Documents for new Voter bd । নতুন ভোটার হতে কি কি লাগে জেনে নিন
Documents required to be new voter – বাংলাদেশী নাগরিক হতে যে সকল ডকুমেন্ট লাগবে – নতুন ভোটার হতে কি কি লাগে ২০২৪
নতুন ভোটার হতে যেসব ডকুমেন্ট লাগে? – জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০– ভোটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬ নং আইন) অনুসারে ভোটার হিসাবে তালিকাভুক্ত প্রত্যেক নাগরিক, নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে, জাতীয় পরিচয়পত্র পাইবার অধিকারী হইবেন।(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কমিশন অন্যান্য নাগরিককে, নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে, জাতীয় পরিচয়পত্র প্রদান করিতে পারিবে। নতুন ভোটারদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ২০২৪
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ মোতাবেক কোন নাগরিক জ্ঞাতসারে একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করিলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদন্ড বা অনধিক বিশ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। (১) কমিশনের কোন কর্মকর্তা বা কর্মচারী অথবা এই আইন দ্বারা বা ইহার অধীন জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দায়িত্ব পালনরত কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কমিশনের নিকট সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কোন তথ্য-উপাত্ত বিকৃত বা বিনষ্ট করিলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব সাত বৎসরের কারাদন্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।
(২) কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত কোন তথ্য বিকৃত অথবা বিনষ্ট করিলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব দুই বৎসর কারাদন্ড বা অনধিক চল্লিশ হাজার টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবে।
নতুন ভোটার হতে কি কি লাগে ২০২৪ / ভোটার তালিকায় এন্ট্রি বা জাতীয় পরিচয়পত্র পেতে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হয়।
যাদের জন্ম ০১/০১/২০০৭ বা তার পূর্বে, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে।
বি:দ্র: দাখিলকৃত সকল কাগজপত্রের মূল কপি/ সত্যায়িত কপি দাখিল করতে হবে।।
নতুন ভোটার তালিকায় নাম আনতে চাইলে কি কি ডকুমেন্ট দিতে হবে?
- অনলাইন জন্মসনদ;
- শিক্ষা সনদ (প্রাথমিক সমাপনী /JSC/SSC);
- প্রবাসী ভােটারের ক্ষেত্রে পাসপাের্টের কপি;
- ছবিযুক্ত ও স্মারক নম্বরসহ জাতীয়তা/নাগরিকত্ব সনদ;
- পিতা,মাতার NID;
- বিবাহিত হলে স্বামী/স্ত্রীর NID ও কাবিননামা;
- পিতা মাতার NID না থাকলে ওয়ারিশ সনদ, মৃত্যুসনদ, জন্মসনদ;
- চৌকিদারী রশিদ/পৌরকর/হােল্ডিং টেক্স রশিদ;
- বাড়ীর বিদ্যুৎবিল/গ্যাস বিল;
- জমি মালিকানা খতিয়ানের কপি;
- ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার রসিদ এবং ভাড়াটিয়া চুক্তিনামার কপি;
- বাদ পড়া ভােটারদের (০১-০১- ২০০৪ বা তারপূর্বে যাদের জন্ম) ক্ষেত্র সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়ন;
নির্বাচন কমিশন যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় তাহলে কি তাদের শাস্তি হবে?
দায়িত্ব অবহেলার দন্ড হিসেবে এক বৎসর পর্যন্ত কারাদন্ড হতে পারে –জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ১৭ নম্বর অনুচ্ছেদ মোতাবেক কমিশনের কোন কর্মকর্তা বা কর্মচারী অথবা এই আইন দ্বারা বা ইহার অধীন জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোন দায়িত্ব পালনরত কোন ব্যক্তি, কোন যুক্তিসংগত কারণ ছাড়া, দায়িত্বে অবহেলা করিলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদন্ড বা অনধিক বিশ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।
https://technicalalamin.com/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA/