কল সেন্টারের মাধ্যমে পর্চা – অনলাইনে সার্টিফাইড খতিয়ান বা জমির পর্চা পাওয়া যাবে। এছাড়াও ১৬১২২ এ কল করে তথ্য দেওয়ার মাধ্যমে ঘরে বসে ডাক বিভাগের সহায়তায় জমির পর্চা পাওয়া যাবে। আপনি চাইলে অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করতে পারেন।

শুধু ১৬১২২ নম্বরে কল করেই বা অনলাইনে land.gov.bd ঠিকানায় আবেদন করে জমির খতিয়ান, জমির ম্যাপ পাওয়া যাবে। এছাড়াও চাইলে আপনি নামজারির মত বড় কাজটি উক্ত নম্বরে কল করে বা ওয়েব ঠিকানায় লগিন করে আবেদনের মাধ্যমে আপনার পছন্দের যে কোন ঠিকানায় বা বাসার ঠিকানায় ডাকের মাধ্যমে কাগজপত্রাদি পেতে পারেন।

উৎকোচ বা ঘুষ এড়াতে আপনি চাইলে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা নিতে পারেন। এখন যদি আপনি অনলাইন বিষয় গুলো খুব একটা না বোঝেন তবে ১৬১২২ নম্বরে কল করে বিস্তারিত তথ্য দিয়ে ঘরে বসে ম্যাপ বা খতিয়ান পান এবং নামজারি কাজটিও সেরে নিন।

ঘরে বসেই কল করে নামজারি করে নিন / অনলাইনে আবেদন করেই আপনি পর্চা বা খতিয়ান নিয়ে নিন।

ডাক সেবার মাধ্যমে ভূমি সেবা নিন। ঘরে বসে ডাকের মাধ্যমে জমি সংক্রান্ত তথ্য পান

অনলাইনে জমির পর্চা

Caption: ভূমির পর্চা গ্রহণ এবং অনলাইনেই ভূমি কর পরিশোধ করা যাবে।

যেভাবে ঘরে বসে জমির পর্চা পাওয়া যাবে । অনলাইনে পর্চা

  1. ঘরে বসে কিংবা দেশের মধ্যে পছন্দের যেকোনো ঠিকানায় সার্টিফাইড খতিয়ান (পর্চা) পেতে ডায়াল করুন ১৬১২২ নম্বরে কিংবা ভিজিট করুন land.gov.bd
  2. ডাকবিভাগ আপনার ঠিকানায় খতিয়ান পৌঁছে দিবে।
  3. একইভাবে পেতে পারেন জমির ম্যাপ,
    এছাড়া,
  4. ১৬১২২ নম্বরে ফোন করে কিংবা land.gov.bd এ ভিজিট করেই আপনি দিতে পারবেন ভূমি উন্নয়ন কর
    এবং
  5. Land.gov.bd এ ভিজিট করেই ই-নামজারির জন্য আবেদন করতে পারবেন।

ঘরে বসেই আপনি কি ভূমি কর পরিশোধ করতে পারবেন?

অনলাইনে ভূমি কর পরিশোধ – ভূমি কর পরিশোধ করা যাবে অনলাইনে কোন প্রকার ব্যাংকিং কার্যক্রম ছাড়াই মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে ভূমি কর পরিশোধ করা যাবে। ভূমি কর পরিশোধে ভূমি অফিসে যেতে হবে না। তাই ঘরে বসেই এখন ভূমি কর পরিশোধ করুন।

Land Book Download 2023 । ভূমি রেজিস্ট্রেশন ও জমি সংক্রান্ত আইনের বই PDF ডাউনলোড