ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার নিয়ম ২০২৩ । ভোটার স্থানান্তর বা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনে করণীয়

ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার নিয়ম ২০২৩ । ভোটার স্থানান্তর বা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনে করণীয়

Changing Present or Permanent Address of NID – ভোটার স্থানান্তর করতে যেসব কাগজ জমা দিতে হবে – NID Location Change

How do I change my NID online –You can Change your Voter Alaka by Manual Application or Online Application process. Now NID Correction is online process. If you are trying to change your present address, you have come correct place to do this.

দিন দিন মানুষ খুবই কর্মব্যস্ত হয়ে পড়ছে। দৈনন্দিনের প্রয়োজনীয়তার কারণে মানুষ সর্বদা নিজের স্থায়ী ঠিকানায় বসবাস করতে পারে না। এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা লেখাপড়া বা চাকরী বা ব্যবস্য বা অন্য যে কোন প্রয়োজনের জন্য নিজ বাড়ী ছেড়ে দুর-দুরান্তে গিয়ে বসবাস করে থাকেন। ফলে তারা নিজের স্থায়ী ঠিকানায় ভোটার না হয়ে বর্তমান ঠিকানায় ভোটার হয়েছেন। যেহেতু সেটি তাদের অস্থায়ী ঠিকানা সেহেতু কখনো না কখনো তাদের ভোটার এলাকা স্থানান্তর করে স্থায়ী ঠিকানায় নিয়ে আসার প্রয়োজন হয়ে থাকে। Locked or Deleted Your NID? । একাধিকবার ভােটার হওয়ায় আইডি লক বা ডিলিট হলে করণীয় ২০২৩

আপনি যে উপজেলার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আপনি যে উপজেলায় স্থানান্তরিত হবেন সেই উপজেলার নির্বাচন অফিসে গিয়ে ভোটার এলাকা স্থানান্তর করার জন্য আবেদন করতে হবে। আবেদন ফরমের নাম ১৩ নং স্থানান্তর ফরম। ফরমটি অফিস থেকে সরবরাহ করা হয়ে থাকে, অফিসের সামনে ফটোকপির দোকানেও স্থানান্তর ফরম ১৩ পাওয়া যেতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট (যে উপজেলায় স্থানান্তর হবেন) উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য করণীয় ২০২২

জাতীয় পরিচয়পত্র সংশোধনের কিছু কাজ আপনি অনলাইনে সংশোধন আবেদন করে নির্বাচন কমিশন অফিসে না গিয়েই সম্পন্ন করে নিতে পারেন। আবার কিছু কাজ আপনি সংশোধন করতে চাইলে আপনাকে ফিজিক্যালি যেতে হবে। জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন প্রক্রিয়া ২০২২

ভোটার এলাকা স্থানান্তর করার জন্য করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র / How to Change Voter Alaka from One Place to another place

এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন ফরম

ভোটার স্থানান্তর প্রক্রিয়া

ভোটার স্থানান্তরের আবেদন ফরম ২০২৩

Caption: Voter alaka change form download / Collection your NID Correction Form

এনআইডি সংশোধন আবেদনপত্রের সাথে নিন্মের কাগজপত্র জমা দিতে হবে-

  1. আবেদনকারীর NID ফটোকপি।
  2. যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ।
  3. বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/জমির খতিয়ান/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম।
  4. ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির (মেম্বার/কাউন্সিলর) NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।

ভোটার স্থানান্তর আবেদন ফরম পুরণ করার নিয়ম ২০২৩

স্থানান্তর ফরম ১৩ হাতে পাওয়ার পর প্রথমে ভালোভাবে পড়ে দেখবেন। ফরম পূরণ করা খুবই সহজ তাছাড়া ফরম পুরণের জন্য নিম্নে বর্ণিত পরামর্শগুলো অনুসরণ করতে পারেন।

  1. নং ক্রমিকে আবেদনকারীর নাম লিখতে হবে বাংলায়।
  2. নং ক্রমিকে আবেদনকারীর এনআইডি কার্ড/ভোটার আইডি কার্ডের নম্বর লিখতে হবে।
  3. নং ক্রমিকে আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে।
  4. নং ক্রমিক আপনি যে এলাকায় ভোটার ছিলেন সেই এলাকার ঠিকানা লিখতে হবে। ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, উপজেলা/থানার নাম, জেলার নাম, গ্রাম/রাস্তার নাম ও নম্বর, বাসা/হোল্ডিং নম্বরসহ সবগুলো ফিল্ড পুরণ করবেন। জানা না থাকে ভুল তথ্য দিবেন না।
  5. নং ক্রমিকে আপনি যে ঠিকানায় ভোটার স্থানান্তর করাতে চা্ইছেন সেই এলাকার ঠিকানা লিখতে হবে। তথ্য নিশ্চিত হয়েই লিখতে হবে।
  6. ৬ নং ক্রমিকে বলা হয়েছে যে, ৫ নং ক্রমিকে বর্ণিত ঠিকানায় আপনি কতদিন যাবত বসবাস করছেন তা উল্লেখ করতে হবে। 
  7. নং ক্রমিকে বলা হচ্ছে, আপনি কেন ভোটার এলাকা স্থানান্তর করবেন সেটি হতে পারে বৈবাহিক সূত্রে স্বামীর ঠিকানায় বসবাস করছেন বিধায় ভোটার স্থানান্তর করতে চান, বা এটিই আপনার স্থায়ী ঠিকানা বিধায় আপনি স্থায়ী ঠিকানায় ভোটার স্থানান্তর করাতে চান ইত্যাদি (কারণটি সুন্দর ভাবে উল্লেখ করবেন)।

ফরমের পিছনের পাতায় আবেদনকারীর স্বাক্ষর বা টিপ সহি’র স্থানে কেবলমাত্র আবেদনকারীই সই করতে পারবে এবং আবেদনকারীর এনআইডি কার্ডে/ভোটার আইডি কার্ডে ছবির নিচে যেমন করে স্বাক্ষর করা আছে ঠিক তেমন করেই স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর আলাদা হলে আবেদন বাতিল হতে পারে। আবেদনকারীকে সনাক্তকারীর স্বাক্ষরের স্থানে অবশ্যই একজন জনপ্রতিনিধী দ্বারা স্বাক্ষর করাতে হবে। যে কেউ সনাক্তকারীর স্থানে স্বাক্ষর করলে আবেদন বাতিল হতে পারে। সনাক্তকারী অবশ্যই তার স্বাক্ষর করবেন, এনআইডি নম্বর লিখবেন ও সীল ব্যবহার করবেন। NID Transfer System 2022 । ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে

ভোটার এলাকা পরিবর্তন ফি কত?

NID Correction- ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে পুরাতন কার্ড জমা দিয়ে এবং ২৩০/- সরকারি ফি জমা দিয়ে নতুন কার্ড এর জন্য আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে। NID Correction and Re-issue Fee Calculator 202৩ । জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধণ ও রিইস্যু ফি হিসাব করুন

NID Address Change । ভোটার স্থানান্তরে করনীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *