জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের অভিন্ন টেমপ্লেট । QR Code এবং Bar Code দিয়েই জন্মসনদ যাচাই করা যাবে?
জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি আরও বেশি গ্রহণযোগ্য করেছে – QR Code এবং Bar Code দিয়েই জন্মসনদ যাচাই করা যাবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৮ তে সংযুক্ত ফরমেটে দেয়া হয় (নমুনা সনদ, সংযুক্ত-১)। এখন সনদের মানোন্নয়ন, নিরাপত্তা বিধান এবং অভিন্নকরণের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদে আধুনিক বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। ইহা BDRIS সফটওয়্যারে সন্নিবেশ করা হয়েছে।
নতুন টেমপ্লেট বা ফরম্যাটে কি এমন আছে? সনদের শীর্ষদেশে বাংলাদেশ সরকারের লোগো এবং মাঝখানে জলছাপে এ অফিসের লোগো থাকবে। পূর্ব সনদের তথ্য অপরিবর্তিত রেখে QR Code এবং Bar Code সংযোজন করা হয়েছে। QR Code এ সনদের সত্যতা যাচাই লিংক দেয়া আছে এবং Bar Code এ জন্ম ও মৃত্যু নিবন্ধন নম্বর দেওয়া করা যাবে। একই সনদে বাংলা, ইংরেজি উভয় ভাষায় ব্যক্তির তথ্য থাকবে তাই একাধিক সনদ গ্রহণ করতে হবে না। সনদে শুধুমাত্র নিবন্ধক ও নিবন্ধন সহকারীর স্বাক্ষরের সংস্থান (স্থান সংকুলানে শুধু ইংরেজিতে) করতে হবে।
তাহলে কি আর দুটি সনদ গ্রহণ করতে হবে না? না। পরিবর্তিত জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের নতুন টেমপ্লেটটি আগামী ২৫/০৭/২০২৩ তারিখ থেকে BDRIS এ থাকবে এবং এ টেমপ্লেটে সকল নিবন্ধক অফিস হতে সনদ মুদ্রিত হবে। ইহা তাঁর সদয় অবগতি এবং তাঁর আওতাধীন সকল নিবন্ধক কার্যালয়কে অবহিত করা এবং এর ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। জনসাধারণও এখন থেকে আর দুটি নয় এবং সনদই গ্রহণ করবে। দুটি সনদ গ্রহণের ঝামেলা এড়াতেই এমনটি করা হল।
জনগনকে আর দুটি ভাষায় সনদ গ্রহণ করতে হবে না / একই সনদে বাংলা ও ইংরেজীতে তথ্য থাকবে
কিউআর কোডে জন্ম সনদ যাচাইয়ের জন্য লিংক দেওয়া থাকবে লিংক ভিজিট করে যে কোন স্মার্টফোন দিয়েই সনদটি যাচাই করা যাবে এবং বারকোডে থাকবে জন্ম সনদ নম্বর।
Caption: Check your Birth or death Registration
QR or Barcode রিড করার নিয়ম । মোবাইল বা ল্যাপটপ হলেই রিড করা যাবে?
- প্রথমে গুগল প্লে স্টোর হতে আপনি Barcode Scanner লিখে সার্চ করে অ্যাপ ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করুন অথবা কম্পিউটার হতে online-barcode-reader.inliteresearch.com লিংকে গিয়ে বারকোড বা কিউআর কোডটি আপলোড করে দিন।
- একটি লিংক জেনারেট হবে সেটি ভিজিট করলেই নাগরিক তথ্য দেখাবে।
- মোবাইলে রিড করা সহজ অ্যাপ ওপেন করে কিউআর কোডটি ক্যামেরায় ধরলেই হল।
- মোবাইল বা কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
ইংরেজী ও বাংলা দুটি জন্ম বা মৃত্যু সনদ লাগবে না?
না। আপনি একই সনদ প্রবাসে এবং দেশে ব্যবহার করতে পারবেন। নাগরিকের ইংরেজী এবং বাংলা তথ্য একই সনদে দেওয়া থাকবে। তাই ঝামেলা কিছু হলেও কমে গেল। অন্যদিকে কিউআর কোড এবং বারকোড থাকায় জাল বা ভূয়া জন্ম সনদ ব্যবহার শনাক্ত করা যাবে। শুধু কোড রিড করে যাচাই করা যাবে জন্ম বা মৃত্যু সনদ। এতে নাগরিক অথেনটিক সনদ ব্যবহারের সুযোগ পেল।