Sonali Bank Personal Loan । ১০ লক্ষ টাকার ব্যক্তিগত লোন পাওয়ার নিয়ম ২০২৪
সরকারি বা বেসকারি চাকরিজীবীদের বিভিন্ন প্রয়োজনে বড় ধরনের ব্যক্তিগত লোন প্রয়োজন পড়ে। সাধারণত ছোট খাট লোন, হাত কর্জ বা ধার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট পাওয়া গেলেও বড় ধরনের লোনের জন্য ব্যাংক ছাড়া কেউ নেই। ব্যাংক থেকে লোন নিতেও বিভিন্ন প্যারা পোহাতে হয় তবে শক্ত একটি চাকরি থাকলে এ ধরনের লোন নেয়া সহজ হয়। পার্সোনাল লোন (Personal loan)…… ১০ লক্ষ টাকা।
কারা পাবেন এই লোনটি?
- সরকারী, আধাসরকারী, সকল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও বীমা কোম্পানির কর্মকর্তাগন, সরকারী কর্মকর্তা / কর্মচারীগন এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক কর্মকর্তা / কর্মচারীবৃন্দ, সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
- চাকুরীর মেয়াদকাল কমপক্ষে এলপিআরসহ ০৫( পাঁচ) বছর থাকতে হবে।
- সোনালী ব্যাংকে আপনার বেতন জমা হতে হবে।
সর্বোচ্চ কত টাকা পাওয়া যায় আর মেয়াদই বা কতদিন?
- আপনি ১ লক্ষ থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন।
- মেয়াদ ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর।
- কত টাকা নিলে কত টাকা কিস্তি হবে, তা নীচের চিত্রে
সংযোজন করা হলো।
মাত্র ৯% সুদে ব্যক্তিগত ঋণ । ১লা জুলাইয়ের পর সুদের হার বাড়বে
এক লক্ষ টাকা হতে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিলে কিস্তি কত হবে তা সুদ সহ নির্ধারণ করা হয়েছে।
Schedule of Installment based of Loan Amount
আচ্ছা, আমি কত টাকা সর্বোচ্চ পাবো, তা বুঝবো কীভাবে?
আপনার একাউন্টে যে টাকা জমা হয়, তার দুই তৃতীয়াংশ টাকা, লোনের যে কিস্তির সমান বা উপরে না যায়, আপনি সে পরিমাণ লোন পাবেন।
ধরলাম, আপনার একাউন্টে ১৯২০০ টাকা জমা হয়। তাহলে, ৩ দিয়ে ভাগ করে ২ দিয়ে গুন করুন. তাহলে হয়, ১২৮০০ টাকা. আপনি ১২৮০০ টাকা কিস্তির সমান বা এর উপরে না হয়। এই পরিমাণ লোন পাবেন। লোন ৬ লক্ষ টাকা এর ৫ বছরে কিস্তি ১২৪৫৫/- টাকা। তাহলে, আপনি ৬ লক্ষ টাকায় পাবেন।
এই লোনটি আমি কেন নিবো? তার আগে বলুন, আপনি কেন এই লোন নিবেন না! আপনি একটি জমি পেলেন যার দাম ১০ লক্ষ টাকা। ২ গন্ডার এই জমি, আপনি না নিলে, আরেকজন নিয়ে ফেলবে. মধ্যে, আপনি একটা Asset হারালেন অর্থাৎ, যখনই কোন কাজ লাভজনক মনে হবে, তখনই এটা নিয়ে ফেলবেন।
আচ্ছা, লোনটি যদি আগে শোধ করতে চাই, তখন ইন্টারেস্ট হিসাব কীভাবে হবে? সোজা কথা বলি. সোনালী ব্যাংকে, কোন hidden চার্জ নেই। আপনি টাকা নিয়ে যেদিন আসবেন তার আগেরদিন পর্যন্ত ইন্টারেস্ট নিবে।
লোনটি পেতে কতদিন লাগতে পারে? আপনার আবেদন করার মধ্য থেকে ১-৪ দিন। ডকুমেন্টেশন খরচ কত? ১০০০-১২০০ টাকা পর্যন্ত।
কী কী ডকুমেন্টস লাগবে? হুম, এটা নির্ভর করে, আপনি কীসে আছেন, তার উপর যদি, প্রাইমারী শিক্ষক হন তাহলে, আপনার ২ কপি ছবি, ২ কপি আইডি কার্ডের ফটোকপি, আপনার গ্যারান্টর যিনি আপনার মতো সরকারী চাকরীজীবি উনারও ২ কপি ছবি, ২ কপি আইডি কার্ডের ফটোকপি আর প্রভিডেন্ট ফান্ড শীটের ফটোকপি।
এমপিও ভুক্ত শিক্ষক হলে, এমপিওর কপি। টাকা সবারই দরকার হয়. হয়তোবা, আপনার কাছে এমন সুযোগ আসলো, ১০ লক্ষ টাকা এখনই লাগছে।
মুহুর্তের মধ্যে Contact করুন, সোনালী ব্যাংকের শাখায়। আমরা সবসময় পাশে আছি আপনার। সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ কামনা সবসময়।
সূত্র: সোনালী ব্যাংক পরিপত্র
বি:দ্র: সরকার স্মার্ট রেট তৈরি করেছে প্রতি মাসেই এটি রিভাইজ করা হয় এবং স্মার্ট রেটের সাথে ৩-৩.৫% অতিরিক্ত যোগ করে ঋণের সুদ নির্ধারণ করা হয়।
আমি সেলুন কাজ করি গরু ছাগল পালন করি আমার স্তী চাকরি করে আমাদের দুইজনের আয় বাড়ানোর জন্য লোনের প্রয়োজন আমি ব্যাংকে গিয়েছিলাম কিন্তু তাঁরা বললো যারা ব্যবসা করে তাঁরাই লোন পাবে আমি কেনো পাবো না আমার লোনের দরকার পাঁচ বছরের জন্য
বেসরকারি ব্যাংকে যোগাযোগ করুন।
আমি সৌদি আরব প্রবাসী এই শোন আমি নিতে পারবো
আমার মাসিক ইনকাম আশি হাজার টাকা
পারবেন। নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করতে বলেন।
md.rigan335@gmail.com
ভাই আমি কি বিদেশ যাওয়ার জন্য ৪ লক্ষ টাকা লোন পেতে পারি। আমার ভিসা এসে পরেছে। দুবাই তে
৪ লক্ষ টাকা লোন নেয়ার জন্য ইনকাম সোর্স থাকতে হবে। আপনি বিদেশ যাওয়ার জন্য নিতে হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগযোগ করুন।
আমি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করি।আমার সেলারি চৌদ্দ হাজার টাকা। আমি দুই লক্ষ টাকা লোন নিতে পারব তিন বছরের জন্য
পারবেন। এখনই যোগাযোগ করুন।
আমি পুলিশে চাকরি করি। আমি কি লোন নিতে পারবো?
অবশ্যই পাবেন
Vi saudi arob thaki 30000 selary pai ameki loon nete parbo.r koto tk loon nete parbo
পারবেন। তবে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে নিলে ভাল হয়।
প্রবাসী কল্যান ব্যাংক ১ লক্ষ টাকার উপরে দেয়না এবং অনেক শর্ত যা পূরন করা অনেকের পক্ষেই সম্ভব নয়
তাহলে সোনালী ব্যাংকে যোগাযোগ করুন। অনেক বেশি পাবেন।
ভাইয়া আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমার মাসিক বেতন ২০,০০০ হাজার টাকা, কিন্তু আমার বেতন ব্যাংক এ যায় ১৯৫০০ টাকা বাকী ৫০০ ফান্ডে জমা থাকে। আর বেতন যায় হলো ব্র্যাক ব্যাংকে আমি কি ৪ লক্ষ টাকা লোন নিতে পারবো ৫ বছরের জন্য?
হ্যাঁ পেতে পারেন। অনুগ্রহ করে সোনালী ব্যাংকের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
পারসোনাল লোন কতবার নেওয়া যায়? এক লোন চলাকালে কী আবার লোন নেওয়া যাবে? পারসোনাল লোন শেষ না করে হোম লোন নেওয়া যাবে?
ব্যাংকগুলো পূর্বের লোন পরিশোধ করে পরবর্তী লোন দেয়। সক্ষমতা থাকাকালে দুই বা ততোধিক লোন।
আমার লোন দরকার আমি মৎস ব্যবসা করি ঢাকা সোয়ারীঘাট আমার ব্যবসা লাইসেন্স আছে যার লাগবে সব টিন আছে বাড়ি দলিল আছে 01788485027 /01724010477
অনুগ্রহ করে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি সেনাবাহিনীতে চাকরি । আমি পাচ বছ রের জন্যে লোন চাই, আমি কি পাব৷
সোনালী ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।
স্যার আমি প্রাইমারী স্কুলে অফিস সহকারী চাকরি করি আমি কি ৫ লক্ষ টাকা লোন পাবো
পারবেন। অনুগ্রহ করে নিকটস্থ সোনালী ব্যাংকে যোগাযোগ করুন।
আমি এনজিওতে চাকুরি করি আমার একাউন্টে মাসে ২০ হাজার টাকা ডুকে আমি কি লোন পাবো?
অবশ্যই পাবেন। ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি সরকারি চাকুরি(ডিফেন্স) করি বেতন ১৬,০০০। এতে করে কি লোন পাওয়া সম্ভব
অবশ্যই পাবেন। নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি কি কিস্তি নিতে পারবো মাসে ১৬৫০০ টাকা বেতন পাই
অবশ্যই পারবেন। নিকটস্থ ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি একজন উদ্যোক্তা।আমার ৫- ৬ টাকা লোন দরকার। কিভাবে পাব? শর্ত সমূহ কী কী??
প্রতিটি ব্রাঞ্চের নিয়ম নীতি কিছুটা ভিন্ন হয়। অনগ্রহ করে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি দুই লক্ষ টাকা লোন নিতে চাই। আমার মাসিক বেতন বিশ হাজার। আমি কি লোন পাব?
অবশ্যই পাবনে নিকটস্থ ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি একজন সরকারী কর্মকর্তা, আমি ডিফেন্স এ চাকুরী করি। আমি কি পাঁচ লক্ষ টাকা লোন পেতে পারি????
অবশ্যই। আপনি নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।
Phone number
Plz
ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি একজন সরকারি ২০তম গ্রেডের কামচারী, আমার বেতন কাটিন বাদে পাই ১৪৬৭৭ টাকা, তাহলে আমি কি লোন পেতে পারি,, আমার বেতন হয় ট্রাস্ট ব্যাংকে,একটু জানাবেন প্লিজ,,
অবশ্যই। ঐ ব্যাংকেও পেতে পারেন বা সোনালী ব্যাংকেও পেতে পারেন।
আমি একজন ব্যবসায়িক চা পাতার, আমার ঠিকানা হল ভোলা বাংলা বাজার, দৌলতখান,
আমি একটি লোন নিতে চাই সোনালী ব্যাংক থেকে
কীভাবে আমি লোনটা নিতে পারি
নিকটস্থ সোনালী ব্যাংকে যোগাযোগ করুন। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করুন। সোনালী ব্যাংক লোন ২০২২
৫-১০ লক্ষ টাকা লোন নিলে সরকারী চাকুরির মেয়াদ কতদিন হতে হবে। ১০ম গ্রেড এর চাকুরী সর্বোচ্চ কতটাকা লোন পেতে পারি? এবং বাড়ি নির্মাণ লোনের ব্যপারে জানতে চাই।
চাকুরি স্থায়ী হলেই হবে। ব্যাংক বেসিক এবং সক্ষমতা অনুসারে ঋণ দেয়।
ami sorkari prokolpote job kori,ami ki pabo
অবশ্যই পাবেন। মূল বেতন অনুসারে ঝুকি বিবেচনায় ঋণ পাবেন।
আমার বাবা সরকারী চাকুরিজীবী ছিলেন। উনি মারা যাবার পর আমার মা পেনশনের টাকা সোনালী ব্যাংক একাউন্টে পান। এটার উপর ভিত্তি করে উনি কি লোন পেতে পারেন?
হ্যাঁ পেতে পারেন।
আমি শাহজালাল ইসলামি ব্যাংকে চাকরি করি।আমার বড় ছেলের ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য, সোনালি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চাচ্ছি।এ বিষয় বিস্তারিত জানতে চাচ্ছি।
আমি একটা জাহাজে চাকরি করি আমি কি লোন নিতে পারব আমার মাসিক বেতন ১৭.৫০০ টাকা আমি কি ৩০.০০০ টাকা লোন নিতে পারব
অবশ্যই পারবেন। নিকটস্থ সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমার একাউন্ট ফরিদপুর কর্পোরেট ব্রাঞ্চ এ,আমি কি ঢাকার কোন ব্রাঞ্চ থেকে লোন পাবো?
ওখানেই ট্রাই করুন।
আমি ৫ বছর মেয়াদি ৬ লক্ষ টাকা লোন নিতে চাই সেটা কি পসিবলে? এবং আমি যদি মেয়াদ শেষ হবার আগেই লোন সম্পূর্ণ শেষ করতে চাই তাহলে কি সেটা সম্ভব?
নিতে পারবেন কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে পরিশোধের বিষয়টি অবশ্যই আলোচনা করে নিবেন। সংশ্লিষ্ট ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমার বেতন ১১ হাজার টাকা বেসরকারি চাকরি করি আমি কী ১ লাখ টাকার শোন পাব?
অবশ্যই পাবেন। স্থানীয় সোনালী ব্যাংকে যোগাযোগ করুন।
Amar salary j branch a hoi oi branch chara onno kkno sonali bank er branch theke ki loan neya jabena?
যাবে। তবে একাউন্ট ট্রান্সফার করে নিতে বলে।
My salary is 18000 but I get 17139 Tk in my Account Can I get 3 Lac Taka personal loan in August 2022?
Yes You can get 3 lac as loan. Pls contact nearest Sonali Bank Branch
Amr beton to rupali bank a hoy ami ki pabo loan ta
ব্যাংক একাউন্ট ট্রান্সফার করতে হবে। তবুও আলোচনা করে দেখতে পারেন। সোনালী ব্যাংক অন্য ব্যাংকে একাউন্ট থাকলেও অন্যান্য ঝুকিঁ বিবেচনায় লোন দেয়।
ভাই সরকারি চাকুরীজীবীদের কি স্যালারি সারটিফিকেট লাগবে?
হ্যাঁ। লোন নিতে তো লাগবেই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি একজন সরকারি কর্মচারী।। আমার বেতন ১৬ হাজার ৭০০ টাকা।। আমি কি এই লোন নিতে পারব
পারবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি একজন সরকারি কর্মচারী।। আমার বেতন ১৬ হাজার ৭০০ টাকা।। আমি কি এই লোন নিতে পারব
পেতে পারেন। অনুগ্রহ করে ব্রাঞ্চে যোগাযোগ করুন।
Ami Textile job Kari Amar Salary-28000/= tk. Ami ki loan pabo
১৪ হাজার টাকা মাসিক কিস্তি হারে লোন পাবেন।
Ami outsourcing er kaj kori, amar kono amount salary
Kono monyb ye 50,000 tk.kono month ye 30,000 abr kono moth ye 15,000.
Ekhon ami ki loan er jonno apply korte parbo?
গড় বেতন দেখিয়ে লোন নিতে পারেন।
আমি একজন চাকরী জীবি গার্মেন্টসে লাইন প্রধান
আমি মাসিক বেতন ৩০০০০ হাজার টাকা আমি কি সোনালী ব্যাংক থেকে ২০০০০০ টাকা লোন
পেতে পারি
পেতে পারেন।
Pingback: মোবাইলে লোন পাওয়ার উপায় ২০২৩ । ঘরে বসেই ডিজিটাল ঋণ পাওয়া যায় কোন ব্যাংক থেকে? - Technical Alamin
আমি বাহরাইন প্রবাসী, আমার মাসিক ইনকাম ৭০ হাজার টাকা, আমার দেশের বারিতে জমি কেনার জন্য ১০ লাখ টাকা লোন নিতে চাচ্ছি।
টাকা গুলো আমি ৩৬ মাসে পরিশোধ করতে চাই
আমাকে কি লোনটি দেওয়া যাবে
অনুগ্রহ করে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি ১৭৬২০ বেতন পায়। আমি কত টাকা বেতনের উপর লোন পেতে পারি।
বেতনের ৫০% কিস্তি হিসেবে করে কত বছরের জন্য নিবেন তা বিবেচনায় এনে লোন এমাউন্ট নির্ধারণ করা হবে।
Pingback: Sonali Bank Loan EMI Calculation 2024 । ২ লক্ষ টাকা লোনে সুদসহ প্রতিমাসে কিস্তি কত? - Technical Alamin