সরকারি কর্মচারীদের রিটার্ন দাখিল করার নিয়ম ২০২৩ । অনলাইনে যে কেউ রিটার্ন দাখিল করতে পারে কি?

সরকারি কর্মচারীদের রিটার্ন দাখিল করার নিয়ম ২০২৩ । অনলাইনে যে কেউ রিটার্ন দাখিল করতে পারে কি?

সরকারি কর্মচারীদের জিরো রিটার্ন বা শুন্য রিটার্ন দাখিল কোন ঝামেলাই নয়- যে কোন সরকারি কর্মচারী টিআইএন রেজিস্ট্রেশন করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন – সরকারি কর্মচারীদের রিটার্ন দাখিল করার নিয়ম ২০২৩

কর অফিস কি কোন আদেশ জারি করেছে? হ্যাঁ। – আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৬৬ অনুযায়ী সকল গণকর্মচারীর আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সরকারি বিভিন্ন অফিস সকল গ্রেডের সকল কর্মচারীদের রিটার্ন দাখিলের গণবিজ্ঞপ্তি জারি করেছে।

প্রতি বছরই তো আয়কর দাখিলের সময় বৃদ্ধি করে এ বছর? কর দিবসের আগেই রিটার্ন দিতে হবেই। কোম্পানী ব্যতীত সকল করদাতার জন্য ৩০শে নভেম্বর “কর দিবস” যা রিটার্ন দাখিলের শেষ দিন এবং বিদ্যমান আইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করার কোন সুযোগ নেই। তবে কোন করদাতা কর্তৃক ৩০শে নভেম্বর বা “কর দিবস” এর পরে রিটার্ন দাখিল করা হলে, বেশ কিছু সুবিধা পাবে না।

কত টাকা আয় করলে কর দিতে হবে? প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর শুন্য শতাংশ কর দিতে হবে। পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ৫% কর দিতে হবে। পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১০% কর দিতে হবে। পরবর্তী 8,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর ১৫% কর দিতে হবে। পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ২০% কর দিতে হবে। অবশিষ্ট ৩৩,৫০,০০০ এর উপর ২৫% কর দিতে হবে এবং ৫০,০০,০০০ টাকার উপর মোট আয়কর দিতে হবে ১০,৩২,৫০০ টাকা।

সরকারি কর্মচারীগণের মধ্যে সবাইকে রিটার্ন দাখিল করতে হবে / টিনধারী হলেই রিটার্ন দাখিল করতে হবে

৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল না করলে রিবেট সুবিধা পাওয়া যাবে না।

Caption: etaxnbr.gov.bd

অনলাইনে রিটার্ন দাখিলের ডকুমেন্ট ২০২৩ । কি কি কাগজপত্র নিয়ে রিটার্ন দাখিল করতে বসতে হবে?

  1. পূর্ববর্তী ট্যাক্স দাখিলের কপি।
  2. টিআইএন সার্টিফিকেট এর কপি।
  3. ব্যাংক স্টেটমেন্ট (১-৭-২০২২ হতে ৩০ -০৬-২০২৩ পর্যন্ত)।
  4. সঞ্চয়পত্র ট্যাক্স কর্তনের প্রত্যয়নপত্র (১-৭-২০২২ হতে ৩০ -০৬-২০২৩ পর্যন্ত)।
  5. ডিপিএস/এফডিআর কপি এবং অন্যান্য ইনভেস্টমেন্টের তথ্য (১-৭-২০২২ হতে ৩০ -০৬-২০২৩ পর্যন্ত)।।
  6. সম্পত্তি ও দায়ের তথ্য (১-৭-২০২২ হতে ৩০ -০৬-২০২৩ পর্যন্ত)।।
  7. সিপিএফ/ জিপিএফ স্লিপ এর কপি (১-৭-২০২২ হতে ৩০ -০৬-২০২৩ পর্যন্ত)।
  8. রিটার্ন রেজিস্ট্রেশন না করা থাকলে মোবাইল নিয়ে বসতে হবে (ওটিপি প্রদানের জন্য)।

ভূয়া রিটার্ণ রশিদ দাখিল করলে ধরা?

হ্যাঁ। বাংলাদেশ সরকার কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিল বাধ্যতামূলক করেছে, সঞ্চয়পত্র ক্রয় সহ বেশি কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিলের রশিদ অতীব জরুরি এবং ঐ সকল কাজে কোন ভাবেই রিটার্ণ দাখিল ছাড়া অগ্রগতি সম্ভব হবে না। তাই কিছু ব্যক্তি এই সুযোগে ভুয়া রিটার্ণ রশিদ দেখিয়ে কাজ সম্পন্ন করছিলেন। যেহেতু অনলাইনে রিটার্ণ দাখিল চেক করা যায় তাই কোন ভাবে এখন আর চালাকি বা সরকারকে ফাঁকি দেওয়া যাবে না।

Tax return verification bd । আয়কর রিটার্ণ দাখিল সফল হয়েছে কিনা চেক করুনআয়কর রিটার্ন বিধিমালা ২০২৩ । ব্যক্তি আয়কর ফরম পূরণের নিয়ম কি?
TDS for Remuneration in Bangladesh । অনিয়মিত শিল্পীদের সম্মানী হতে আয়কর কর্তনের বিধান ২০২৩ট্যাক্স কমিয়ে আনার নিয়ম । সর্বনিম্ন আয়কর দেয়ার উপায় (উদাহরণ সহ)

রিটার্ন দাখিল নতুন আইন কোনটি?

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাংলায় প্রণীত “আয়কর আইন- ২০২৩ ১লা জুলাই ২০২৩ হতে কার্যকর হয়েছে। ইতোপূর্বে গণকর্মচারীদের নির্দিষ্টকৃত মূল বেতনের ভিত্তিতে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম থাকলেও নতুন আয়কর আইন-২০২৩ এ গণকর্মচারীর বেতন লোড নির্বিশে সকলের আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

https://technicalalamin.com/e-return-bd-%e0%a5%a4-online-tax-return-2022-23-%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0/