বিটিভি বিজ্ঞাপন মূল্যহার ২০২৩ । ১ মিনিটের বিজ্ঞাপন ব্যয় ৬০,০০০ টাকা? - Technical Alamin
Latest News

বিটিভি বিজ্ঞাপন মূল্যহার ২০২৩ । ১ মিনিটের বিজ্ঞাপন ব্যয় ৬০,০০০ টাকা?

বাংলাদেশ টেলিভিশনের টেরিস্ট্রিয়াল সম্প্রচার ‘ঢাকা কেন্দ্র’ এর বিজ্ঞাপন মূল্যহার পুন:নির্ধারণ করা হয়েছে– বিটিভি বিজ্ঞাপন মূল্যহার ২০২৩

অফ পিক বা সুপার পিক আওয়ার আছে কি? হ্যাঁ। সুপার পিক, পিক ও অফ পিক টাইম এই তিনটি ধাপে সময়কে ভাগ করা হয়েছে। রাত ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত -পিক টাইম, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অফ পিক টাইম এবং সকাল ৬টা থেকে বিকাল ৪টা ও রাত ১২ টা থেকে সকাল ৬টা পর্যন্ত হিসেবে ধার্য্য করা হয়েছে।

স্পন্সরশীপ বিজ্ঞাপন মূল্যহার কত? স্পন্সরশীপ বিজ্ঞাপনকে দুইভাবে বিভক্ত করা হয়েছে। বিটিভির নিজস্ব প্রযোজনায় তৈরি: (i) নিয়মিত অনুষ্ঠান (ii) ঈদের বিশেষ অধিবেশন প্রচারিত হয় সেখানে বিজ্ঞাপনের জন্য ৭৫০০০ টাকা হতে ১৬০০০০ টাকা পর্যন্ত মূল্য পরিশোধ করতে হবে।

প্যাকেজ অনুষ্ঠানে বিজ্ঞাপন রেট কত? প্যাকেজ অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে বিটিভিকে নির্ধারিত স্পন্সরশীপ মূল্য প্রদান করতে হবে। প্রযোজ্য স্পন্সরশীপ মূল্য ব্যতিরেকে কোন প্যাকেজ অনুষ্ঠান প্রচার করা যাবে না। প্যাকেজ অনুষ্ঠান পুনঃপ্রচারের ক্ষেত্রে সৌজন্য বিজ্ঞাপনসহ অনুষ্ঠান পুনঃপ্রচার করতে হলে বিটিভির নিজস্ব অনুষ্ঠানের স্পন্সরশীপ মূল্যহার প্রযোজ্য হবে। এখানেও পিক আওয়ার, অফপিক ও সুপার পিক আওয়ার বিবেচনা করে ২৫০০০ টাকা থেকে ৬০০০০ টাকা গ্রহণ করা হয়।

অফপিকে সর্বনিম্ন ১৮০০০ টাকা পরিশোধ করতে হবে / সংবাদের মধ্য বিরতিতে মূল্যহার ৬০ সে. বিজ্ঞাপনের জন্য ৬০,০০০ টাকা পরিশোধ করতে হবে

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ও বিটিভি ওয়ার্ল্ডের ইতোপূর্বে নির্ধারিত বিজ্ঞাপন মূল্যহার অপরিবর্তিত থাকবে ।

Caption: Download Full Gezette PDF Copy

বিটিভি বিজ্ঞাপন মূল্য ২০২৩ । কোন ক্ষেত্রে কত টাকা ব্যয় করতে হবে?

  1. স্পট বিজ্ঞাপন ৬০ সে. ৩০,০০০-৬০,০০০ টাকা।
  2. স্পন্সর বিজ্ঞাপন ৬০ সে. ৭৫,০০০-১,৬০,০০০ টাকা।
  3. ঈদ বিজ্ঞাপন ৬০ সে. ৭৫,০০০-১,৪০,০০০ টাকা।
  4. সরাসরি খেলায় বিজ্ঞাপন ৫ মিনিট ৩,০০,০০০ টাকা।
  5. প্যাকেজ অনুষ্ঠানে বিজ্ঞাপন ৬০ মি. ৪০,০০০-৬০,০০০ টাকা।
  6. স্ক্রলে বিজ্ঞাপন ৩০টি শব্দ ২,০০০-৪,০০০ টাকা।

সরাসরি বা লাইভ খেলা প্রচারের ক্ষেত্রে বিটিভি কেমন বিজ্ঞাপন মূল্য নির্ধারণ করেছে?

বিশ্বকাপ প্রতি ঘণ্টার অনুষ্ঠানের ক্ষেত্রে ৫ মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ৩,০০,০০০/- এবং অতিরিক্ত প্রতি মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ৬০,০০০/- মূল্যহার প্রযোজ্য হবে। বিশ্বকাপ ছাড়া অন্যান্য আন্তার্জতিক খেলা
সন্ধ্যা ৭টা থেকে রাত ১২ টা পর্যন্তঃ প্রতি ঘণ্টার অনুষ্ঠানের ক্ষেত্রে ৫ মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ২,২৫,০০০/- এবং অতিরিক্ত প্রতি মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ৪৫,০০০/- মূল্যহার প্রযোজ্য হবে এবং অন্যান্য সময় প্রতি ঘণ্টার অনুষ্ঠানের ক্ষেত্রে ৫ মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ১,৫০,০০০/- এবং অতিরিক্ত প্রতি মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ৩০,০০০/- মূল্যহার প্রযোজ্য হবে।

এছাড়াও জাতীয়/স্থানীয় খেলাধুলা সন্ধ্যা ৭টা থেকে রাত ১২ টা পর্যন্তঃ প্রতি ঘণ্টার অনুষ্ঠানের ক্ষেত্রে ৫ মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ২,০০,০০০/- এবং অতিরিক্ত প্রতি মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ৪0,000/- মূল্যহার প্রযোজ্য হবে। অন্যান্য সময়ঃ প্রতি ঘণ্টার অনুষ্ঠানের ক্ষেত্রে ৫ মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ৯০,০০০/- এবং অতিরিক্ত প্রতি মিনিট বিজ্ঞাপন সময়ের জন্য ১৮,০০০/- মূল্যহার প্রযোজ্য হবে। ধারণকৃত (খেলাধুলা): নিয়মিত অনুষ্ঠান-এর স্পন্সরশীপ মূল্যহার প্রযোজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *