ব্যাংক লেনদেনের একটা বড় অংশের সাথে চেক জড়িত। ব্যাংক থেকে টাকা উত্তোলন, অন্য কারো কাছে টাকা পাঠানোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো চেক বা চেক বই– পক্ষে চেক বই সংগ্রহের নিয়ম ২০২৪
চেক বই রেডি হলে সাধারণত একটি ব্যাংকে হিসাব খোলার সাথে সাথে একজন গ্রাহক তার নতুন চেক বই আবেদন করেন বা রিকুইজিশন (Requisition) দিয়ে থাকেন। রিকুইজিশন দেয়ার কয়েক দিন পর ব্যাংক তার গ্রাহকের জন্য MICR Cheque Book ইস্যু ছাপান এবং তা ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে সংগ্রহ করার জন্য তার গ্রাহক কে SMS বা ফোন কলে জানিয়ে থাকেন। এ পর্যায়ে আপনার কাজ হলো ব্যাংকের সংশ্লিষ্ট শাখা হতে উক্ত চেক বই সংগ্রহ করা।
কার বরাবর আবেদন করতে হবে? ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবেদন করতে হবে। প্রতিনিধির পরিচয় নিশ্চিত করনের জন্য একাউন্ট হোল্ডার কর্তৃক প্রতিনিধির স্বাক্ষর সত্যায়িত করে দিতে হবে। আপনার কাছে কোন চেক রিকুইজিশন স্লিপ থাকবে সেখানেও উক্ত প্রতিনিধির সত্যায়িত স্বাক্ষর সহ স্লিপ টি ব্যাংকের শাখায় জমা করতে হবে। বাড়তি সতর্কতা রয়েছে যা পরবর্তীতে আলোচনা করছি।
নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে? হ্যাঁ। নির্ধারিত ফর্মে আবেদন করলেও হবে অথবা সাদা কাগজে আবেদন করলেই হবে। রিকুইজিশন স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করে জমা দিতে হবে। মনে রাখবেন প্রতিনিধির স্বাক্ষর সত্যায়িত করে দিতে হবে।
প্রতিনিধির মাধ্যমে চেক বই সংগ্রহ করার ফরম / যেভাবে নিজে না গিয়েও চেক বই সংগ্রহ করা যাবে
একজনের চেক বই অন্যজন গিয়ে চাইলেই দিয়ে দিবে না। এজন্য আপনাকে অবশ্যই হিসাবধারীর প্রতিস্বাক্ষর অথবা আবেদন থাকতে হবে।
Cheque Book Collection Application word File
প্রতিনিধির মাধ্যমে চেক বই সংগ্রহ ২০২৪। চেক বই সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই প্রতিনিধিকে যেতে হবে
- নির্ধারিত ফর্মে বা সাদা কাগজেও আপনি লিখতে হবে।
- অপরের হাতের লেখা হলেও হবে।
- হিসাবধারীর স্বাক্ষর থাকলেই হবে।
- হিসাবধারীর স্বাক্ষর ও সত্যায়ন থাকা আবশ্যক।
রিকুইজিশনের কপি কি সাথে যুক্ত করে দিতে হবে?
জি। চেক বই খুবই গুরুত্বপূর্ণ তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরী। চেক বই হল এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যার মাধ্যমে ব্যাংকের আমানতকারি লিখিত ও শর্তহীনভাবে ব্যাংককে চেকের বাহককে নির্দিষ্ট পরিমান অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে থাকে। যিনি চেক লেখেন তিনি আদেষ্টা বা ড্রয়ার হিসাবে পরিচিত।