SSC result rechecking 2024 । এসএসসি ফলাফল চ্যালেঞ্জ করে যেভাবে পুন:নিরীক্ষণের আবেদন করবেন
প্রতি বছর হাজারও শিক্ষার্থী ফল পুন:নিরীক্ষণ আবেদন করে এ প্লাস পাচ্ছে এবং চ্যালেঞ্জ করে পাশও করছে – SSC result rechecking 2024
এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম কি? –এসএসসি রেজাল্ট সবার আগে টেলিটক-এ দেখা যায়। মোবাইলের Message অপশনে গিয়ে 16222 নম্বরে নিম্নোক্ত ফরম্যাটে SMS করে জেনে নিন কাঙ্ক্ষিত ফলাফল। এছাড়াও আপনি www.educationboardresults.gov.bd ওয়েবসাইট হতেও রেজাল্ট চেক করতে পারেন।
SSC এর জন্য মেসেজ পাঠায় কিভাবে? SSC<space>BOARD<space>ROLL<space>YEAR মাদ্রাসা বোর্ডের এর জন্য- Dakhil<space>MAD<space>ROLL<space>YEAR, কারিগরি শিক্ষাবোর্ডের জন্য- SSC<space>TEC<space>ROLL<space>YEAR, ২.৬৭ টাকা প্রতি এসএমএস-এর জন্য (সকল চার্জ অন্তর্ভুক্ত) কাটবে।
আমার ফলাফল পছন্দ হয়নি কি করবো? ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে টাইপ করুন। RSC <space> Board Name (first 3 letters) <space> Roll <space> Year <space> Subject Code এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। এসএসসি ফলাফল পুন: নিরীক্ষণের আবেদন ১৩/০৫/২০২৪ হতে ১৩/০৫/২০২৪ তারিখের মধ্যে করতে হবে। প্রতি বিষয় বা পত্রের জন্য আবেদন ফি ৳১২৫ (একশত পঁচিশ) টাকা টেলিটক ফোন হতে মেসেজের মাধ্যমে দিতে হবে। বিঃ দ্রঃ বোর্ড কতৃর্ক প্রকাশ হওয়ার পর SMS ও ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল জানা যাবে।
এসএসসি ফলাফল পছন্দ না হলে আপনি বোর্ডে চ্যালেঞ্জ করতে পারেন / বোর্ড ফলাফল চ্যালেঞ্জ করা যায় কি?
আপনি মাত্র প্রতি বিষয়ে ১২৫ টাকা ফি দিয়ে রেজাল্ট পুন: নিরীক্ষণের আবেদন করতে পারেন।
Caption: Check Government order
এসএসসি পরীক্ষা ২০২৪ এর ফল পুনঃনিরীক্ষণ । কিভাবে খাতা পুন: নিরীক্ষণের জন্য আবেদন করবেন?
- এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবেঃ ১৩/০৫/২০২৪ তারিখ থেকে ১৯/০৫/২০২৪ তারিখ পর্যন্ত করা যাবে।
- টেলিটক অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন । তাই টেলিটকে আপনি ১২৫ টাকা হারে রিচার্জ করে নিন।
- ধরি আপনি ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং বাংলা ১ম পত্রে আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 101 লিখে send করুন 16222 নম্বরে।
- ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
- এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে send করুন 16222 নম্বরে।
- ব্যাস আবেদন করা শেষ। আপনাকে বেশ কিছুদিন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। কোন পরিবর্তন আসলে মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে। তখন অনলাইনে চেক করে পরিবর্তন দেখতে পাবেন।
পুন:নিরীক্ষনের আবেদনে কি দেখা হয়?
পুনঃনিরীক্ষণে খাতা মূল্যায়ন নয়, চারটি বিষয় দেখা হয়- শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পুনঃনিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনঃনিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো, উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এসব পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেওয়া হয়। এ চারটি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ফল পুন:নিরীক্ষণের মাধ্যমে পাশ বা এ প্লাস পেয়ে থাকে।
https://reportbd.net/ssc-result-re-check-2022-%e0%a5%a4-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%8f/