SONALI BANK SMS BANKING । বাটন মোবাইল হতেই ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট পাওয়া যাবে?
ব্যাংক লেনদেনে মোবাইলে SMS আসছে না? এটা নিয়ে চিন্তার কিছু নেই। এই পোস্টের নিচ থেকে আপনি ফরম ডাউনলোড করে নিন অথবা সোনালী ব্যাংকের যে কোন শাখায় এই ফরমটি চাইলেই পেয়ে যাবেন।
এটি পূরণ করে জমা দিয়ে দিন, এতে করে ট্রানজেকশন এসএমএসও পাবেন এবং যে কোন সময় ব্যাংক ব্যালেন্স একটি এসএমএস এর মাধ্যমে জানতে পারবে। By this service you will get every Transactional SMS of your account instantly. Push Pull Service: By this service you can get account balance(s), mini statement(s), and account sequence of your account instantly through SMS. This service is available for 24×7.
সোনালী ব্যাংকে কারও যদি একাধিক একাউন্ট থাকে তবে সেক্ষেত্রে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। মেসেজ দেওয়ার সময় খেয়াল রাখবেন সোনালী ব্যাংকে যদি আপনার এসএমএসকৃত সিম দিয়ে একাউন্ট তৈরি করা কিনা এবং ভেরিফাইড করা থাকে তাহলে ফিরতি এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স জেনে নিতে পারবেন। SONALI BANK SMS BANKING । মোবাইলে ট্রানজেকশন এসএমএস আসবে
সরকারি চাকরিজীবী ছাড়াও সাধারণ মানুষের ব্যাংক হিসাব রয়েছে সোনালী ব্যাংকে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, এবং সোনালী ব্যাংক ব্যালেন্স চেক করতে ইচ্ছুক। এরা প্রত্যেকেই চায় যে, মোবাইল দিয়ে ঘরে বসে কিভাবে সোনালী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করা যায় এ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। কারণ আপনি যদি এমনিতে Sonali Bank Balance Check করতে চান, তাহলে বাংকে যাওয়া ছাড়া এবং অ্যাপস ব্যবহার করা ছাড়া আর কোন উপায় আছে বলে মনে হয় না। তবে, এপসটি ব্যবহার করলে ডাটা চার্জ প্রযোজ্য হতে পারে, কিংবা আপনার ফোনে হয়তো এই অ্যাপসটি ব্যবহার উপযোগী নাও হতে পারে। সেজন্য আপনি এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন। এটি একটি সহজ প্রক্রিয়া। আপনি আপনার ফিচার ফোন দিয়েও ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। Bank Balance check by Sonali e wallet । ঘরে বসে সোনালী ব্যাংক হিসাব চেক করুন।
Sonali Account Balance Check by sms । Mini Statement by sms
To get account balance(s), mini statement(s), account sequence(s) through “Push Pull Service” please follow the below steps:
- 01. Account Balance Enquiry:
a) For Single A/c (SMS Format): SBL BAL & Send to 26969 - b) For Multiple A/c (SMS Format): SBL BAL1 (for 1st Account) & Send to 26969, SBL BAL2 (for 2nd Account) & Send to 26969 & so on
- 02. Statement Query: a) For Single A/c (SMS Format): SBL STM & Send to 26969
- b) For Multiple A/c (SMS Format): SBL STM 1 (for 1st Account) & Send to 26969, SBL STM 2 (for 2nd Account) & Send to 26969 & so on
- 03. Account Sequence: To know Account Sequence: SBL SEQ & Send to 26969
- 04. About Service: To know the Service: SBL HELP & Send to 26969
- Service Charge: For each service on half yearly basis: BDT 50 + VAT.
*** For registration please fill up the registration form and visit your Branch.
Download: SMS Banking Registration Form
যে কোন সিম দিয়ে মেসেজ দিলেই ব্যালেন্স দেখাবে?
না। –ব্যাংক একাউন্ট নম্বরে যে মোবাইল নম্বর দেওয়া সেই মোবাইল নম্বর দিয়েই মেসেজ করতে হবে। প্রতিটি মেসেজের ক্ষেত্রে মোবাইল অপারেটরগুলো ২.৩০ টাকা চার্জ কাটবে। অর্থাৎ ব্যাংকে না গিয়েও আপনি মাত্র ২.৩০ পয়সা খরচ করে ব্যাংক ব্যালেন্স জেনে নিতে পারেন। ও আর হ্যাঁ সোনালী ব্যাংক হতে আপনি লাস্ট্র ট্রানজেকশনের স্টেটমেন্টও মেসেজের মাধ্যমেই জানতে পারেন। এজন্য আপনি SBL STM SEND 26969 ফরম্যাটে মেসেজ দিন।
https://banksbd.xyz/sonali-bank-sms-banking-%E0%A5%A4-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82/