Sonali Bank Millionaire Scheme । মিলিওনিয়ার স্কিম ২০২৩

Sonali Bank Millionaire Scheme । মিলিওনিয়ার স্কিম ২০২৩

সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কীমটি খুবই জনপ্রিয়। তরুনদের নিকট এটি খুবই জনপ্রিয় ও উৎসাহী একটি স্কীম যেখানে একজন তরুন চাইলে নির্দিষ্ট সময় শেষে ১০ লক্ষ টাকা মালিক হলে পারেন। সঞ্চয়ী অভ্যাস গড়ে তুলে মেয়াদান্তে মিলিওনিয়ার হয়ে যেতে পারেন।

হিসাব খোলার নিয়মাবলী

১. আঠার (১৮) বছর এবং তদূর্ধ্ব বয়সের চুক্তি করার যোগ্যতা সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখায় এ হিসাব খুলতে পারবেন। পিতামাতা/আইনগত অভিভাবকের সাথে নাবালক/নাবালিকার নামেও এ হিসাব খোলা যাবে।

২.আমানতকারী এবং নমিনীর দুই (২) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৩. হিসাব খোলার সময় হিসাধারীর ও নমিনীর জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন পত্র/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে।

হিসাবের বিপরীতে ঋণ সুবিধা

১. ঋণের সীমা, তাৎক্ষনিক নগদায়ন মুল্ল্যের সর্বোচ্চ ৯০%
২. ঋণের সময়কাল ১২ মাস
৩. মুনাফার হার ৯% বা বর্তমান হার প্রযোজ্য হইবে।
৪. ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে অথবা এককালীন পরিশোধযোগ্য
৫. প্রধান কার্যালয় ইস্তেহার নং-৫৪ তারিখ ১৩/১২/২০০৯ অনুসারে দলিলপত্রাদি নিতে হবে
৬. ঋণ প্রদানের পর ঋণ হিসাবের মেয়াদের মধ্যে স্কীমের কিস্তি নিয়মিত জমা করতে হবে। কোন কিস্তি জমা দিতে ব্যর্থ হলেই ব্যাংক কর্তৃপক্ষ স্কীমের আমানত স্থিতি হতে ঋণের বকেয়া সমন্বয় করে হিশাবটি বন্ধ করে দিতে পারবে – এ মর্মে লেটার অব অথরিটি গ্রহন করতে হবে।

সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কীম (SBMS)

Sonali Bank Millionaire Scheme

সময় কাল (বছর)মুনাফার হার ৬.০০% (চক্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে প্রদেয়)
২০মাসিক কিস্তি১৯৬০.০০
প্রিন্সিপাল৪৭০৪০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৫২৯৬০০.০০
মোট প্রাপ্য১০,০০,০০০.০০
১৫মাসিক কিস্তি৩২০০.০০
প্রিন্সিপাল৫৭৬০০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৪২৪০০০.০০
মোট প্রাপ্য১০,০০,০০০.০০২০
১৪মাসিক কিস্তি৩৭০০.০০
প্রিন্সিপাল৬২১৬০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৩৭৮৪০০.০০
মোট প্রাপ্য১০,০০,০০০.০০১৫
১২মাসিক কিস্তি৪৫০০.০০
প্রিন্সিপাল৬৪৮০০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৩৫২০০০
মোট প্রাপ্য১০,০০,০০০.০০১২
মাসিক কিস্তি৮১৬০.০০
প্রিন্সিপাল৭৮৩৩৬০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা২১৬৬৪০.০০
মোট প্রাপ্য১০,০০,০০০.০০৮

হিসাব খোলার নিয়মাবলী ২০২৩

১। আঠার (১৮) বছর এবং তদূর্ধ্ব বয়সের চুক্তি করার যোগ্যতা সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখায় এ হিসাব খুলতে পারবেন। পিতামাতা/আইনগত অভিভাবকের সাথে নাবালক/নাবালিকার নামেও এ হিসাব খোলা যাবে।

২। আমানতকারী এবং নমিনীর দুই (২) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৩। হিসাব খোলার সময় হিসাধারীর ও নমিনীর জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন পত্র/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে।

মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হইলে

গ্রাহক ইচ্ছা করলে যে কোন সময় বন্ধ করতে পারবে।বন্ধে বিপরীতে সার্ভিস চার্জ ২৫০.০০ টাকা এবং সরকার নির্ধারিত হারে ভ্যাট আদায় যোগ্য হবে।
ক্রমিক নং হিসাব বন্ধ করার সময় হিসাবের মেয়াদ প্রাপ্য মুনাফার হার

০১৬ মাস পর্যন্তকেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরত পাবেন
০২৬ মাসের বেশি কিন্তু ৪ বছর পর্যন্তজমাকৃত অর্থের ওপর ৬% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন

বিভিন্ন প্রকার ডিপোজিট মুনাফা হার ২০২৩

ক্রমিক নংআমানত স্কীমের নামমুনাফার হার (০৪ অক্টোবর ২০২১ তারিখ থেকে খোলা নতুন হিসাব সমূহের ক্ষেত্রে প্রযোজ্য)মেয়াদ
০১সোনালী সঞ্চয় স্কিম৬.৫০% (চক্রবৃদ্ধি) মাসিক কিস্তিঃ ৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০/- টাকা।০৫ বছর
০২শিক্ষা সঞ্চয় স্কিম৬.৫০% (চক্রবৃদ্ধি ) মাসিক কিস্তিঃ ৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০/- টাকা।১০ বছর
০৩চিকিৎসা সঞ্চয় স্কিম৬.৫০% (চক্রবৃদ্ধি ) মাসিক কিস্তিঃ ৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০/- টাকা।১০ বছর
০৪পল্লী সঞ্চয় স্কিম৬.৫০% (সরল হার) মাসিক কিস্তিঃ ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ১০০০ টাকা।০৭ বছর
০৫বিবাহ সঞ্চয় স্কিম৬.৫০% (চক্রবৃদ্ধি) মাসিক কিস্তিঃ ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০,৫০০০,৬০০০,৭০০০, ৮০০০, ৯০০০  এবং ১০,০০০ টাকা।১০ বছর
০৬অনিবাসী আমানত স্কিম৭.০০% (সরল হার) মাসিক কিস্তিঃ ৫০০০,৬০০০,৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০, ১২০০০, ১৩০০০, ১৪০০০, ১৫০০০ টাকা।০৫ বছর
০৭সোনালী ব্যাংক অবসর সঞ্চয়  স্কিম৮.০০% (সরল হার ০৩ থেকে ১৫ বছর মেয়াদী)০৩-১৫ বছর
০৮সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম·       ৬.০০% (চক্রবৃদ্ধি ০৪ থেকে ০৮ বছর মেয়াদী) ·       ৬.৫০% (চক্রবৃদ্ধি ০৯ থেকে ১৪ বছর মেয়াদী) ·       ৭.০০% (চক্রবৃদ্ধি ১৫ থেকে ২০ বছর মেয়াদী)০৩-২০ বছর
০৯স্বাধীন সঞ্চয়  স্কিমসঞ্চয়ী হিসাবে বিদ্যমান মুনাফা হারের অতিরিক্ত ৩% প্রাথমিক জমাঃ ১০০০টাকা৫ অথবা ১০ বছর


সূত্র: সোনালী ব্যাংক
মাত্র ২০ বছর ১৯৬০ টাকা করে জমা করে আপনিও চাইলে মিলিওনিয়ার হয়ে উঠতে পারেন। আপনি বিশ বছরে ৪৭০৪০০.০০ টাকা জমা করে ১০ লক্ষ টাকার মালিক হয়ে উঠতে পারেন।

10 comments

  1. সোনালী ব‍্যাংকে নিজ উপজেলা ছাড়া অন্য উপজেলায় একাউন্ট করা যায় কি?

  2. নরেশ চন্দ্র মন্ডল।আগৈলঝাড়া, বরিশাল says:

    ভ্যাট, ট্যাক্স কর্তন করার পরে কি ১০,০০,০০০ টাকা পাওয়া যাবে নাকি মেয়াদ শেষে দেখানো হলো ১০লক্ষ কিন্তু ভ্যাট ও ট্যাক্স কেটে বাকি টাকা দেয়া হবে?

  3. জ্বি, সব উপজেলায় একাউন্ট করা যায়।

  4. আমার টা হলো ১৫ বছরের আমার জদি এক মাসের টাকা ২৫ তারিখে না দিতে পারি তাহলে কি ২৬ তারিখে দেওয়া জাবে তার জন্যকি কোনো জরিমানা দিতে হবে নাকি
    আর জদি জরিমানা দিতে হয় তাহলে কি এই ১৫ বছরি জরিমানা দিগে হবে নাকি ১ মাস দিলেই হবে

  5. এক নামে কয়টি সোনালী মিলিওনিয়ার স্কীম খোলা যাবে? একটাই না একাধিক খোলা যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *