জিপিএফ স্লিপ,জিপিএফ তথ্য, জিপিএফ হিসাব দেখার নিয়ম, www.cafopfm.gov.bd সিএএফও/পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট, ibas++gpf balance check, GPF Balance check, GPF balance check on mobile, জিপিএফ অ্যাকাউন্ট,

GPF fund balance check । অনলাইনে জিপিএফ দেখা যাচ্ছে

অনলাইনে জিপিএফ চে করার নিয়ম – জিপি ফান্ড সম্পূর্ণ আপনার একাউন্ট তাই তথ্য দেখার অধিকার আপনাকে দেয়া হয়েছে – GPF Fund Check 2022

GPF fund balance check – জিপিএফ চেক করার জন্য CAFOPFM ওয়েবসাইট হতে কিছু দিন ওটিপি না আসলেও এখন আসছে। আপনি এই মুহুর্তে অনলাইনে জিপিএফ চেক করতে পারেন। চলতি বছরের জিপিএফ এখনও ঠিক হয়নি অর্থাৎ অনুমোদিত হলে ঠিক দেখাবে।

যদি আপনি ইতোপূর্বে আপনার মূল বেতনে ২৫% কর্তন করে থাকেন তবে আপনি আপনার জিপিএফ চাঁদা জুন মাসে আর বৃদ্ধি করতে পারবেন না। তাই আপনি জিপিএফ চাঁদা বাড়াতে চাইলে জুলাই মাসে বাড়তে পারবেন। মোট কথা ভবিষ্যত অর্থাৎ জুলাই মাসে বাড়বে এমন মূল বেতনের উপর আপনি জুন মাসে জিপিএফ চাঁদা বাড়াতে বা কাটতে পারবেন না।

You can decrease or increase your gpf upto 25% of your present basic. Your basic is based to cut off or deduction from salary. So if you want to raise your gpf from 25% of previous basic you can make big or increase your gpf in July.

পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট নাম দেখেই কাজ বুঝা যায় / সিজিএ এর এই অফিসটি পেনশন এবং জিপিএফ ফান্ড নিয়ে কাজ করে থাকে।

আপনার জিপিএফ এর সমস্ত তথ্য দেখুন অনলাইনেই। প্রতিমাসে জিপিএফ অগ্রিম এবং জিপিএফ চাঁদা ঠিকমত জমা হচ্ছে কিনা খোজ করুন এখনই- www.cafopfm.gov.bd

GPF check process

Caption: gpf online checking process 2022 । জিপিএফ চেক করার সহজ পদ্ধতি

জিপিএফ চেক করার পদ্ধতি ২০২২

  1. প্রথমে আপনি CAFOPFM লিখে মোবাইল বা ফোনে গুগল করুন।
  2. সার্চ রেজাল থেকে ৫ম রেজল্টে গিয়ে
  3. GPF Information – Technical Alamin এ ক্লিক করুন।
  4. অতপর https://www.cafopfm.gov.bd এই লিংকে গিয়ে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট ভিজিট করুন।
  5. GPF Information এ ক্লিক করে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিন এবং মোবাইল নম্বর দিন।
  6. Submit এ ক্লিক করলে মোবাইলে ম্যাসেজ আসবে। ব্যাস মেসেজটি ইনপুট দিয়ে Submit or OK Click করলেই স্টেটমেন্ট দেখাবে।
  7. যেখানে জিপিএফ প্রতিমাসের চাঁদা, ব্যালেন্স মুনাফা ইত্যাদি দেখাবে।

জিপিএফ কেন চেক করতে হবে?

জিপিএফ আপনার সম্পদ – এটি চেক করতে হবে ব্যাপারটি এমন নয়। আপনি যদি চেক না করেন তবেও চলবে কিন্তু আপনার যদি আপনার সম্পদের পরিমান অর্থাৎ জিপিএফ ব্যালেন্স কত হয়েছে তা জানার আগ্রহ থাকে তবে আপনি অনলাইনে চেক করে দেখতে পারেন। চেক করতে www.cafopfm.gov.bd এই লিংকে যান।

www cafopfm gov bd gpf । জিপিএফ চেক এখনেই করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *