ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ ২০২২ । মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৩ । মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি দেখুন

পেশাগত ড্রাইভিং শিখে স্বাবলম্বী হোন– টাঙ্গাইল টিটিসি-তে SEIP এর অর্থায়নে পরিচালিত ০৪(চার) মাস মেয়াদী (সেশনঃ সেপ্টেম্বর- ডিসেম্বর, ২০২৩খ্রিঃ) মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স অকুপেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন টিটিসি সেন্টার – ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৩

কোর্সে ভর্তি হতে যা যা লাগবে- (১) শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি (২) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ১ কপি। (৩) পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি সত্যায়িত। (৪) নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি ১ কপি (০৫) পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে)।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল-এ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক পরিচালিত Skills for Employment Investment Program (SEIP) এর আওতায় ০৪ (চার) মাস মেয়াদি “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” কোর্সে সেপ্টেম্বর-ডিসেম্বর/২০২৩খ্রি. সেশনে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীগণকে নির্ধারিত তারিখের পূর্বে কেন্দ্রের প্রশিক্ষণ শাখা হতে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতঃ স্ব-হস্তে পূরণপূর্বক অফিস চলাকালীন সময়ে অত্র কেন্দ্রে জমা দিতে হবে।

SEIP ট্রেনিং কোর্স ২০২৩– প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাের (বিএমইটি) এর আওতাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনােলজি (আইএমটি) সিরাজগঞ্জে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills For Friploymeat. Investment Prograrn (SEIP) প্রকল্পের Tranche-3 এর আওতায় ০৪ (চার) মাস মেয়াদী (সেপ্টেম্বর/২৩-ডিসেম্বর/২০ইং) ৪র্থ ব্যাচে নিম্নবর্ণিত কোর্সে প্রশিক্ষণার্থীর ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। SEIP ট্রেনিং কোর্স ২০২৩ । সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

আসছে বছরের শুরুতেই মে টু আগস্ট ২০২৩ / কোর্সে ১৭/০৮/২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে

ডিসেম্বর মাসে ভর্তি কার্যক্রম শেষ করা হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ক্লাশ বা প্রশিক্ষণ শুরু হবে।

Caption: Motor Driving Training Notice

প্রশিক্ষণ কোর্সে ভর্তির শর্ত সমূহ ২০২৩। যে কেউ কি ভর্তি হতে পারবে?

  1. শুধুমাত্র স্বল্প শিক্ষিত, এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনগ্রসর যুব পুরুষ/যুব মহিলাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে এবং প্রশিক্ষণ শেষে পেশাদার ড্রাইভার হওয়ার মানসিকতা থাকতে হবে।
  2. বিদেশগামী পাসপোর্টধারীদের (আসন খালি থাকা সাপেক্ষে) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি করা হবে।
  3. জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে।
  4. নূন্যতম ৮ম শ্রেণী পাস হতে হবে।
  5. পূর্বের লাইসেন্সধারীদের আবেদন করার প্রয়োজন নাই।
  6. রাষ্ট্র ও সমাজ বিরোধী কাজে জড়িত থাকা যাবে না (কোন মামলা)।
  7. বাধ্যতামুলক ডোপটেষ্ট করতে হবে (ভর্তির সাথে সাথে)।
  8. টিটিসির স্কীল্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  9. ভর্তির ক্ষেত্রে বয়স অবশ্যই ২১-৩৫ বৎসর এর মধ্যে হতে হবে।
  10. প্রশিক্ষণ ব্যয় সরকার বহন করবে।
  11. অন্য কোন প্রতিষ্ঠানে অধ্যায়নরত/প্রশিক্ষণরত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এ কোর্সের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হবে না।
  12. প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক চূড়ান্ত টেষ্ট এ নির্বাচিতদের সরকারি খরচে লাইসেন্স প্রদান করা হবে।

কোর্সে ভর্তির জন্য কোথায় যোগাযোগ করতে হবে?

মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টাঙ্গাইল টিটিসি। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা- তথ্য কর্ণার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ, নগর জালফৈ, টাঙ্গাইল। ফোন : ০২৯৯7753240, মোবাইল (হেল্প ডেস্ক) মোহাম্মদ রুহুল আমীন- ০১৭৭০-২১২৩৪৫, মোহাম্মদ মিনহাজ আলী- ০১৭৭৫১২৪৭০১ । সকালের ব্যাচঃ মোঃ মনোয়ার হোসেন (প্রশিক্ষক) – ০১৭১৯১৪১৮১৩ । বিকালের ব্যাচ : মোঃ মাকসুদুল আলম (সহকারী প্রশিক্ষক)- ০১৭৫৬৮১০১২০।  ই-মেইল : tangailttc@gmail.com । আপনার বাসা বা বাড়ি টাঙ্গাইল নয়? আপনি আপনার নিকটস্থ জেলার টিটিসি যোগাযোগ করুন।

টাঙ্গাইল টিটিসিতে ভর্তির আবেদনের শেষ তারিখ ১৭/০৮/২০২৩: টিটিসি সার্কুলার দেখুন

পলিসি এনালাইসিস শীর্ষক SEIP প্রশিক্ষণ কোর্স ২০২৩ । যাতায়াত ভাতা বাবদ প্রতিদিন ৬০০ টাকা

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *