GPF Balance Check । জিপিএফ জমায় গড়মিল থাকলে কি করবেন?

GPF Balance Check । জিপিএফ জমায় গড়মিল থাকলে কি করবেন?

General Provident Fund Check– GPF Balance Check – GPF Check

জিপিএফ ব্যালেন্স – জিপিএফ ব্যালেন্স চেক এখন খুবই সিম্পল। এই তো কিছুদিন আগেও জিপিএফ ব্যালেন্স জানতে এজি অফিসের হেল্প নিতে হতো কিন্তু এখন আইবাস++ এবং CAFOPFM ওয়েবসাইট হতে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স চেক করা যায়।

সঞ্চয়পত্রের মুনাফা কমানোর কিছুদিন পরই জিপিএফ এর মুনাফাও কমানো হয়। এতে করে উর্ধ্ব ব্যালেন্সধারীদের মুনাফা ২ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ১৫ লক্ষ টাকা উপরে ব্যালেন্স হলে ১২% এবং ৩০ লক্ষ টাকা উপরে ব্যালেন্সধারীদের ১১% মুনাফা দেওয়া হবে। অন্যদিকে নিম্ন সঞ্চয়ধারীদের মুনাফা ১৩% ই রাখা হয়েছে।

আপনি অনলাইনে CAFOPFM.GOV.BD ওয়েবসাইট ভিজিট করে আপনার ইএফটিতে দেওয়া এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে ব্যালেন্স জেনে নিতে পারেন। তবে এখানে তারা ওটিপি সিকিউরিটি ব্যবস্থা রেখেছে যার কারণে আপনি ছাড়া বা আপনার ব্যবহৃত মোবাইল ছাড়া কেউ আপনার জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন না।

জিপিএফ ব্যালেন্স দেখতে কি করতে হবে? / কিভাবে জিপিএফ ব্যালেন্স দেখতে হয়?

নিচের ওযেব সাইটটি আপনাকে জিপিএফ ব্যালেন্স দেখতে সাহায্য করবে /আইবাস++ ডিডিও আইডি হতে কর্মচারীদের জিপিএফ এবং কর্মকর্তাগণ নিজের আইবাস++ আইডি হতে ব্যালেন্স ও মুনাফা চেক করতে পারবেন।

জিপিএফ ব্যালেন্স চেক

Caption: GPF Information column Click here check now  / Only input NID and mobile number

What is the process of checking gpf balance in Bangladesh

  1. For Self Check visit: www.cafopfm.gov.bd
  2. another option to visit accounts office to check GPF Balance or Profit
  3. if you are a self drawing officer, you can check your gpf balance or profit from your ibas++ ID
  4. I you are a staff, you have to check gpf by DDO ID of you office.
  5. DDO can check staff gpf balance and control it.

If there any video tutorial to check gpf balance from cafopfm.gov.bd?

Yes – we have made a video tutorial to check gpf balance or profit from online or website: cafopfm.gov.bd. I put the link of video tutorial to check gpf balance from online. This is easy and simple way and option to use it.

জিপিএফ জমায় গড়মিল আছে কি?

যদি থাকে তবে আপনি হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে ঠিক করে নিতে পারবেন। আবার এমন যদি হয় যে, আপনি গত বছর জুন মাসে জিপিএফ বৃদ্ধি করেছেন তবে ১১ মাসে চলতি রেট এবং ১ মাসের পূর্বের রেটে চাঁদা জমা হলে গড়মিল দেখাবে। এতে সমস্যার কিছু নেই। কারণ চলতি মাসের জিপিএফ চাঁদা পরবর্তী মাসে জমা হয়।

GPF Balance Check BD । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম মুনাফাসহ

2 comments

  1. আমার জি পি এফ এ মাসিক কিস্তি জমা করি ৪০০০ টাকা করে বছরে জমা হবার কথা ৪৮০০০ হাজার কিন্তু জমা হয়েছে ৪৬৮০০টাকা ১২০০ টাকা গর মিল হচ্ছে জানালে খুবই উপকার হবে

    1. বার মাস কি সমান হারে কেটেছেন? গত বছর যদি জুন মাসে জিপিএফ বৃদ্ধি করে থাকেন তবে এক মাসের পূর্বের রেটে জমা হয়েছে। তা যদি না হয়। হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন ঠিক করে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *