বর্তমানে ব্যাংক সঞ্চয়ের যে ইন্টারেস্ট রেট তাতে সঞ্চয়পত্র ছাড়া কোন গতি নেই – যদিও সঞ্চয়পত্র ক্রয় এখন অনেক ঝামেলার তবুও প্রয়োজনের সময় ভাঙ্গানো যায় এটাই বড় সুবিধা – সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়ম ২০২৩
Sanchaypatro encashment process 2023 – Encashment before 1st year no interest accrued – Encashment after 1st year, Schedule interest rate for 1 year will be applicable. No Interest will be paid for current Year. If you are done 11 month of start your sanchaypatro date, you will not entitle to get interest of it.
আপনার কাছে টাকা আছে? হ্যাঁ তাহলে বসিয়ে রাখবেন কেন? আপনি চাইলেই বিনিয়োগ করে ফেলতে পারেন। সঞ্চয়পত্রে এখনও ১১.৫২% মুনাফা পাওয়া যায়। যেখানে ব্যাংক সঞ্চয়ে মাত্র ২-৩%। হ্যাঁ আপনি বছর পূর্ণ হওয়ার পূর্বে সঞ্চয়পত্র নগদায়নের ক্ষেত্রে ঐ বছরের জন্য কোন মুনাফা পাবেন না। আবার প্রথম বছরই যদি ১১ মাস পূর্তিতে জরুরি ভিত্তিতে অর্থ উত্তোলন করেন কোন মুনাফাই পাবেন না বরং ১-২০০ টাকা ব্যাংক চার্জ যাবে।
ভাল মুনাফার আশায় টিআইএন সার্টিফিকেট এবং রিটার্ণ দাখিলের রশিদ দাখিল করেও আমরা সঞ্চয়পত্র ক্রয় করে থাকি। প্রয়োজনের সময় চাইলে একটি আবেদন দিয়ে সাথে সঞ্চয়পত্র ক্রয়ের রশিদ ও সঞ্চয়পত্র ক্রেতা ও নমিনি ছবি সহ রেজিস্ট্রেশন কপি এবং এনআইডি কপি জমা দিয়ে ভেঙ্গে ফেলতে পারি। ব্যাংক বা ডাকঘর যেখানেই কিনুন না কেন আপনাকে ক্রয়কেন্দ্রেই সঞ্চয়পত্র ভাঙ্গানোর আবেদন করতে হবে। নমুনা ফর্ম এখান থেকে সংগ্রহ করুন। মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র সম্পূর্ণ/ আংশিক নগদায়ন সংক্রান্ত আবেদনপত্র নমুনা।
সঞ্চয়পত্র ভাঙ্গানোর আবেদন কিভাবে করতে হয়? / সঞ্চয়পত্র নগদায়নের নমুনা ফরম ২০২৩
প্রথমত আপনাকে নিজে উপস্থত হয়ে সঞ্চয়পত্র ভাঙ্গানোর আবেদন করতে হয়। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হয়।
Caption: Application form for Sanchaypatro Encashment/ সঞ্চয়পত্র ভাঙ্গানোর আবেদনের নমুনা PDF
সঞ্চয়পত্র ভাঙ্গানোর আবেদনের সাথে কি কি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে?
- আবেদন পত্র।
- এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি।
- সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন কপি (ক্রেতা ও নমিনির ছবি যুক্ত)
- সঞ্চয়পত্র ক্রয় বা ইস্যু কপি। (সংশ্লিষ্ট ব্যাংক বিক্রয়কেন্দ্র কর্তৃক প্রদেয়)।
যে হারে সুদ পাবার কথা ভাঙ্গালে কি সেই হারেই সুদ পাওয়া যাবে?
না। টাকার রাখার পর যে হারে মুনাফা পেয়েছেন মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করার কারনে ঐ হারে আর সুদ বা মুনাফা পাবেন না। এখন আপনি বলতে পারেন, আমি তো এক্ষেত্রে ইতোমধ্যে হাতে টাকা পেয়েছি। মনে রাখতে হবে আপনি যে পরিমান টাকা ইতোমধ্যে সুদ হিসেবে পেয়েছেন তা আসল ( Principal) টাকা হতে কর্তন করে বাকি টাকা আপনার ব্যাংক হিসাবে EFT এর মাধ্যমে প্রদান করা হবে।