সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ২০২৩ । শিক্ষার্থীদের মধ্যে ডুপ্লিকেট একাউন্টধারী শিক্ষার্থীদের তথ্য সংশোধন নির্দেশনা - Technical Alamin
শিক্ষা ও উপবৃত্তি ২০২৫

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ২০২৩ । শিক্ষার্থীদের মধ্যে ডুপ্লিকেট একাউন্টধারী শিক্ষার্থীদের তথ্য সংশোধন নির্দেশনা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে শিঘ্রই উপবৃত্তি প্রদান করা হবে মর্মে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-১২শ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে ডুপ্লিকেট একাউন্টধারী শিক্ষার্থীদের তথ্য সংশোধন নির্দেশনা প্রদান করা হয়েছে- সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ২০২৩

কাদের উপবৃত্তি কর্মসূচি?- সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন অনলাইনে গ্রহণ করে উপবৃত্তির অর্থ ইএফটি/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এবং টিউশন ফির অর্থ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়। ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ২০২৩ । মাসিক ২৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রাপ্ত হইবে

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৩ সালের ৬ষ্ঠ-১২শ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর মাঝে ইতোমধ্যে জানুয়ারি-জুন/২২ কিস্তির উপবৃত্তি বিতরণ করা হয়েছে। কিন্তু কিছু শিক্ষার্থীদের ক্ষেত্রে একই একাউন্ট নম্বর একাধিক বার ব্যবহার এবং প্রতারক চক্র কর্তৃক অবৈধভাবে অনাধিকার উপায়ে একাউন্ট নম্বর পরিবর্তন করার কারণে উপবৃত্তির অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি। Eservice pmeat gov bd । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩

এমতাবস্থায়, শিক্ষার্থীদের একাউন্ট নম্বরসমূহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক সংযুক্ত Excelsheet এ আগামী ০৭.০৫.২০২৩ তারিখের মধ্যে আবশ্যিক ভাবে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরন করে তথ্যাদি সংশোধন করে সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ২০২৩ । শিক্ষা সহায়তার অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৩ / ০৭ মে/২০২৩ এর মধ্যে তথ্য সংশোধন করতে হবে

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশোধিত তালিকা সংগ্রহপূর্বক একত্রিত করে একটি Excelsheet এ সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসিয়াল ইমেইল হতে কর্মসূচির (hsp@pmeat.gov.bd) ইমেইলে প্রেরণ করবেন। কোনক্রমে শিক্ষা প্রতিষ্ঠান হতে আলাদা আলাদা Excelsheet প্রেরণ করা যবে না ।

Caption: Source of Information

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ২০২৩ । শিক্ষার্থীদের ভুল তথ্য সংশোধনের নিয়মাবলী

  • প্রেরিত শিক্ষার্থীদের ডাটাবেইজ ( শিক্ষার্থীর নাম, জন্ম নিবন্ধন নম্বর, শ্রেণি, অভিভবাকের নাম ও NID নম্বর) সঠিক আছে কিনা যাচাই করতে হবে। কেবল মাত্র সঠিক যোগ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে তথ্যসমূহ পুরণ করতে হবে। কোন ক্রমেই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় বা ভুয়া (যদি থাকে) শিক্ষার্থীদের তথ্য পুরণ করা যাবে না ।
  • সংযুক্ত Excelsheet এর শুধুমাত্র Blank/খালি (ব্যাংক, শাখা, একাউন্ট নম্বর, হিসাবধারীর নাম ও রাউটিং নম্বর) ঘর গুলোতে তথ্যাদি পুরণ করতে হবে। অন্যান্য ঘর এ কোন রকম তথ্য সংশোধন/পরিবর্তন করা যাবে না।
  • একই একাউন্ট/মোবাইল নম্বর একাধিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
  • তথ্য এন্ট্রির সময় পিতাকে অভিভাবক নির্বাচিত করলে পিতার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে একাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসাবে পিতার নাম এন্ট্রি করতে হবে। অভিভাবক হিসাবে মাতাকে নির্বাচিত করলে মাতার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে একাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসাবে মাতার নাম এন্ট্রি করতে হবে। পিতা/মাতার অনুপস্থিতিতে অন্য কোন ব্যক্তিকে (ভাই/বোন/দাদা/দাদী/নানা/নানী/ইত্যাদি) অভিভাবক হিসাবে নির্বাচিত করলে তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসাবে তাঁর নাম এন্ট্রি করতে হবে।
  • স্কুল ব্যাংকিং/এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে যার নামে একাউন্ট খোলা হয়েছে হিসাবধারীর নাম হিসাবে তার নাম এন্ট্রি করতে হবে।
  • মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড (বিকাশ/নগদ/রকেট/উপায়/শিওরক্যাশ) ব্যবহার করার ক্ষেত্রে Bank এর ঘরে সংশ্লিষ্ট সার্ভিস লিমিটেড (বিকাশ/নগদ/রকেট/উপায়/শিওরক্যাশ) এর নাম লিখতে হবে এবং Branch এর ঘরে কিছু লিখার প্রয়োজন নেই । এক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট, উপায় ও শিওরক্যাশ এর Routing Number এর ঘরে যথাক্রমে ৬০২৭5554, 200275556, 90275553, 245275553 ও ১৮৫২৭৫৫৫০ ব্যবহার করতে হবে। এজেন্ট ব্যাংকিং একাউন্ট নম্বর ব্যবহার করার ক্ষেত্রে Branch এর ঘরে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ও Routing Number এর ঘরে এজেন্ট ব্যাংকিং এর রাউটিং নম্বর প্রদান করতে হবে।
  • অনলাইন ব্যাংক একাউন্ট/স্কুল ব্যাংকিং একাউন্ট নম্বর ব্যবহার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক এর শাখা ও রাউটিং নম্বর প্রদান করতে হবে।

ডিসেম্বর অর্ধাংশের মধ্যে তথ্য প্রেরণ করতে হবে?

জি। ০৭ মে ২০২৩ তারিখের মধ্যে তথ্য সংশোধন করতে হবে। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনকে উক্ত বিষয়টি অবহিতকরণসহ মনিটরিং করবেন। উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে এবং সঠিক নম্বর ব্যতিত অন্য/ভুল একাউন্ট নম্বর প্রদান করা হলে সৃষ্ট যে কোন সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

https://bdservicerules.info/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b9/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *