www.banbeis.gov.bd, unique id form IEIMS Form PDF, স্টুডেন্ট ইউনিক আইডি, Unique ID form Unique ID Form fill up, Student Unique ID Form bd, Unique ID form fill up, online UID form 2022,

Student Unique ID Form 2023। স্টুডেন্ট ইউনিক আইডি ফরম PDF DOWNLOAD

Student Unique ID Form 2023 – ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি ফরম পূরণ করতে হবে – Unique ID Card From Ministry of Education

Unique ID – Every Student must filup Student Unique ID Card Form this year – স্টুডেন্ট ইউনিক আইডি ফরম ২০২৩ আবশ্যিকভাবে পূরণ করতে হবে। গত বছর এটি চালু হওয়ার কথা থাকলেও চলতি বছর এটি পূরণপূর্বক স্কুলে জমাদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

কেন ইউনিক আইডি ফরম পূরণ করে জমা দিতে হবে? বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইজ-BANBEIS) ইতোমধ্যে এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) প্রকল্প এর আওতায় শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম হিসাবে তথ্য এন্ট্রি শুরু হয়েছে। সকল শ্রেণির শিক্ষার্থীদের একটি আইডি নম্বর প্রদান করে সার্ভারে করা থাকবে। সরকার জাতীয় পরিচয়পত্র প্রদান, অনুদান ইত্যাদি’র এর কার্যক্রমে ইউনিউ আইডি ব্যবহার করেই পরিচালনা করবে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ৭ম শ্রেণী হতে ১২ তম শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম ও পূরণের নিয়মাবলি জারি করেছে।

২০২২ সালে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের তথ্যফরম পূরণ কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত থাকবে। মুদ্রিত শিক্ষার্থী তথ্যছকে শিক্ষার্থীর শ্রেণি অনুযায়ী Data Entry করতে হবে। অর্থাৎ ফরমে শিক্ষার্থীদের যে শ্রেণি উল্লেখ রয়েছে সেই শ্রেণি হিসেবেই Data Entry দিতে হবে। অর্থাৎ সকল শিক্ষার্থীর তথ্য ২০২১ সাল বিবেচনা করে Entry করতে হবে। শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের জন্ম নিবন্ধন থাকলে অবশ্যই ১৭ ডিজিটে দিতে হবে। অর্থাৎ ১৩ ডিজিটের নম্বরের শুরুতে জন্ম সাল দিতে হবে। শিক্ষার্থীর BRN এবং জন্ম তারিখ এন্ট্রির পর শিক্ষার্থীর নাম প্রদর্শিত না হলে অন্যান্য তথ্য Entry দেওয়া যাবে না এবং প্রথম Page Save হবে না। তথ্য ছক পূরণ নির্দেশিকা

Unique ID form from www.banbeis.gov.bd/ স্বতন্ত্র আইডি তৈরির ফরম ২০২৩

এ ফরমের মাধ্যমে তথ্য সংগ্রহ করে কর্তৃপক্ষ অনলাইনে এন্ট্রি দিবেন। স্টুডেন্টদের শুধুমাত্র ফরম পূরণ করে তথ্য প্রদান করতে হবে। স্কুল কর্তৃপক্ষ তথ্য অনলাইনে এন্ট্রি দানের ব্যবস্থা করবে।

Student Unique ID form 2022_Page_1

Caption: Student Profile Form / শিক্ষার্থী তথ্যছক যা অনলাইনে ইনপুট করা থাকবে।

ইউনিউ আইডি ফরম পূরণ করবেন যেভাবে (Unique ID Form Fill Up Process)

  1. শিক্ষার্থীর নাম বাংলা এবং ইংরেজীতে জন্ম নিবন্ধন অনুসারে লিখবেন।
  2. স্টুডেন্ট এর জন্ম নিবন্ধন নম্বর।
  3. জন্ম তারিখ (সঠিকভাবে লিখবেন প্রথমে দিন তারপর মাস তারপর বছর)
  4. জেলা, জেন্ডার, জাতীয়তা ধর্ম বিষয়ক সঠিক তথ্য দিন।
  5. অধ্যয়নরত শ্রেণী সঠিকটি সিলেক্ট করুন।
  6. মাতার তথ্য (এনআইডি অনুযায়ী) জন্ম সনদ না থাকলে দিবেন না, থাকলে অবশ্যই দিবেন।
  7. পিতার তথ্যও (এনআইডি অনুযায়ী) জন্ম সনদ না থাকলে দিবেন না, থাকলে অবশ্যই দিবেন।
  8. বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখবেন এনআইডি ও জন্ম সনদ অনুসারে।
  9. শিক্ষার্থীদের আইডি এবং ইউআইডি অনলাইনে এন্ট্রির পর বসবে (কর্তৃপক্ষ বা অফিস বসাবে)
  10. পরীক্ষার ফলাফল এবং পূর্ববর্তী শ্রেণীর ফলাফল দিন (কর্তৃপক্ষ বা অফিস বসাবে)।
  11. উপস্থিতির তথ্য দিবে (কর্তৃপক্ষ বা অফিস বসাবে)।
  12. শখ, ক্রীড়া, সৃজনশীল, শিক্ষার্থীর ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিন।

ইউনিক আইডি ফরমের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে?

মোট ৪টি প্রয়োজনীয় ডকুমেন্টস – শিক্ষার্থীর সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড রঙ্গিন ছবি, যা সম্মুখভাগ থেকে তােলা যেন দুই চোখ একই সাথে দৃশ্যমান হয়)। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ (Birth Registration Certificate) এর অনুলিপি (যদি জন্ম নিবন্ধন করা না থাকে দ্রুত করার ব্যবস্থা নিন।শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্যক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি। শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্যক্ষেত্রে অভিভাবকের জন্ম নিবন্ধনের অনুলিপি (যদি থাকে- না থাকলে জরুরী ভিত্তিতে সংগ্রহ করার প্রয়োজন নেই)।

Student Unique ID Form 2023। স্টুডেন্ট ইউনিক আইডি ফরম PDF DOWNLOAD: ডাউনলোড 

New Birth Registration Online application Process 2022 । নতুন জন্ম নিবন্ধন আবেদন পদ্ধতি (ভিডিও সহ)

5 comments

    1. চলতি বছর। তবে নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সময় অতিক্রান্ত করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *