সরকারি ভাবে ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৩ । লাইসেন্স করতে কোন টাকাও লাগবে না
দক্ষ ড্রাইভার গড়ে তুলতে সরকারি উদ্যোগ –যুবকদের কোন অর্থ বা ফি ছাড়াই মোটরগাড়ি চালনা প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান করা হয় – বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ 2023
ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ – বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে খোজ নিজ – ঢাকাসহ সারাদেশের জেলা পর্যায়ে যুব উন্নয়ন কেন্দ্রে নোটিশ জারি করেছে। ৩৬০ঘন্টা মেয়াদী জানুয়ারি-িএপ্রিল/২০২৩খ্রিঃ সেশনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। বাংলাদেশ -জার্মান কারিগরি প্রশিক্ষণ কোর্স ২০২২ । কোর্স ফি মাত্র ৪৮ টাকা
ড্রাইভিং কোর্সে ভর্তি চলছে- দেশে বিদেশে শিক্ষিত ও দক্ষ পেশাদার ড্রাইভারদের চাহিদা পূরণের লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাে কর্তৃক বাস্তবায়নাধীন “দেশেবিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান” শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা খরচে “ড্রাইভিং উইথ অটোমেকানিক্স” NTVQF Level এ পরিচালিত ৩৬০ঘন্টা মেয়াদী জানুয়ারি টু এপ্রিল/২০২৩খ্রিঃ সেশনে প্রশিক্ষণার্থী ভর্তি এবং প্রকল্পের নিয়মানুযায়ী সকল প্রকার সুবিধাদি প্রদান করা হবে। Free Driving Learning & Licence । বিনামূল্যে ড্রাইভিং শিখুন।
আবেদনের শেষ তারিখ? আগামী ২০/১২/২০২২ খ্রি: তারিখের মধ্যে আবেদন করতে হবে। ক্লাশ শুরু হবে ০১/০১/২০২৩ খ্রি. তারিখ হতেই। তাই দেরি না করে এখনই নিজ জেলায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন। বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা
বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করুন / প্রশিক্ষণ শেষে ফ্রিতে মিলবে ড্রাইভিং লাইসেন্স
ড্রাইভিং কোর্সে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে? আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সমূহ দাখিল করতে হবে (১) শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত ১ কপি (২) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ১ কপি। (৩) পাসপাের্ট সাইজের ছবি সত্যায়িত ৩ কপি । (৪) নাগরিকত্ব সনদপত্র ১ কপি (০৫) পাসপাের্ট এর ফটোকপি সত্যায়িত (যদি থাকে)। ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ ২০২২ । মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
ছাত্র ছাত্রীরা কি ভর্তি হতে পারবেন? না। অন্য কোন প্রতিষ্ঠানে অধ্যায়নরত/প্রশিক্ষণরত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এ কোর্সের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হবে না।
ড্রাইভিং কোসে ভর্তির শর্ত সমূহ ২০২৩
- বিদেশগামী পাসপাের্টধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
- জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে।
- নূন্যতম জেএসসি/৮ম শ্রেণী পাস হতে হবে।
- পূর্বের লাইসেন্সধারীদের আবেদন করার প্রয়ােজন নাই।
- রাষ্ট্র ও সমাজ বিরােধী কাজে জড়িত থাকা যাবে না (কোন মামলা)।
- প্রত্যেক আগ্রহী প্রশিক্ষণার্থীদেরকে অবশ্যই NTVQF Level Assessment সম্পন্ন করতে হবে।
- বাধ্যতামুলক ড্রপটেষ্ট করতে হবে (ভর্তির সাথে সাথে)। টিটিসির স্কীল্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ভর্তির ক্ষেত্রে বয়স অবশ্যই ২১-৪৫ বৎসর এর মধ্যে হতে হবে।
- মুক্তিযােদ্ধা সন্তানদের অগ্রাধিকার দেয়া হবে।
- শুধুমাত্র স্বল্প শিক্ষিত, এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনগ্রসর যুব পুরুষ/যুব মহিলাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে এবং প্রশিক্ষণ শেষে
পেশাদার ড্রাইভার হওয়ার মানসিকতা থাকতে হবে। - অন্য কোন প্রতিষ্ঠানে অধ্যায়নরত/প্রশিক্ষণরত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এ কোর্সের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হবে না।
- প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক চূড়ান্ত টেষ্ট এ নির্বাচিতদের সরকারি খরচে লাইসেন্স প্রদান করা হবে।
প্রশিক্ষন শেষে লাইসেন্স পেতে কি কোন ফি দিতে হবে?
না – বাংলাদেশ সরকার নিজস্ব খরচে ৩ মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করবেন এবং প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক চূড়ান্ত টেষ্ট এ নির্বাচিতদের সরকারি খরচে লাইসেন্স প্রদান করা হবে। এ জন্য কোন ফি নেয়া হবে।
প্রার্থীর স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে। ( কালার ব্লাইন্ডদের আবেদন করার প্রয়োজন নাই। ড্রাইভিং লাইসেন্স আছে এমন প্রার্থী আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবেন। ইতোপূর্বে যারা যে কোন টিটিসি থেকে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহন করেছেন/ SEIP প্রকল্পের আওতায় কোন কোর্স সম্পূর্ণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ 2023 । প্রতিদিন ১০০ টাকা যাতায়াত ভাতা প্রাপ্য হইবেন
Bogura taika ki driving seka jaba
যাবে। আপনার নিজ জেলায় টিটিসিতে যোগাযোগ করুন।
আমি কুমিল্লায় বাস করি.।
আমি ড্রাইভিং শিখতে চাই।
কুমিল্লাতে কি কোনো ব্রান্চ আাছে আপনাদের..।
সরকারি টিটিসিতে যোগাযোগ করুন। https://cumillattc.gov.bd/ এখানে যোগাযোগ করুন ভর্তি চলছে।
আমার যদি লার্নিং ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে কি আমি এই কোর্সটি করতে পারবো?
না।
আমি প্রশিখন দিতে চাই
আপনার নিজ জেলায় টিটিসিতে যোগাযোগ করুন।
অসংখ্য ধন্যবাদ
বরিশালে ড্রাইভিং শেখা যাবে?
অবশ্যই। নিকটস্থ টিটিসি’তে যোগাযোগ করুন।
আমার অপেশাদার লাইসেন্স আছে। আমি কি পারবো, আবেদন করতে।
পারবেন। যদি বিদেশ যাত্রী হউন।
আমি একাদশ শ্রেণিতে পড়ি,, বয়স ১৮-১৯ আমি ড্রাইভিং শিখতে পারব আপনাদের কাছ থেকে???
না। স্পষ্ট উল্লেখ রয়েছে।
আমি একজন ছাত্র, ত আমি কী এই সুবিধায় প্রশিক্ষণ নিতে পারব ?
স্পষ্ট বলা আছে পারবেন না।
এক জেলার লোক অন্য জেলায় আবেদন করতে পারবে কি?
পারবে। পারবে না এমন কোন তথ্য দেয়া নেই এবং যেহেতু স্থানীয় সরকার হতে কোন প্রত্যয়ন চাওয়া হয়নি।
আসসালামুয়ালাইকুম জী আমি ঢাকায় থাকি কিন্তু দেশের গ্রামের বাড়ি সিলেট আমি কি ঢাকায় প্রশিক্ষণ করতে পারবো দয়া করে জানাবেন
পারবেন। অনুগ্রহ করে কেন্দ্রে যোগাযোগ করুন। মোবাইলে কথা বলেও নিশ্চিত হতে পারবেন।
আমার একটা চোখে সমস্যা আছে। এক্সিডেন এর মাধ্যমে সমস্যা হয়ে গেছে.. তাহলে কি আমি আবেদন করতে পারবো..??
আমি কি লাইসেন্স পাবো..?
চোখে মত দেখলেই হলো।
ব্রাহ্মণবাড়িয়া কি অফিস আছে?
ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যোগাযোগ করুন।
কোন প্রকার সাটিফিকেট প্রদান কারা হয়?
অবশ্যই। ড্রাইভিং লাইসেন্সও ফ্রিতে করে দেওয়া হয়।
hosainmdbiplob54@gmail.com
কখন থেকে পশ্খিন শুরু হবে
জানুয়ারি থেকে। অনুগ্রহ করে আপনার টিটিসি কেন্দ্রে খোজ নিন।
পসিক্ষনে কি শ্রম দিতে হয়? আর কত খন সময় নিয়ে শিখানো হয়?
৪ ঘন্টা। সকাল ও বিকাল শিফট রয়েছে।
আসসালামু আলাইকুম
ভাইয়া,খুলনা থেকে কি ভারী ড্রাইভিং শিখতে পারবো?
হ্যাঁ। মূলত প্রভেশনালদের জন্যই এটি।
২০২৩ সালে April এর পরে বা April থেকে কি ড্রাইভিং কোর্স এর আর সুযোগ আছে? নতুন কোর্স এর ডেট থাকলে আমি কোর্সে ভর্তি হতাম।
মে থেকে আগস্ট চলমান প্রক্রিয়া, নিকটস্থ টিটিসিতে খোজ নিয়ে ভর্তি হয়ে থাকুন। https://technicalalamin.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3/