জমি সংক্রান্ত ২৬টি শব্দের অর্থ জেনে নিই।
বাংলাদেশের স্থায়ী বাসিন্দা মাত্রই তার কিছু জমা জমা থাকবে। জমি জমার দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি যত মূল্যবান হচ্ছে ততই জমি জমা নিয়ে কলোহ বাড়ছে। বাড়ছে মামলা বাজি ও ভূমি বেদখল। তাই জমি জমা নিয়ে ধারণা তো একটু রাখতেই হয় চলুন জমি জমা নিয়ে দূর্বোধ্য কিছু শব্দের অর্থ জেনে নেয়া যাক।
১. আমিন-বিশ্বাসী।
২. ইয়াদস্ত-স্মারক লিপি।
২. ইস্তমুরার-যে প্রজা চিরস্থায়ী জমি বন্দোবস্ত নিয়েছে।
৪. কোর্ট অব ওয়ার্ড-যে বিভাগ নাবালকের বিষয় পর্যালোচনা করেন।
৫. লব্ধ-রবিশস্য।
৬. খাস মহল-রাজার নিজ তত্ত্বাবধানে চালিত যে মহল।
৭. সিল জমি-আবাদযোগ্য পতিত জমি।
৮. নোনাবাড়ী-বসতভিটি।
৯. মোদকস্ত রায়তরা-যে প্রজা যে গ্রামে বাস করে সেই গ্রামে জমি চাষ করে।
১০. খাস মোমা-নিজস্ব দলিলের জমি।
১১. প্রাইকবুরায়ত-যে প্রজা নিজ গ্রামে বাস করে সেই গ্রামে জমি চাষ করে।
১২. চক-জমিদারির অংশ বিশেষ।
১৩. চকবন্দী-একই সংলগ্ন কতগুলি দাগ।
১৪. চাহারান-যে জমিতে চার আনা শস্য উৎপন্য হয়।
১৫. স্যূয়েম জমি-যে জমিতে ৮ আনা শস্য উৎপন্ন হয়।
১৬. দুইয়েস জমি-যে জমিতে ১২ আনা শস্য উৎপন্ন হয়।
১৭. চিটা-যে কাগজে জমির পরিমাণ বিস্তারিত লেখা থাকে।
১৮. ছিট জমি-টুকরো জমি বা খন্ড জমি।
১৯. শরিক-অংশ
২০. চৌহদ্দি-চতু:সীমা।
২১. জোত-জমিদারের অধীনে প্রজার স্বত্ব বিশিষ্ট জমি।
২২. জোতদার-জমির মালিক।
২৩. তর্কানাজমা-জমি ও ফসলের বিবরণ পত্র।
২৪. তাসুক-কয়েকটি মৌজার সমষ্টি।
২৫. তোক-ভাগ
২৬. তৌজি-প্রাপ্য খাজনার বিবরণ পত্র।
উপরোক্ত শব্দগুলি আয়ত্ব করলে জমির দলিল বা কাগজপত্রগুলি পড়ে বুঝতে সুবিধে হবে।
আলহামদুলিল্লাহ
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো কিছু শিখতে পারলাম।
আপনাকেও ধন্যবাদ