চিকিৎসাধীন দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান প্রদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের নভেম্বর-ডিসেম্বর/২০২৫ প্রান্তিকের জন্য এই আবেদন গ্রহণ করা হচ্ছে।

দুর্ঘটনাজনিত কারণে অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। ট্রাস্টের ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণ করে এই অনুদান দেওয়া হচ্ছে।

অনুদান ও আবেদনের যোগ্যতা:

  • শিক্ষার্থী পর্যায়: ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
  • অনুদান অর্থ: এই এককালীন চিকিৎসা অনুদানের পরিমাণ ১০,০০০ (দশ হাজার) টাকা থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পর্যন্ত হতে পারে।
  • আবেদনের সংখ্যা: দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী তার চিকিৎসা মেয়াদে বর্ণিত লিংক ব্যবহার করে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
  • দুর্ঘটনার সময়কাল: দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া এবং হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এর ব্যবধান ১ (এক) বছরের মধ্যে হতে হবে।
  • প্রমাণপত্র: দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক ‘গুরুতর আহত’-এর সমর্থনে প্রত্যয়নপত্র থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদেরকে অনলাইনে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আবেদন লিংক: https://www.eservice.pmeat.gov.bd/medical
  • প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সময় দুর্ঘটনা প্রমাণে চিকিৎসা সনদ, চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট এবং ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে।
  • ব্যাংক হিসাব: শিক্ষার্থীকে অবশ্যই আবেদন করার সময় শিক্ষার্থী বা পিতা/মাতার নিজ ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে।

শিক্ষার্থী বা অভিভাবকের সুবিধার্থে, আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পাওয়া গেলে, প্রতিষ্ঠান প্রধানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৫

দেশের সব শিক্ষার্থী এ সহায়তা পাবে?

এই সহায়তা দেশের সব শিক্ষার্থী পাবে না। এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য নিম্নলিখিত দুটি প্রধান শর্ত পূরণ করতে হবে: ১. শিক্ষাগত যোগ্যতা ও অবস্থা: শিক্ষার্থীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে দেশের যেকোনো সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও চিকিৎসাধীন থাকতে হবে। ২. আর্থিক ও মেধা বিষয়ক যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই আর্থিকভাবে অসচ্ছল (দরিদ্র) পরিবারের মেধাবী হতে হবে।

সহায়তা নির্দেশিকা (দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০) অনুযায়ী, “দরিদ্র” ও “মেধাবী” হওয়ার নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে:

দরিদ্র: যাদের পিতা/মাতা/অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম। (সরকারি কর্মচারীর ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড ১৩ থেকে ২০ এর কর্মচারীর সন্তান)

মেধাবী: পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ ভাগ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী। সুতরাং, শুধু শিক্ষার্থী হলেই এই অনুদান পাওয়া যাবে না; দুর্ঘটনার কারণে গুরুতর আহত হওয়া, চিকিৎসা করানো এবং একই সাথে ‘দরিদ্র’ ও ‘মেধাবী’—এই সব শর্ত পূরণ করতে হবে। এই এককালীন চিকিৎসা অনুদানের সর্বোচ্চ পরিমাণ হলো ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা। তবে, অনুদানের সর্বনিম্ন পরিমাণ হলো ১০,০০০ (দশ হাজার) টাকা। অর্থাৎ, শিক্ষার্থীর প্রয়োজন এবং আবেদনের যোগ্যতার উপর ভিত্তি করে ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *