ভূমি অফিসে না গিয়েই অনলাইনে আপনার ভূমি উন্নয়ন কর পরিশােধ করুন – কল সেন্টারের মাধ্যমে ১৬১২২ ভূমি খাজনা– সিস্টেমে নাগরিক নিবন্ধন।
মোবাইল ব্যাংকিং এ ভূমি উন্নয়ন –মােবাইল ব্যাংকিং এর পে-বিলের মাধ্যমে টোকেন নম্বর দিয়ে। ৭২ ঘন্টার মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশােধ করা যাবে। ভূমি উন্নয়ন কর পরিশােধের ৭২ ঘন্টার মধ্যে ডিজিটাল দাখিলা নাগরিকের অ্যাকাউন্টে সংরক্ষিত হবে। ১৬১২২ নম্বরে সাহস করে একবার কল করেই দেখুন।
ঘুষ দূর্নীতি কমাতে ভূমি মন্ত্রণালয় অনলাইন বা ফোন কলের মাধ্যমে খাজনা তথ্য দিচ্ছে এবং পরিশোধের সুযোগ তৈরি করছে। তাই দালালের সহায়তা না নিয়ে খুব সহজেই আপনি ভূমি উন্নয়ন করা পরিশোধ করতে পারবেন।
আপনি একবার কষ্ট করে কল করে ভূমি সংক্রান্ত তথ্য দিয়ে ভূমির হোল্ডিং নম্বর সংগ্রহ করুন। একবার অনলাইনে www.land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে খাজনা পরিশোধ করলে পরবর্তীতে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না। লগিন করেই ভূমি কর মোবাইল ব্যাংকিং বা বিকাশ নগদ দিয়ে পরিশোধ করতে পারবেন। তাছাড়া ভূমি কর কত তারিখ পর্যন্ত পরিশোধ করেছেন তা অনলাইন স্টেটমেন্ট হতেই পাওয়া যাবে।
ভূমি অফিসে না গিয়েই অনলাইনে আপনার ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করুন।
ভূমি অফিসে না গিয়েই খাজনা পরিশোধ করুন।
Caption: Collect Holding Number by calling 16122
কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধন নিশ্চিত করুন।
- প্রথমে ১৬১২২ নম্বরে কল করুন।
- এনআইডি সহ জমির তথ্য প্রদান করে নাগরিক নিবন্ধন করুন।
- নাগরিক প্রােফাইল সম্পাদনের মাধ্যমে নিবন্ধন সম্পন্নকরণ ধাপ শেষ করুন।
- ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক নাগরিক নিবন্ধনের তথ্য প্রাপ্তি সম্পন্ন করুন।
- ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক হােল্ডিং এন্ট্রি সম্পন্নকরণ ও অনুমােদন হবে।
- হােল্ডিং নাম্বারের তথ্য নাগরিক গণকে এসএমএস-এর মাধ্যমে প্রেরণ করা হবে।
- নাগরিক কর্তৃক পুনরায় ১৬১২২ নম্বরে কল করে হােল্ডিং এর তথ্য প্রদান করতে হবে।
- কল সেন্টার থেকে নাগরিকের মােবাইলে টোকেন নম্বরের এসএমএস প্রেরণ করা হবে।
- মােবাইল ব্যাংকিং এর পে-বিলের মাধ্যমে টোকেন নম্বর দিয়ে পরিশোধ করুন।
- ৭২ ঘন্টার মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশােধ করতে হবে।
- ভূমি উন্নয়ন কর পরিশােধের ৭২ ঘন্টার মধ্যে ডিজিটাল দাখিলা নাগরিকের অ্যাকাউন্টে
সংরক্ষিত হবে।
কয়ভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা যায়?
তিন ভাবে খাজনা পরিশোধ – প্রথমত শুধু মোবাইল হতে ১৬১২২ নম্বরে কল করেই খাজনা পরিশোধ সম্পন্ন করা যাবে। দ্বিতীয়ত সেবা পোর্টালের মাধ্যমে land.gov.bd তে রেজিস্ট্রেশন করে খাজনা পরিশোধ করা যায়। তৃতীয়ত ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) এর মাধ্যমে খাজনা পরিশোধ করা যায়।
One comment