জরিমানা ছাড়া ফিটনেস

জরিমানা ছাড়া মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সুযোগ।

৩০ জুন ২০২১ খ্রি: তারিখ পর্যন্ত জরিমানা মওকুফের এ সুযোগ গ্রহণ করে মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীকে কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

বিআরটিএ ভবন

নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২

জরিমানা মওকুফ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

অর্থ বিভাগের ৩১-১২-২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৪৪.৩২.১০৮.১১.৪৮ সংখ্যক স্মারকের সম্মতির প্রেক্ষিতে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩১-১২-২০২০ খ্রি: তারিখের স্মারক নং-৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩.৫৫০ সংখ্যক প্রজ্ঞাপনের ভিত্তিতে জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন  ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সুযোগ প্রদান  করা হয়েছে।

ক) এ বিভাগের ২২-০৬-২০২০ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-২৩৭ সংখ্যক প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এ সময়সীমা আগামী ৩০-০৬-২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

খ) আগামীতে খেলাপী মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেয়া হবে না।

৩০ জুন ২০২১ খ্রি: তারিখ পর্যন্ত জরিমানা মওকুফের এ সুযোগ গ্রহণ করে মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীকে কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।

বিআরটিএ

জরিমানা ব্যতীত মোটরযানের কাগজপত্র লাইসেন্স হালনাগাদ করার সুযোগ: ডাউনলোড

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *