“১ কাঠা = শতাংশ” – লিখে গুগল করলে শুরুতেই যে ফলাফল গুগল দেখাবে তা ভুল। ১.৫ শতাংশ = ১ কাঠা নয়। এক কাঠা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ l গাণিতিক বাক্যে রূপান্তর, ১ কাঠা = ১.৬৫ শতাংশ দাঁড়ায় তাই আসুন ভূমি পরিমাপ সম্পর্কে ন্যূনতম ধারনা নিয়ে নিই।

ভূমি সংক্রান্ত যাবতীয় দলিলাদি লিখন, সরকারি হিসাব ও অফিসের কাজ ইত্যাদি যাবতীয় বিষয়ে ভূমির পরিমাপ গুলো হল ডেসিমেল বা শতাংশ বা শতক, কাঠা, বিঘা এবং একর।  এই পরিমাপ সর্ব এলাকায় সর্বজন গৃহীত এবং এটা “সরকারি মান“( Standard Measurement) বলে পরিচিত। আরও কিছু পরিমাণ রয়েছে তা হলো ইঞ্চি, ফুট ও গজ। যেমন- ১২” ইঞ্চি = ১ ফুট, ৩ ফুট= ১ গজ, ভূমি যে কোন সাইজের হোক না কেন ভূমির দের্ঘ্য ও প্রস্থে যদি ৪৮৪০ বর্গগজ হয় তাহলে এটা ১.০০ একর (এক একর) হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ভূমির দৈর্ঘ্য ২২০ গজ এবং প্রস্থ ২২ গজ সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থ গুন করলে ২২০ গজ×২২ গজ= ৪৮৪০ বর্গগজ বা এক একর হয়।

ভূমির আঞ্চলিক পরিমাপ ২০২২- ভূমির পরিমাপ পদ্ধতি সঠিক এবং সহজ করার জন্য ফরাসী বিজ্ঞানী এডমন্ড গান্টা এই পদ্ধতি আবিষ্কার করেন। তিনি ভূমি পরিমাপের জন্যে ইস্পাত দ্বারা এক ধরণের শিকল আবিষ্কার করেন। তিনি ভূমি পরিমাপের জন্য ইস্পাত দ্বারা এক ধরণের শিকল আবিষ্কার করেন। পরবর্তীতে তার নাম অনুসারেই এই শিকলের নামকরণ করা হয় গান্টার শিকল। আমাদের দেশে গান্টার শিকল দ্বারা জমি জরিপ অত্যন্ত জনপ্রিয়। একর, শতক এবং মাইলষ্টোন বসানোর জন্য গান্টার শিকল অত্যন্ত উপযোগী। এই শিকলের দৈর্ঘ্য ২০.৩১ মিটার (প্রায়) বা ৬৬ ফুট।  গান্টার শিকল ভূমি পরিমাপের সুবিধার্থে একে ১০০ ভাগে ভাগ করা হয় থাকে। এর প্রতিটি ভাগকে লিঙ্ক বা জরীপ বা কড়ি বিভিন্ন নামে ডাকা হয়। প্রতি এক লিঙ্ক = ৭.৯২ ইঞ্চি তাহলে দৈর্ঘ্য ১০ চেইন × প্রস্থে ১ চেইন = ১০ বর্গ চেইন = ১ একর।

আমাদের দেশে জমি-জমা মাপ ঝোকের সময় চেইনের সাথে ফিতাও ব্যবহার করা হয় সরকারি ভাবে ভূমি মাপার সময় চেইন ব্যবহার করা হয় এবং আমিন সার্ভেয়ার ইত্যাদি ব্যাক্তিগণ ভূমি মাপার সময় ফিতা ব্যবহার করেন ভূমির পরিমান বেশি হলে চেইন এবং কম হলে ফিতা ব্যবহার করাই বেশি সুবিধাজনকবিভিন্ন প্রকারের আঞ্চলিক পরিমাপ

শহরাঞ্চলে জমি বিক্রি হয় কাঠা হিসেবে, যেখানে গ্রামে বিক্রি হয় শতাংশ বা বিঘা হিসেবে। katha = sotangsho? No

ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে প্রতিটি ফ্ল্যাট স্কয়ার ফুট বা বর্গফুট হিসেবে বিক্রি করা হয়। ফ্ল্যাট সাধারণত ৮০০-১২০০ বা ১৬০০ স্কয়ার ফুট হয়ে থাকে।

৩ কাঠা কত শতাংশ, ৫ কাঠা কত শতাংশ, ১ কাঠা কত গন্ডা, ২ কাঠা কত শতাংশ, ১ কড়া কত শতাংশ, ১ বিঘা কত শতাংশ, ১ কাঠা কত ডেসিমেল, 1 কাঠা = কত একর,

1 katha = 1.65 shotangsho । So 3 katha = 3*1.65 = 4.95 shotangsho or Decimal

ভূমি বা জমির পরিমাপ পদ্ধতি একক হলো বর্গগজ, বর্গফুট, হেক্টর, কাঠা, বিঘা, একর অনুযায়ী নির্ধারিত হয়।

  1. ৪৮৪০ বর্গগজ = ১ একর
  2. ৪৩৫৬০ বর্গফুট = ১ একর
  3. ১৬১৩ বর্গগজ = ১ বিঘা
  4. ১৪৫২০ বর্গফুট = ১ বিঘা
  5. ৮০.১৬ বর্গগজ = ১ কাঠা
  6. ৭২১.৪৬ বর্গফুট = ১ কাঠা
  7. ৪৮.৪০ বর্গগজ = ১ শতাংশ
  8. ৪৩৫.৬০ বর্গফুট = ১ শতাংশ
  9. ৫.০১ বর্গগজ = ১ ছটাক
  10. ৪৫.০৯ বর্গফুট = ১ ছটাক
  11. ১.১৯৬ বর্গগজ = ১ বর্গমিটার
  12. ১০.৭৬ বর্গফুট = ১ বর্গমিটার
  13. ১ হেক্টর = ২.৪৭ একর
  14. ১ হেক্টর = ৭.৪৭ বিঘা
  15. ১ হেক্টর = ১০০ এয়র
  16. ১ কাঠা = ১৬ ছটাক
  17. ১ কাঠা = ১.৬৫ শতাংশ
  18. ১ কাঠা = ১৬৫ অযুতাংশ
  19. ১ বিঘা = ৩৩ শতাংশ
  20. ১ বিঘা = ২০ কাঠা
  21. ১ একর = ১০০ শতাংশ
  22. ১ একর = ৬০.৬ কাঠা
  23. ১ একর = ৩.০৩ বিঘা
  24. ১ গন্ডা = ৪ কড়া
  25. ১ গন্ডা = ৮৬৪ বর্গফুট
  26. ১ কড়া = ২১৬ বর্গফুট
  27. ১ কানি = ২০ গন্ডা
  28. ১ কানি = ১৭২৮০ বর্গফুট
  29. ২ কানি ১০ গন্ডা = ১ একর
  30. ১ কানি = ১৭২৮০ বর্গফুট
  31. ১ কানি = ১৯৩৬ বর্গগজ
  32. ১ কানি = ১৬১৯ বর্গমিটার
  33. ১ কানি = ৪০,০০০ বর্গ লিঙ্ক
  34. ১ একর = ১০ বর্গ চেইন
  35. ১ একর = ১০০ শতক
  36. ১ একর = ৪,০৪৭ বর্গমিটার
  37. ১ একর = ৩ বিঘা ৮ ছটাক
  38. ১ ছটাক = ২০ গন্ডা
  39. ১ ছটাক = ৪৫ বর্গফুট
  40. ১ কাঠা = ১৬ ছটাক
  41. ১ কাঠা = ৭২০ বর্গফুট
  42. ১ বিঘা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত
  43. ১ বিঘা = ২০ কাঠা
  44. ১ বিঘা = ৩৩,০০০ বর্গলিঙ্ক
  45. ১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট

ফিতা পদ্ধতিতে ভূমি পরিমাপের নিয়ম)?

ফিতা বা ফুট দিয়ে ভূমি পরিমাপ – ফিতা দিয়ে জমি মেপে এর বর্গগজ বা বর্গফুট বের করে জমি পরিমাপ করা হয় বলে একে ফিতা পদ্ধতি বলা হয়। অর্থাৎ ৪৮৪০ বর্গগজ বা ৪৩৫৬০ বর্গফুট জমির পরিমাণ হচ্ছে ১ একর। অর্থাৎ ১৬১৩ বর্গগজ বা ১৪৫২০ বর্গফুট জমির পরিমাণ হচ্ছে ১ বিঘা। ১ শতক বা শতাংশ সমান ৪৩৫.৬ স্কয়ার ফিট বা বর্গ ফুট, ১ শতাংশ সমান ৪৩৫.৬ বর্গফুট বা স্কয়ার ফিট ভূমি হয়।

একেক অঞ্চলের কাঠা কি ভিন্ন হয়? এক শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট = ৪৮.৪০ বর্গগজ = ৪০.৪৬ বর্গমিটার = ১৯৪.৬০ বর্গহাত = ১০০০ বর্গলিংক এবং ১ কাঠা = ১.৬৫ শতাংশ ( ৩৩ এর মাপে) ও ১ কাঠা = ১.৫০ শতাংশ ( ৩০ এর মাপে)

https://reportbd.net/%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/