চলতি মাসের চাঁদা জমা হয়েছে কিনা বা চলতি মাস পর্যন্ত কত টাকা জমা হয়েছে তা আপনি মোবাইল দিয়েই চেক করতে পারবেন-GPF balance check on mobile
CAFOPFM এর কোন অপশনে যেতে হবে? তিনটি অপশন পাবেন সেখান থেকে GPF Information এর মেন্যূতে Click here এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন। যেমন আপনার এনআইডি নম্বর দিন (অবশ্যই আইবাস++ বা ফিক্সেশন বা ইএফটি করার সময় যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছেন) সেটি সরবরাহ করবেন। তারপর আপনার মোবাইল নম্বর (যেটি আপনি ইএফটি’র সময় দিয়েছেন) টি সরবরাহ করুন। অর্থ বছর সিলেক্ট করুন (যে অর্থ বছরের হিসাব আপনি দেখতে চাচ্ছেন)। সর্বশেষ অর্থ বছর সিলেক্ট করাই থাকে। Then Just Submit বাটনে ক্লিক করুন। ঘরে বসেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করুন।
মূল কপি পেতে হিসাবরক্ষণ অফিসে যেতে হবে না? না।–ডিডিও আইডি হতে এ বছর ২০২৩-২০২৪ অর্থ বছরের জিপিএফ জুলাই মাস হতেই পাওয়া যাবে। যদিও আমরা CAFOPFM ওয়েবসাইট হতেও সংগ্রহ করতে পারবো কিন্তু জিপিএফ অগ্রিম গ্রহনের ক্ষেত্রে আইবাস++ হতে যে জিপিএফ একাউন্টস স্লিপ পাওয়া যায় সেটি সংগ্রহ করতে পারবেন। আইবাস++ হতে ডাউনলোড বা প্রিন্ট করা কপি হিসাবরক্ষণ অফিসের স্বাক্ষর প্রয়োজন পড়বে না।
সরকারের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) বা সাধারণ ভবিষ্যৎ তহবিলে রাখা টাকায় সুদ মেলে ১৩.৫ শতাংশ। এই উচ্চ সুদের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী নিজেদের মূল বেতনের পুরোটাই জমাতেন প্রভিডেন্ট ফান্ডে। ১৯৭৯ সাল থেকে চলে আসা এমন সঞ্চয়ে এবার রাশ টানল সরকার। এখন থেকে সরকারি চাকরিজীবীরা তাঁদের মূল বেতনের ২৫ শতাংশের বেশি প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবেন না। প্রভিডেন্ট ফান্ডে রাখার সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৫ শতাংশ আর সর্বোচ্চ ২৫ শতাংশ।
জি মোবাইল দিয়েই চেক করা যায় / নিজ অফিস বা কম্পিউটার লাগে না জিপিএফ চেক করতে।
cafpfm লিখে গুগল করে GPF Information>NID>Mobile>Submit>OTP>GPF Ledger> Done
Caption: gpf balance check link
GPF Balance Check । জিপিএফ হিসাবে কত টাকা জমা হয়েছে চলুন লেজার চেক করে দেখি
- এই লিংকে ভিজিট করুন: জিপিএফ চেক
- GPF Information লেখার নিচে Click Here এ ট্যাপ করুন।
- এনআইডি এবং মোবাইল নম্বর লিখুন।
- Submit ক্লিক করুন।
- OTP দিন।
- GPF Subsidiary Ledger এর নিচে GO ক্লিক করুন।
- ব্যাস চলতি মাসের জমা এবং মোট ব্যালেন্স দেখতে পারবেন।
- মে মাস শেষে মুনাফাসহ ব্যালেন্স দেখতে পাবেন।
জিপিএফ ব্যালেন্স চেক করতে কি কি লাগে?
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে যা লাগবে– GPF balance check online– অনলাইনে জিপিএফ হিসাব বের করার নিয়ম খুবই সহজ একটি প্রক্রিয়া যা আপনি নিজেই সহস করে চেষ্টা করতে পারেন। অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে নিচে উল্লেখিত জিনিসগুলো লাগবে। একটি স্মার্টফোন/ কম্পিউটার/ ট্যাব (ইন্টারনেট ব্রাউজ করা যায় এমন যে কোন ডিভাইজ । ইন্টারনেট (ব্রডব্যান্ড বা মোবাইল ইন্টারনেট বা ওয়াইফাই । NID / SMART NID Card নম্বর (পে ফিক্সেশন করার সময় যেটি ইএফটি করার জন্য ব্যবহার করেছেন। মোবাইল নম্বর (ইএফটি বা পে ফিক্সেশনে যেটি ব্যবহার করেছেন।
www cafopfm gov bd gpf । এখনই জিপিএফ চেক করুন