কনজুমার্স ঋন প্রকল্পের আওতায় ঋণের আবেদনপত্র– ব্যাংক ঋণের জন্য আপনি যে ব্রাঞ্চে আপনার একাউন্ট আছে সেই ব্রাঞ্চে যোগাযোগ করুন। যে ব্যাংকে বেতন ঢুকে সেই ব্যাংক হতে সহজেই লোন পাওয়া যায়। ফরম সংগ্রহ করে আবেদনকৃত ঋণের পরিমাণ, নাম ঠিকানা, মেয়াদ, চাকুরিজীবীর তথ্য ও কর্মস্থল তথ্য ইত্যাদি লিখতে হবে।

ব্যক্তিগত লোনের ক্ষেত্রে গ্যারান্টি প্রদানকারী বা কারীদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আবেদনকারীকে ব্যাংকের শর্ত মানার ঘোষণা দিতে হয়। আবেদন ফর্মে চাকরিতে নিয়োগকারী বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সনদ দিতে হয় যেখানে মোট বেতন ও নীট বেতন উল্লেখ থাকে।

Guarantor এর সুনির্দিষ্ট তথ্য প্রদানকরতে হয়। তার বেতন ভাতাদি, জন্ম তারিখ, নাম ঠিকানা, হিসাব নম্বর দিতে হয়। গ্যারান্টরের কর্তৃপক্ষের বেতন প্রত্যয়ন পত্র যুক্ত করতে হবে।

ঋণ গ্রহণে অঙ্গীকারনামা ও জামিনদাতার স্বাক্ষর অত্যাবশ্যক / অনাপত্তিপত্র, অঙ্গীকারনামা/ ঘোষণাপত্র, প্রতিমাসে কিস্তি কর্তনের অনাপত্তিপত্র ইত্যাদি পূরণ করতে হয়।

নিজ হিসাবে অগ্রিম তারিখ যুক্ত একটি চেকের পাতা স্বাক্ষর করে জমা দিতে হবে।

Sonali Bank Loan Form

Caption: Sonali Bank Loan Form 2025 / Personal Bank Loan Form

ব্যাংক লোনের ক্ষেত্রে অতিরিক্ত আর কি কি ডকুমেন্ট লাগতে পারে?

  1. ঋণের আবেদনপত্র
  2. জাতীয় পরিচয়পত্র (আবেদনকারী ও জামিনদাতার)
  3. ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী ও জামিনদাতার)
  4. হালনাগাদ বেতন বিবরণী (আবেদনকারী ও জামিনদাতার)
  5. প্রভিডেন্ট ফান্ড বিবরণী আবেদনকারীর।
  6. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জাল জালিয়াতির সনদপত্র

সোনালী ব্যাংক লোন লিমিট কত?

আর্থিক সক্ষমতা ও ঋণের ধরণ ভেদে সোনালী ব্যাংক ৫০ হাজার হতে ১ কোটি টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। ব্যবসায়ী সহ অন্যান্যদের ক্ষেত্রে ঋণের জামানত প্রদান করতে হয়। চাকরিজীবীদের ক্ষেত্রে কোন প্রকার জামানতের প্রয়োজন পড়ে না। চাকরিজীবীদের ক্ষেত্রে কিছু প্রত্যয়নপত্র ও অঙ্গীকারই যথেষ্ট।