Sanchaypatro Purchase upto 5 lakhs without TIN Certificate –৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ব্যাংকগুলো টিআইএন ছাড়াই বিক্রি করছে যদিও পূর্বে এটি দুই লক্ষ পর্যন্ত কার্যকর ছিল। ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ণ দাখিল বাধ্যতামূলক করায় সঞ্চয়পত্র ক্রয়ে ভাটা পড়েছে। সঞ্চয়পত্রধারীদের রিটার্ণ দাখিলের হিরিক পড়েছে।

ট্যাক্স সার্টিফিকেট ২০২২ – সঞ্চয়পত্র মুনাফা প্রদানে ১০% উৎসে কর কেটে রাখা হয়  – রিটার্ন দাখিলের স্লীপ ছাড়া কোনভাবে নতুন সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না। চলতি অর্থ বছরে ৫ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কারও থাকলে অবশ্যই আয়কর পরিশোধের রশিদ বা প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে।

প্রত্যয়নপত্রে কি লেখা থাকে?-উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর, সঞ্চয়পত্র নিবন্ধন নম্বর, অর্থ বছর, সঞ্চয়পত্র ধরণ, ইস্যুর তারিখ, মূল্যমান ইত্যাদি উল্লেখ থাকে। উৎসে আয়কর কর্তনের পরিমাণ এবং মোট আয়কর উল্লেখ থাকে। এটি অগ্রিম পরিশোধিত আয়কর। যদি আপনি ভবিষ্যতে অধিক আয়করের আওতায় আসেন তবে অগ্রিম কর্তিত কর হিসেবে এ কর থেকে তা সমন্বয় করা যাবে। সঞ্চয়পত্র মুনাফা ও উৎসে আয়কর কর্তনের প্রত্যয়নপত্র ২০২৩-২৪

আয়কর রিটার্ণ দাখিলের জন্য উৎসে আয়কর কর্তনের সনদের জন্য আবেদন / সঞ্চয়পত্র মুনাফা ও উৎসে আয়কর কর্তনের প্রত্যয়নপত্র ২০২৩-২৪

২০২৩-২০২৪ অর্থ বছরের আয়কর রিটার্ণ দাখিলের জন্য বর্ণিত সঞ্চয়পত্র সমূহ হতে যে উৎসে আয়কর কর্তন করা হয়েছে তার এক খানা রশিদ প্রয়োজন মর্মে আবেদন করবেন যেভাবে।

Sanchaypatro Tax Deduction Certificate 2022 । উৎসে আয়কর কর্তন রশিদ সংগ্রহ করার প্রস্তুতি ২০২২

শিরোনাম: উৎসে আয়কর কর্তন রশিদ আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র (NID) -এর কপি সংযুক্তি বাধ্যতামূলক। ব্যাংক বা ডাকঘর যেখান থেকে সংগ্রহ করুন না কেন একই নিয়ম।

উৎসে আয়কর কর্তন সনদ প্রাপ্তি ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট ২০২৪

  1. ২টি আবেদনপত্র কপি।
  2. সকল সঞ্চয়পত্রের ফটোকপি।
  3. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
  4. দরখাস্ত জমা দেওয়ার ১০ (দশ) দিন পর আয়কর সনদ সরবরাহ করা হবে।

উৎসে আয়কর সনদ কর্তন রশিদ প্রাপ্তি কি আরও সহজ করা যায় না?

কিছু ব্যাংক শুধু এনআইডি নিয়ে গেলেই উৎসে আয়কর সনদ কর্তন রশিদ সরবরাহ করছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে একটা ট্যাক্স সার্টিফিকেট পেতে একাধিক দিন সময় এবং অর্থ নষ্ট করে জ্যাম ঠেলে ব্যাংকে দৌড়াতে হবে, যেখানে অন্যান্য তফসিলি ব্যাংক এবং সঞ্চয় অধিদপ্তর ইমেল করে সার্টিফিকেট পাঠিয়ে দিচ্ছে!! একজন ব্যক্তির কত টাকার সঞ্চয় পত্র আছে সেটা যদি আপনারা সহজেই দেখতে পারেন তাহলে তাকে সার্টিফিকেটটাও নিশ্চয়ই পাঠাতে পারে। যাহোক যারা বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনেছেন তারা ট্যাক্স সার্টিফিকেট সংগ্রহ করার জন্য নিচের প্রস্তুতিগুলো নিয়ে যাবেন।

উৎসে আয়কর কর্তন রশিদ ইমেইলে পাওয়ার উপায় কি?

শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ক্রয়কৃত সঞ্চয়পত্রের Source Tax deduction certificate এর জন্য bbspportal@gmail.com এ মেইল করতে পারেন। কয়েকদিনের ভিতর আপনার কাছে ফিরতি মেইলে ট্যাক্স সার্টিফিকেট পাঠিয়ে দেয়া হবে। শুধু প্রিন্ট করে নিবেন। মেইল পাঠিয়ে ধর্য্য সহকারে অপেক্ষা করুন এবং সাথে প্র‍য়োজনীয় তথ্য সংযুক্ত করুন। ১. ক্রেতার নাম। ২. জাতীয় পরিচয়পত্রের নাম্বার। ৩. রেজিষ্ট্রেশন নাম্বার। ইমেইল করুন: bbspportal@gmail.com

আয়কর কর্তনের বিবরণী ২০২২

https://bdservicerules.info/%E0%A6%86%E0%A7%9F%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D/